নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীকে 'হত্যার হুমকি'

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডান, ছবি: সংগৃহীত

নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডান, ছবি: সংগৃহীত

নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডানকে সামাজিক যোগাযোগ মাধ্যমে হত্যার হুমকি দেয়া হয়েছে। এক টুইট বার্তায় এই হত্যার হুমকি দেয়া হয়।

শুক্রবার (২২ মার্চ) দেশটির স্থানীয় সংবাদমাধ্যমগুলোতে এমনটাই সংবাদ প্রকাশিত হয়েছে।

টুইট বার্তায় একটি বন্দুকের ছবিসহ লেখা ছিল, ‘এরপর আপনি’। এই টুইট বার্তা নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীর কাছে প্রেরণ করা হয়েছে। যেখানে নিউজিল্যান্ডের পুলিশকেও ট্যাগ করা হয়েছে।

বিজ্ঞাপন

তবে ইতোমধ্যেই টুইট অ্যাকাউন্টটি বন্ধ করে দেয়া হয়। ওই টুইটার অ্যাকাউন্টে বিভিন্ন ইসলাম বিরোধী কথাবার্তা লেখা ছিল বলেও দেশটির সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে উল্লেখ করা হয়।

তবে নিউজিল্যান্ড প্রধানমন্ত্রী অফিসের এক মুখপাত্র বলেন, ‘আমরা প্রধানমন্ত্রীর নিরাপত্তায় কঠোর অবস্থানে আছি।‘

বিজ্ঞাপন

এদিকে, নিউজিল্যান্ডের মসজিদে সন্ত্রাসী হামলার ঘটনায় হামলার শুক্রবার নিউজিল্যান্ড জুড়ে নীরবতা ও শোক পালন করা হয়। ক্রাইস্টচার্চের মসজিদ এলাকায় হাজার মানুষ জড়ো হন। সেখানে নিহতদের স্মরণের পাশাপাশি ইসলাম ধর্মের প্রতি সম্মানও প্রদর্শন করা হয়।