নির্দেশনা অমান্য করেই উৎপাদন শুরু করল টেসলা

  • টেক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ইলন মাস্ক, ছবি: সংগৃহীত

ইলন মাস্ক, ছবি: সংগৃহীত

বিশ্বব্যাপী করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে লকডাউন চলছে। তবে শুরু থেকেই এর বিরোধিতা করে আসছেন যুক্তরাষ্ট্রের ইলেক্ট্রিক গাড়ি নির্মাতা টেসলা প্রধান ইলন মাস্ক। তাই এবার নির্দেশনা অমান্য করেই কারখানা চালু করেছে টেসলা।

সোমবার (১১ মে) টেসলা প্রধান ইলন মাস্ক এক টুইট পোস্টে জানান, তার কোম্পানি উৎপাদন শুরু করেছে এবং  এই পদক্ষেপে তিনি সবার পাশে থাকবেন।

এদিকে মার্কিন যুক্তরাষ্ট্র এবং তাদের স্থানীয় সরকার লকডাউন শেষে বন্ধ থাকা কারখানাগুলো খোলার জন্য কাজ করছে।

এর আগে, টেসলার কার্যক্রম শুরু করতে না দিলে এর প্রধান অফিস ক্যালিফোর্নিয়া থেকে সরিয়ে নিয়ে যাওয়ার হুমকি দিয়েছিলেন ইলন মাস্ক। এছাড়া গত কয়েক সপ্তাহ ধরে মাস্ক লকডাউনের বিরোধিতা করা আসছেন।

সম্প্রতি লকডাউন তুলে দেওয়ার জন্য মাস্ক এক টুইট পোস্টে লেখেন, 'ফ্রি আমেরিকা নাও' অর্থাৎ আমেরিকাতে এবার লকডাউন তুলে দেওয়ার জন্য আহ্বান জানান তিনি। এছাড়া করোনা নিয়ে চিন্তা করাকে তিনি একধরনের মূর্খতা বলেছেন।

সূত্র: বিবিসি