বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরে চাকরির সুযোগ

  • ক্যারিয়ার ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর

জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীন জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর। সরকারি প্রতিষ্ঠানটি সহকারী কিউরেটর পদে একজনকে নিয়োগ দেবে।

সহকারী কিউরেটর পদে আবেদনের জন্য প্রার্থীদের পদার্থ, ফলিত পদার্থ, কম্পিউটার, ফলিত রসায়ন, উদ্ভিদ বা প্রাণিবিজ্ঞানে দ্বিতীয় শ্রেণির স্নাতকোত্তর অথবা যান্ত্রিক, বৈদ্যুতিক বা কম্পিউটার প্রকৌশলে দ্বিতীয় শ্রেণির স্নাতক ডিগ্রি থাকতে হবে। সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে ২০ মে ২০১৮ তারিখে বয়স হতে হবে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে, মুক্তিযোদ্ধা কোটার প্রার্থীদের বয়স হতে হবে অনূর্ধ্ব ৩২ বছর।

বিজ্ঞাপন

সহকারী কিউরেটর পদে জাতীয় বেতনস্কেল ২০১৫ অনুযায়ী মাসিক ২২,০০০/- ৫৩,০৬০/ টাকা বেতন দেয়া হবে।

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের নির্ধারিত ফরমে প্রার্থীরা আবেদন করতে পারবেন। সঠিকভাবে পূরণকৃত আবেদনপত্র প্রয়োজনীয় কাগজপত্রসহ পাঠাতে হবে 'মহাপরিচালক, জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর, আগারগাঁও, শেরে বাংলানগর, ঢাকা-১২০৭' ঠিকানায়। আবেদনপত্র পাঠানোর শেষ সময় ২০ মে ২০১৮।

বিজ্ঞাপন