এবার ফেসবুক সার্চেই মিলবে সব তথ্য!

  • টেক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ফেসবুক এখন শুধুই আর যোগাযোগমাধ্যম নয়। মেসেজিং থেকে শুরু করে কেনাকাটা যাবতীয় সবকিছুই সম্ভব৷ তাই এর কার্যক্রমকে আরও গতিশীল করতে ফেসবুকে উইকিপিডিয়া সমর্থিত তথ্যভাণ্ডার যুক্ত করা হবে।

ফেসবুকের নতুন এই ফিচারটি ব্যবহার করে উল্লেখযোগ্য ব্যক্তি, দর্শনীয় স্থান, জনসাধারণের আগ্রহের বিষয়, চলচ্চিত্র এবং টিভি শোগুলো সম্পর্কে তথ্য প্রদর্শন করবে৷ ফলে ইউজাররা ফেসবুক অ্যাপ থেকে না বের হয়েই তাদের প্রয়োজন বিষয় সম্পর্কে জানতে পারবে৷

বিজ্ঞাপন

এক ব্লগ বিবৃতিতে ফেসবুক কর্তৃপক্ষ নতুন ফিচারটি সম্পর্কে নিশ্চিত করে জানায়, বর্তমানে এটি ডেস্কটপ, অ্যান্ড্রয়েড এবং আইওএস ডিভাইসে ‘পাইলট প্রকল্প’ হিসেবে পরিচালনা করা হচ্ছে। ফেসবুকের এই ‘নলেজ বক্স’ ফিচারটি গুগলের ‘নলেজ প্যানেল’ এর মত৷ যা ইউজারদের সার্চ করা কী-ওয়ার্ডের ভিত্তিতে নির্দিষ্ট তথ্যাদি প্রদর্শন করে।

এই ফিচারটি ফেসবুকের সার্চ বারেই কাজ করবে৷ যেমন: কেউ যদি ‘কোভিড-১৯’ কী-ওয়ার্ড দিয়ে সার্চ করে তাহলে উইকিপিডিয়া থেকে প্রদর্শিত তথ্যের পাশাপাশি একটি ছোট্ট বক্সে সংক্ষিপ্তাকে তথ্য দেখানো হবে। এছাড়া নির্ধারিত বিষয়ের উপর ভেরিফাইড সোশ্যাল মিডিয়ার লিংকসহ প্রয়োজনীয় কিছু লিংক দেখাবে৷

বিজ্ঞাপন

তবে কবে নাগাদ সবার জন্য ফিচারটি উন্মুক্ত করা হবে সে বিষয়ে কিছু জানান নি ফেসবুক কর্তৃপক্ষ।

সূত্র: টেকক্রাঞ্চ