হাই পারফর্মেন্সের সঙ্গে ৬ ক্যামেরার অপো স্মার্টফোন

  • টেক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

এবার ছয় ক্যামেরার ফোন নিয়ে এসেছে স্মার্টফোনে ক্যামেরার ডিজাইনের নতুনত্ব নিয়ে আসা চীনা কোম্পানি অপো।

নতুন এই ফোনটির মডেল নির্ধারণ করা হয়েছে অপো এ৯২এস। এর আগে অপো এস২ মডেলের একটি ফোন বাজারে ছাড়ে প্রতিষ্ঠানটি।

বিজ্ঞাপন

ফোনটির পেছনে ক্যামেরা সেকশনে থাকছে চারটি ক্যামেরা এবং সেলফি তোলার জন্য সামনে দুটি ক্যামেরা। নিরাপত্তার স্বার্থে ফোনের পাশে থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।

অপো এ৯২এস-এর পেছনের ক্যামেরায় সনির ৪৮ মেগাপিক্সেল আইএমক্স ৫৮৬ সেন্সর ব্যবহার করা হয়েছে। আর থাকছে ৮ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা। ফোনের সামনে থাকছে ডুয়াল সেলফি ক্যামেরা।

বিজ্ঞাপন

এর পাঞ্চহোল ডিসপ্লের ফোনটিতে থাকছে সবচেয়ে দ্রুতগতির ইন্টারনেটের জন্য ৫জি প্রযুক্তি। ফোনটির ৪০০০ এমএইচ ব্যাটারিটি চার্জ করতে দেওয়া হয়েছে ইউএসবি টাইপ সি-পোর্ট।

অপো এ৯২ এস মডেলের ফোনটি দুটি ভ্যারিয়েন্টে পাওয়া যাবে। এতে ৬ জিবি র‍্যাম ও ১২৮ জিবি রম এবং ৮ জিবি র‍্যামের সঙ্গে থাকছে ১২৮ জিবি রম।

ফোনের কনফিগারেশন অনুযায়ী দামে কিছুটা ভিন্নতা রয়েছে। যা যথাক্রমে প্রায় ২৫ হাজার ও ২৭ হাজার টাকা পড়বে। কালো ও সাদা এই দুটি রঙে পাওয়া যাবে অপো এ৯২ এস।

তবে ফোনটি কবে নাগাদ দেশের বাজারে পাওয়া যায় তা এখনো জানা যায়নি।