বিশ্বসাহিত্য কেন্দ্রে চাকরি

  • ক্যারিয়ার ডেস্ক, বার্তাটোয়েন্টিফোর.কম
  • |
  • Font increase
  • Font Decrease

বিশ্বসাহিত্য কেন্দ্র

বিশ্বসাহিত্য কেন্দ্র

শিক্ষা-সংস্কৃতিধর্মী সেবামূলক প্রতিষ্ঠান বিশ্বসাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমাণ লাইব্রেরি কার্যক্রমের জন্য লোকবল নিয়োগ দেয়া হবে।

পদের নাম: ড্রাইভার (হালকা যান)
পদসংখ্যা: ২টি
যােগ্যতা: অষ্টম শ্রেণী পাস। বৈধ লাইসেন্সসহ কমপক্ষে ১ বছরের পেশাগত অভিজ্ঞতা থাকতে হবে।
সাকুল্য বেতন: ১৬,৭০০/ ১৭,৩০০/ ১৮,৩০০ টাকা

বিজ্ঞাপন

পদের নাম: ড্রাইভার (ভারী যান)
পদসংখ্যা: ৪টি
যােগ্যতা: অষ্টম শ্রেণী পাস। বৈধ লাইসেন্সসহ কমপক্ষে ৩ বছরের পেশাগত অভিজ্ঞতা থাকতে হবে।
সাকুল্য বেতন: ১৭,৬৫০/ ১৮,২০০/ ১৯,৩০০ টাকা

পদের নাম: ডাটা এন্ট্রি অপারেটর কাম অফিস সহকারী
পদসংখ্যা: ২টি
যােগ্যতা: ন্যূনতম স্নাতক। কম্পিউটার অপারেটিং, এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট ব্যবহারে পারদর্শী হতে হবে।
সাকুল্য বেতন: ২১,৭০০ টাকা

বিজ্ঞাপন

পদের নাম: হিসাব রক্ষক
পদসংখ্যা: ১টি
যােগ্যতা: হিসাববিজ্ঞানে স্নাতক ডিগ্রি। কম্পিউটার অপারেটিংয়ে পারদর্শী হতে হবে।
সাকুল্য বেতন: ২১,৭০০ টাকা

ড্রাইভার পদের সরাসরি পরীক্ষা: ড্রাইভার পদের প্রার্থীদের আগামী ১৩ সেপ্টেম্বর সকাল ৯টায় ‘বিশ্বসাহিত্য কেন্দ্র, ১৭ ময়মনসিংহ রােড, বিশ্বসাহিত্য কেন্দ্র, বাংলামটর, ঢাকা- ১০০০’ ঠিকানায় উপস্থিত হয়ে সাক্ষাৎকার এবং ড্রাইভিং টেস্টে অংশগ্রহণ করতে হবে। সাক্ষাৎকারে উপস্থিতির সময় প্রার্থীর স্বাক্ষরিত আবেদনপত্র, সম্প্রতি তােলা পাসপাের্ট সাইজের ২ কপি ছবি, জাতীয় পরিচয়পত্র ও ড্রাইভিং লাইসেন্সের কপি, শিক্ষাগত ও অভিজ্ঞতার সনদপত্র এবং মূল ড্রাইভিং লাইসেন্স সঙ্গে আনতে হবে।

অন্যান্য পদের ক্ষেত্রে: হিসাব রক্ষক ও ডাটা এন্ট্রি অপারেটর কাম অফিস সহকারী পদের প্রার্থীদের নিজের স্বাক্ষরিত আবেদনপত্রের সঙ্গে সম্প্রতি তােলা পাসপাের্ট সাইজের ২ কপি ছবি, জাতীয় পরিচয়পত্রের কপি, শিক্ষাগত ও অভিজ্ঞতার সনদপত্র সংযুক্ত করে প্রধান নির্বাহী বরাবরে আবেদনপত্র ‘বিশ্বসাহিত্য কেন্দ্র, ১৭ ময়মনসিংহ রােড, বিশ্বসাহিত্য কেন্দ্র, বাংলামটর, ঢাকা- ১০০০’ ঠিকানায় আগামী ২২ সেপ্টেম্বরের মধ্যে পৌঁছাতে হবে।