জাতিসংঘের অন্তর্বর্তী ত্রাণ সহায়তা প্রধান জয়েস মসুয়া বলেছেন, গাজা রোজ চরম নিষ্ঠুরতার মুখোমুখি হচ্ছে। সেখানে মৃত্যু যেন রোজকার ঘটনা। বার বার এ ধরনের ঘটনা আন্তর্জাতিক অপরাধ।
তিনি বলেন, ইসরায়েল সেখানে পর্যাপ্ত পরিমাণে ত্রাণ প্রবেশের অনুমতি পর্যন্ত দিচ্ছে না। এটা গভীরতম আন্তর্জাতিক অপরাধ।
জাতিসংঘের অন্তর্বর্তী ত্রাণ সহায়তা প্রধান জয়েস মসুয়া’র বরাত দিয়ে জার্মানির সংবাদমাধ্যম ডয়েচে ভেলে বুধবার (১৩ নভেম্বর) এ খবর জানায়।
খবরে বলা হয়, নিরাপত্তা পরিষদে বক্তব্য রাখার সময় জাতিসংঘের অন্তর্বর্তী ত্রাণ সহায়তা সংস্থা ওসিএইচএ (Office for the Coordination of Humanitarian Affairs-OCHA) প্রধান জয়েস মসুয়া বলেন, গাজায় রোজ চরমতম নিষ্ঠুরতা ঘটেই চলেছে। একের পর এক মৃত্যু ঘটেই চলেছে।
তিনি ইসরায়েলি বর্বর হামলাকে আন্তর্জাতিক অপরাধ উল্লেখ করে বলেন, ইসরায়েল গাজায় পর্যাপ্ত পরিমাণে ত্রাণ প্রবেশের অনুমতি দিচ্ছে না। এ নিষ্ঠুরতার যেন শেষ নেই!
ইতোমধ্যে, অলাভজনক আরো ৮টি সংস্থা ইসরায়েলের বিরুদ্ধে অভিযোগ এনে বলেছে, মার্কিন যুক্তরাষ্ট্র যুদ্ধবিধ্বস্ত গাজায় যেভাবে ত্রাণ সহায়তা পাঠানোর জন্য ইসরায়েলকে বলেছে, ইসরায়েল তা মেনে চলছে না।
শুধু তাই-ই নয়, ২০২৩ সালের অক্টোবরে গাজা যুদ্ধ শুরুর পর ত্রাণ সহায়তার পরিমাণ কমতে কমতে তা এখন খুবই সামান্যে এসে দাঁড়িয়েছে।
এদিকে, ইসরায়েলের নতুন প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, সর্বশক্তি দিয়ে ইসরায়েল হিজবুল্লাহর ওপর আঘাত হানবে। সেইসঙ্গে তিনি এটাও বলেন যে, ইরানের নিউক্লিয়ার স্থাপনায় যে কোনো সময় হামলা হতেই পারে!
গাজা ও লেবাননের স্বাস্থ্য কর্মকর্তারা বলেছেন, আকাশপথে ইসরায়েলের হামলায় হতাহতের সংখ্যা বেড়েই চলেছে। তবে ইসরায়েল এ অভিযোগ অস্বীকার করে বলেছে, লেবাননে তারা শুধুমাত্র হিজবুল্লাহর স্থাপনার ওপর হামলা করে থাকে।