ঘরে বসেই করোনা ঝুঁকি পরীক্ষা

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ঘরে বসেই করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি পরীক্ষার জন্য একটি ওয়েবসাইট তৈরি হয়েছে। ‘লাইভ করোনা ঝুঁকি টেস্ট’ নামের এই ওয়েবসাইটের মাধ্যমে এ পরীক্ষা করা যাবে।

সোমবার (২৯ মার্চ) দুপুরে করোনাভাইরাস পরিস্থিতি মোকাবিলায় আইসিটির ব্যবহার সম্পর্কে অনলাইন সংবাদ সম্মেলনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এ তথ্য জানান।

বিজ্ঞাপন

প্রতিমন্ত্রী আরও জানান, পরীক্ষামূলকভাবে চালু হওয়া এই ওয়েবসাইটে (https://livecoronatest.com) করোনাভাইরাস সংক্রমণে আক্রান্তের ঝুঁকিতে রয়েছেন কিনা, তা নিজেই মূল্যায়ন করতে পারবেন। জানা যাবে ঝুঁকির মাত্রা ও করণীয় সম্পর্কেও। সফটওয়ারে শেয়ার করা তথ্যের সব ধরনের গোপনীয়তা বজায় রাখা হবে।

এই সফটওয়্যারটি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উদ্যোগে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়াধীন স্বাস্থ্য অধিদফতরের বিশেষজ্ঞদের সহায়তায় তৈরি করা হয়েছে বলেও জানান তিনি।

বিজ্ঞাপন

করোনাভাইরাস মোকাবিলায় আইসিটি ব্যবহার এবং অনলাইনে করোনার ঝুঁকি পরীক্ষা করাসহ বেশ কিছু নতুন নতুন উদ্ভাবন তুলে ধরেন জুনায়েদ আহমেদ পলক।