করোনার ধাক্কায় ইন্টারনেট সংযোগ ১০ কোটি পেরোল

  • স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

করোনার কারণে ঘরে থাকতে বাধ্য হওয়া মানুষ আগের যে কোনো সময়ের চেয়ে বেশি ইন্টারনেট ব্যবহার করছে। ইন্টারনেটই এখন মানুষের বিনোদন, অফিসের কাজকর্ম আর কেনাকাটারও প্রধান উপায়। আর সেই কারণে কেবল মার্চ মাসেই নতুন ৩২ লাখ ৬৯ হাজার নতুন ইন্টারনেট সংযোগ যুক্ত হয়েছে।

আর এই সুযোগে মার্চের শেষে দেশের কার্যকর ইন্টারনেট সংযোগ ১০ কোটি ৩২ লাখে পৌঁছে গেছে।

বিজ্ঞাপন

গত কয়েক মাস ধরে ইন্টারনেট সংযোগ দশ কোটির খুব কাছাকাছি অবস্থান করছিল। ফেব্রুয়ারি মাসের শেষে ওই সংযোগ গিয়ে দাঁড়ায় ৯ কোটি ৯৯ লাখ ৮৪ হাজার।

মার্চে সবচেয়ে বড় অর্জনটা হয়েছে ব্রডব্যান্ড সংযোগে। ফেব্রুয়ারি মাসে ব্রডব্যান্ডের সংযোগ ছিল ৫৭ লাখ ৪৩ হাজার সেটি মার্চের পর হয়ে গেল ৮০ লাখ ৮৪ হাজার।

বিজ্ঞাপন

টেলিটক এবং ইন্টারনেট সংশ্লিষ্টরা বলছেন, কোনো দেশে দশ কোটি ইন্টারনেট সংযোগ থাকা অবশ্যই অত্যন্ত বড় একটি অর্জন। খুব কম দেশই এমন ল্যান্ডমার্ক অর্জন করতে পেরেছে বলেও মত দেন তারা।

এর আগে ২০১৮ সালের আগস্টে নয় কোটি, ২০১৭ সালের জুলাই মাসে আট কোটি কার্যকর ইন্টারনেট সংযোগের ল্যান্ডমার্ক অর্জন করে টেলিকম ও তথ্য যোগাযোগ প্রযুক্তি খাত।