টিকটক: আমরা চীনের দ্বারা নিয়ন্ত্রিত নই
সংক্ষিপ্ত ভিডিও তৈরির জনপ্রিয় অ্যাপ টিকটক চীন সরকার দ্বারা নিয়ন্ত্রিত এমন অভিযোগ সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন বলে অবিহিত করেছে।
টিকটকের নীতিমালা বিষয়ক প্রধান থিও বার্ট ম্যান জানান, চীন সরকার কর্তৃক ডেটা হস্তান্তর সংক্রান্ত কোনো অনুরোধ আমলে নিবে না টিকটক। এছাড়া টিকটক কোনোভাবেই চীন সরকারের কাছে দায়বদ্ধ নয়।
সম্প্রতি ভারতে চীনের সঙ্গে সীমান্ত সংঘর্ষের পরে দেশটিতে টিকটকসহ ৮৯ অ্যাপ বন্ধ করেছে সরকার। এরপরেই যুক্তরাষ্ট্রে টিকটকের ডেটা সংক্রান্ত নীতিমালা নিয়ে প্রশ্ন উঠেছে। এ নিয়ে যুক্তরাষ্ট্রে টিকটকের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।
এদিকে টিকটকের মূল প্রতিষ্ঠান বাইটড্যান্স, যা বেইজিংয়ে অবস্থিত। বর্তমানে প্রতিষ্ঠানটি তাদের সদর দফতর কেম্যান দ্বীপপুঞ্জের আবাসস্থল এবং লন্ডনের স্থাপনের জন্য যুক্তরাজ্য সরকারের সঙ্গে আলোচনা করেছে।
তবে মার্কিন যুক্তরাষ্ট্র টিকটককে নিষিদ্ধ করার কথা বিবেচনা করছে। কিন্তু যদি প্রতিষ্ঠানটি চীন থেকে বিচ্ছিন্ন হয়ে আমেরিকান সংস্থা হয়ে উঠলে তখন তাদের কর্মকাণ্ড চালিয়ে যাওয়ার অনুমতি দিতে পারে যুক্তরাষ্ট্র।
বিশ্বব্যাপী জনপ্রিয় ভিডিও শেয়ারিংয়ের এই অ্যাপটি ২০০ কোটি বার ডাউনলোড করা হয়েছে।
সূত্র: বিবিসি