হিমালয়ের চূড়ায় ৫জি

  • টেক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

চীনের টেলিযোগাযোগ কোম্পানি চায়না মোবাইল মাউন্ট এভারেস্টে ৫জি নেটওয়ার্ক স্থাপনের কাজ করছে।

পৃথিবীর সবচেয়ে উঁচু হিমালয়ের উপরে টাওয়ার বসিয়েছে প্রতিষ্ঠানটি। আর এই নেটওয়ার্ক স্থাপনে কাজ করছে চীনা টেক জায়ান্ট হুয়াওয়ে।

বিজ্ঞাপন

এভারেস্টের চূড়ায় ৫জি নেটওয়ার্ক স্থাপনে যৌথভাবে কাজ করছে দুটি প্রতিষ্ঠান। ইতোমধ্যে এভারেস্টের দুটি বেজ ক্যাম্পে টাওয়ার বসানো হয়েছে।

সমুদ্র পৃষ্ঠ থেকে একটি ক্যাম্প ৫ হাজার ৩০০ মিটার ও আরেকটি ক্যাম্প ৫ হাজার ৮০০ মিটার উঁচুতে অবস্থিত।

বিজ্ঞাপন

অ্যান্টেনাগুলোর মাধ্যমে প্রতি সেকেন্ডে এক গিগাবাইট স্পিড পাওয়া যাবে।

এর আগে সেখানে ২জি, ৩জি এবং ৩টি ৪জি বেজ স্টেশন ছিল। এখন আরও তিনটি ফাইভি বেজ স্টেশন যোগ হচ্ছে।