নিউজিল্যান্ডে সেমি-অটোমেটিক অস্ত্রে নিষেধাজ্ঞা

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

নিউজিল্যান্ডে সর্বসাধারণের জন্য সামরিক সেমি-অটোমেটিক অস্ত্র নিষিদ্ধ করবে বলে ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডান। আগামী ১১ এপ্রিল থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর করা হবে বলে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির এক প্রতিবেদনে নিশ্চিত করা হয়েছে।

বৃহস্পতিবার (২১ মার্চ) নিউজিল্যান্ড প্রধানমন্ত্রী এই ঘোষণা দেন।

বিজ্ঞাপন

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে দুটি মসজিদের হামলার পর দেশটির অস্ত্র আইনে পরিবর্তন আনা হবে বলে আগেই ইঙ্গিত দিয়েছেন প্রধানমন্ত্রী জেসিন্ডা।

গত ১৫ মার্চের এই হামলার পর দেশটির সামরিক সেমি-অটোমেটিক অস্ত্র আইনের বিষয়টি ব্যাপকভাবে আলোচনায় আসে।

বিজ্ঞাপন

নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী বলেন, 'এই হামলার পরে আমাদের দেশের ইতিহাস পরিবর্তন হয়ে গেছে। এখন আমাদের আইনও পরিবর্তন হবে।'

উল্লেখ্য ক্রাইস্টচার্চে পৃথক দুই মসজিদ হামলায় ৫০জন নিহত হয়েছে। এছাড়া অর্ধশতাধিক আহত হয়েছে। নিহত ৫০জনের পরিচয় শনাক্ত করা হয়েছে বলে জানায় দেশটির পুলিশ।

অভিযুক্ত ব্রেনটন টারান্ট অস্ট্রেলিয়ার নাগরিক বলেও আন্তর্জাতিক গণমাধ্যমগুলো নিশ্চিত করেছে। হামলাকারী বর্তমানে পুলিশের রিমান্ডে আছে। তার বিরুদ্ধে আইনের সর্বোচ্চ প্রয়োগ করা হবে বলে জানায়, দেশটির প্রধানমন্ত্রী।