উইন্ডোজ ১০’এ ডার্ক মুড চালু করবেন যেভাবে
অনেকের মধ্যেই ঈর্ষা হয় যখন অ্যান্ড্রয়েড ডিভাইস, আইওএস এবং সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ডার্ক মুড ফিচার দেখা যায়। তেমনি প্রযুক্তির উন্নয়নের সঙ্গে সঙ্গে ডিভাইসকে নিজের মত করে ইউজারদের মাঝে মডিফাই করার প্রবণতা বাড়ছে। তাই প্রযুক্তি নির্মাতারাও নিত্যনতুন সব ফিচার নিয়ে হাজির হচ্ছে। তেমনি জনপ্রিয় একটি ফিচার হচ্ছে ডার্ক মুড ফিচার।
চলুন তাহলে জেনে নেওয়া যাক উইন্ডোজ ১০ এ যেভাবে ডার্ক মুড চালু করবেন।
প্রথমে, উইন্ডোজ বাটন প্রেস করে স্টার্ট মেন্যুতে যেতে হবে।
দ্বিতীয়ত, পার্সোনালাইজেশন অপশনে ক্লিক করুন।
সর্বশেষ, বাম পাশের সাইডবার থেকে কালারস অপশনে ক্লিক করুন। কালার অপশন থেকে ডিফল্ট উইন্ডোজ মুড অপশন থেকে ডার্ক মুড সিলেক্ট করুন।
আরও ভালোভাবে দেখতে, ভিডিওটি অনুসরণ করুন।
প্রসঙ্গত, ডার্ক মুড মূলত ডিভাইসের হাই কন্ট্রাস্টের কালারগুলোকে ডার্ক বা কালো কালারে কনভার্ট করে নেয়। ফলে স্মার্টফোন ও এলইডি ডিভাইসের ক্ষতিকর ব্লু লাইট ইফেক্ট আছে তা আর চোখে যন্ত্রণা দেয় না। ডার্ক মুড অনেকটা আরামদায়ক হয় রাতে ব্যবহার করার জন্য। এতে ব্যাটারির চার্জ দীর্ঘস্থায়ী হয়।
উল্লেখ্য টুইটার, ফেসবুক, গুগল ক্রোম, ইউটিবে এই ডার্কমুড সংস্করণ আছে। যেখানে ইউজার চাইলেই ডার্ক মুড অন করে নিতে পারেন।