হন্ডুরাসে নৌকাডুবিতে ২৬ জনের মৃত্যু

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

মাছ ধরার নৌকা ডুবে গিয়ে এ দুর্ঘটনা ঘটে/ ছবি: সংগৃহীত

মাছ ধরার নৌকা ডুবে গিয়ে এ দুর্ঘটনা ঘটে/ ছবি: সংগৃহীত

মধ্য আমেরিকার দেশ হন্ডুরাসে মাছ ধরার নৌকা ডুবে গিয়ে কমপক্ষে ২৬ জনের প্রাণহানি ঘটেছে। দেশটির কর্তৃপক্ষের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের খবরে এ তথ্য নিশ্চিত করা হয়।

বিবিসি জানায়, ক্যারিবিয়ান উপকূলে দেশটির পূর্ব মসকিউটিয়া অঞ্চলে এ নৌকাডুবির ঘটনা ঘটে। এ দুর্ঘটনায় আরও ৪৭ জনকে উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

গলদা চিংড়ি ধরার উপর দেশটিতে সরকারি নিষেধাজ্ঞা কেটে যাওয়ার পর জেলেদের মাঝে মাছ ধরার ধুম পড়ে। আর এ কারণেই ৭০ টনের এই নৌকায় জেলেরা গাদাগাদি করে উঠেছিলেন।

এখনো পর্যন্ত এই দুর্ঘটনার আসল কারণ উদঘাটন করা যায়নি। দেশটির কর্তৃপক্ষ এ বিষয়ে একটি তদন্ত কমিটি গঠন করেছে। নৌকার ক্যাপ্টেন একটি জরুরি বার্তা পাঠিয়েছিলেন, কিন্তু এটা পাঠানোর কিছুক্ষণের মধ্যেই তিনি মারা যান।

বিজ্ঞাপন

হন্ডুরাসের সামরিক বাহিনীর মুখপাত্র জোসে মেজা বার্তা সংস্থা এএফপিকে জানান, মৃতদেহ ও জীবিত উদ্ধারকৃতদের পার্শ্ববর্তী পোর্তো লেম্পিরায় নেওয়া হবে।

তিনি জানান, এই ঘটনার কিছুক্ষণ আগে সাগরের একই অংশে আরেকটি নৌকা ডুবে যায়, সেটিতেও অতিরিক্ত সংখ্যক যাত্রী ছিল। ঐ ঘটনায় কমপক্ষে ৪০ জনকে উদ্ধার করা হয়। কিন্তু কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।