ঘরে থাকতে ফ্রি গেমিং সেবা দিচ্ছে সনি

  • টেক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

দেশে দেশে এখন চলছে লকডাউন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা মতে, ঘরে থাকলেই প্রাণঘাতী করোনার দ্রুত সংক্রমণ ঠেকানো যাবে। তাই মানুষকে ঘরে থাকতে উৎসাহিত করতে প্রিমিয়াম ক্যাটাগরির গেম ফ্রিতে খেলার সুযোগ দিচ্ছে সনি।

সনি কর্তৃপক্ষ জানায়, যাদের পিএসিপি৪ সংস্করণ আছে তারা ঘরে বসে এই গেমিং সার্ভিস উপভোগ করতে পারবে।

বিজ্ঞাপন

ঘরে বসে খেলার বিষয়টিকে প্রাধান্য দিয়ে, সনি কর্তৃপক্ষ এই কর্মসূচি গ্রহণ করেছে।

গেম দুটি হলো জার্নি ও আনচার্টেড ও দ্য নাথান ড্রেক কালেকশন (প্রথম ৩ পার্ট)। তাই প্লেস্টেশন প্লাসে সাবস্ক্রাইব না করেও গেইমগুলো খেলা যাবে।

বিজ্ঞাপন

তবে এই সার্ভিসটি এপ্রিলের ১৫ তারিখ থেকে মে মাসের আট তারিখ পর্যন্ত কার্যত থাকবে।

এছাড়া বৈশ্বিক মহামারি করোনার প্রভাবে যেসব স্বাধীন গেম ডেভেলপাররা কঠিন সময় পার করছেন তাদের জন্য ১০ মিলিয়ন ডলারের একটি ক্রিয়েটিভ ফান্ড তৈরি করা হয়েছে।