করোনাভাইরাস সংক্রান্ত অ্যাপস দেখাবে না প্লে স্টোর

  • টেক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

প্লে স্টোর করোনাভাইরাস সংক্রান্ত অ্যাপস দেখাবে না, ছবি: সংগৃহীত

প্লে স্টোর করোনাভাইরাস সংক্রান্ত অ্যাপস দেখাবে না, ছবি: সংগৃহীত

বিশ্বজুড়ে অনলাইন-অফলাইনে করোনাভাইরাস সংক্রান্ত ভুল তথ্য-উপাত্ত ছড়িয়ে পড়ছে। এরমধ্যে সোশ্যাল মিডিয়াসহ জনপ্রিয় বেশকিছু প্ল্যাটফর্মে ভুয়া তথ্যের ছড়াছড়ি বেশি হচ্ছে। এজন্য গুগল ভুল তথ্যের প্রসার বন্ধ করতে তাদের প্লে স্টোরে করোনাভাইরাস সংক্রান্ত সব অ্যাপ ব্লক এবং সার্চ রেজাল্টে কোনো ফলাফল দেখাবে না।

নাইনটুফাইভ গুগলে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়, গুগল প্লে স্টোরে করোনাভাইরাস সংক্রান্ত সার্চের কোনো ফলাফল বন্ধ করে দিয়েছে। আর কেউ যদি কভিড-১৯ দিয়েও সার্চ করে তাহলে গুগল প্লে স্টোর কোনো ফলাফল দেখাবে না।

বিজ্ঞাপন

এর আগে মার্কিন টেক জায়ান্ট গুগল করোনাভাইরাসের বিস্তার বন্ধ করতে তাদের কর্মীদের বাসা থেকে কাজ করতে অনুরোধ জানিয়েছে। আর গ্রাহকদেরকে করোনাভাইরাস সংক্রান্ত বিষয়ে সতর্ক করতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে মিলে ‘এসওএস অ্যালার্ট ফর করোনাভাইরাস’ সার্ভিস চালু করেছে। তাই গ্রাহকরা গুগল ও টুইটারে করোনাভাইরাস সংক্রান্ত বিষয় সার্চ করলে বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রদত্ত সেফটি টিপস, তথ্য-উপাত্ত পাবে।