রাষ্ট্রীয় অর্থ আত্মসাৎ করলেন নেতানিহাহুর স্ত্রী

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

সারা নেতানিয়াহু, ছবি: সংগৃহীত

সারা নেতানিয়াহু, ছবি: সংগৃহীত

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহুর স্ত্রী সারা নেতানিয়াহু রাষ্ট্রীয় অর্থ আত্মসাতের অভিযোগ স্বীকার করলেন।  

রোববার (১৬ জুন) আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানায়, রাষ্ট্রীয় অর্থব্যবহার ও প্রতারণার দায়ে জেরুজালেমের আদালত তাকে ১৫ হাজার মার্কিন ডলার জরিমানা করেছে।

বিজ্ঞাপন

তদন্ত কর্মকর্তারা বলছেন সারা নেতানিয়াহু ২০১০ থেকে ২০১৩ সালের মধ্যে এক লাখ ডলার রাষ্ট্রীয় অর্থ অপব্যবহার করেছেন। তিনি জেনে বুঝেই এই অপরাধ করেছেন।

এর আগে বেনজামিন নেতানিয়াহু এমন অভিযোগ অস্বীকার করে বলেন, ‘তার স্ত্রীর বিরুদ্ধে এমন অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন।’

বিজ্ঞাপন

এদিকে, নেতানিয়াহুর বিরুদ্ধেও রাষ্ট্রীয় অর্থ লুণ্ঠন ও ঘুষ গ্রহণের অভিযোগ উঠে এসেছে এবং জেরুজালেমের আদালতে কয়েকটি মামলাও চলছে।