ছোটদের মেসেঞ্জার অ্যাপ

  • টেক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বাংলাদেশসহ বিশ্বের ৭০টি দেশে মেসেঞ্জার কিডস অ্যাপ চালু করেছে ফেসবুক।

বুধবার (২২ এপ্রিল) ফেসবুক কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, বর্তমানে বিশ্বের ৭০টি দেশে শিশুদের জন্য এই অ্যাপটি পাওয়া যাবে।

বিজ্ঞাপন

ফেসবুক জানায়, করোনা বিপর্যয়ের কারণে বিশ্বের স্কুল-কলেজগুলো বন্ধ হয়ে গেছে। তাই শিশুদের জন্য অনলাইনে শিক্ষা কার্যক্রম চালু রাখতে মেসেঞ্জার কিডস অ্যাপ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

মেসেঞ্জারে শিশুদের গোপনীয়তা রক্ষা করতে এতে প্যারেন্টাল কন্ট্রোল দেওয়া হয়েছে। ফলে শিশুদের বাবা- মা জানতে পারবে তার সঙ্গে কে চ্যাট করছে, কে ফ্রেন্ড লিস্টে আছে ইত্যাদি নিরাপত্তামূলক ফিচার রয়েছে।

বিজ্ঞাপন

এছাড়া শিশুদের বাবা-মা চাইলে গ্রুপে কে যুক্ত হচ্ছেন, হতে পারে তার শিক্ষক, কোচ কিংবা পরিবারের অন্য কোনো সদস্য তাও নিয়ন্ত্রণ করতে পারবে।

তবে এর আগে, এই অ্যাপের নিরাপত্তা নিয়ে অনেক প্রশ্ন উঠে। বলা হয়, এখানে শিশুদের নিরাপত্তা ঝুঁকি রয়ে যায়।

যুক্তরাষ্ট্রে প্রথম ২০১৭ সালে এবং ২০১৮ সালে কানাডায় কিডস অ্যাপটি চালু করা হয়।

সূত্র: দ্য