অবশেষে জয়ে ফিরল অস্ট্রেলিয়া



সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
সাত ম্যাচ পর জিতল অজিরা

সাত ম্যাচ পর জিতল অজিরা

  • Font increase
  • Font Decrease

জিততে ভুলেই গিয়েছিল তারা। দুঃসময়ের প্রহর যেন শেষই হচ্ছিল না। অবশেষে শুক্রবার সোনার হরিণের দেখা মিলল। টানা সাত ম্যাচে হারের পর জয়ের দেখা পেল অস্ট্রেলিয়া। অ্যাডিলেডে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৭ রানে জিতেছে স্বাগতিকরা।

আগের ম্যাচেই ওয়ানডেতে ওয়ানডে ক্রিকেটে টানা সর্বোচ্চ ম্যাচ হারের তিক্ত রেকর্ড গড়েছিল অজিরা। অ্যারন ফিঞ্চ নেতৃত্বের অভিষেকেই অপ্রত্যাশিত সেই রেকর্ডের সঙ্গী হয়েছিলেন। শুক্রবার সেই হতাশা কাটাল দল। টস হেরে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া ৫০ ওভারে তুলে ২৩১ রান। এরপর জবাব দিতে নেমে ৯ উইকেটে ২২৪ রানে আটকে যায় সফরকারীরা।

হাফ ছেড়ে বেঁচেছে অজিরা। ১৯৯৬ সালে টানা ছয় ওয়ানডে হেরে অনাকাংখিত এক রেকর্ড গড়েছিল মার্ক টেলরের দল। তারই পথ ধরনে নেতৃত্বটাও হারিয়েছিলেন তিনি। শুরু হয়েছিল স্টিভ ওয়াহ যুগ। এবার অবশ্য তেমন কিছু হয়নি। কারণ বছর জুড়েই টালমাটাল অজি ক্রিকেট। বল টেম্পারিং কাণ্ডি বিধ্বস্ত দেশটির ক্রিকেট।

মজার ব্যাপার হলো, শুক্রবার জিতলেও খুব একটা ভাল খেলতে পারেনি অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানরা। কোন ব্যাটসম্যানই দেখা পাননি ফিফটির। ফিঞ্চ ৪১ রান করে ধরে সাজঘরের পথ। ক্রিস লিন ৩ চার ও ২ ছক্কায় ৪৪ আর অ্যালেক্স কেয়ারি করেন ৪৭ রান।

কাগিসো রাবাদা নেন ৪ উইকেট। তিনটি নেন ডোয়াইন প্রিটোরিয়াস।

জবাব দিতে নেমে ঠিক একই পথে হেটেছে প্রোটিয়ারা। প্রতিরোধ গড়তে পারেন নি কোন ব্যাটসম্যানই। ৪৭ রান আসে অধিনায়ক ফাফ দু প্লেসিসের ব্যাট থেকে। ডেভিড মিলার করেন ৫১ রান। শেষ ৩ ওভারে প্রোটিয়াদের জিততে দরকার ছিল ৩০ রান। হাতে দুই উইকেট নিয়ে সেই পথটা পাড়ি দিতে পারেনি স্বাগতিকরা। তারি্ পথ ধরে সিরিজে এখন ১-১ সমতা।

এ অবস্থায় অস্ট্রেলিয়া-ইংল্যান্ড সিরিজ নির্ধারণী শেষ ওয়ানডে হোবার্টে অনুষ্ঠিত হবে শনিবার।

সংক্ষিপ্ত স্কোর-

অস্ট্রেলিয়া: ৪৮.৩ ওভারে ২৩১/১০ (ফিঞ্চ ৪১, মার্শ ২২, লিন ৪৪,কেয়ারি ৪৭, ম্যাক্সওয়েল ১৫, জ্যাম্পা ২২, ; স্টেইন ২/৩১, এনগিডি ১/৬৭, রাবাদা ৪/৫৪, প্রিটোরিয়াস ৩/৩২)

দক্ষিণ আফ্রিকা: ৫০ ওভারে ২২৪/৯ (ডি কক ৯, হেনড্রিকস ১৬, মারক্রাম ১৯, দু প্লেসি ৪৭, ক্লাসেন ১৪, মিলার ৫১, প্রিটোরিয়াস ১৪, রাবাদা ৯, এনগিডি ১৯*, তাহির ১১*; স্টার্ক ২/৫১, হেইজেলউড ২/৪২, কামিন্স ১/২৭, স্টয়নিস ৩/৩৫)।

ফল: ৭ রানে জয়ী অস্ট্রেলিয়া

সিরিজ: ৩ ম্যাচ সিরিজে ১-১ সমতা

ম্যাচসেরা: অ্যারন ফিঞ্চ

   

হৃদয়-জাকেরের ব্যাটে লড়াকু পুঁজি বাংলাদেশের



স্পোর্টস ডেস্ক, বার্তা ২৪
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

প্রথম দুই ম্যাচে পরে ব্যাট করে দাপটের সঙ্গেই জয় ছিনিয়ে নিয়েছিল বাংলাদেশ। তবে তৃতীয় টি-টোয়েন্টিতে আগে ব্যাট করার চ্যালেঞ্জ পায় বাংলাদেশ। বলা চলে, তাওহিদ হৃদয়-জাকের আলির ব্যাটে সে চ্যালেঞ্জে বাংলাদেশ কিছুটা হলেও উতরে গেছে। ২০ ওভারে ৫ উইকেটে স্কোরবোর্ডে জমা করেছে ১৬৫ রান।

বড় স্কোরের লক্ষ্যে ব্যাটিংয়ের শুরুটা বাংলাদেশের মোটেও ভালো হয়নি। ২৯ রান তুলতেই হারাতে হয়েছে ২ উইকেট। ফর্মহীনতা নিয়ে ব্যাপক সমালোচনার মুখে রয়েছেন লিটন দাস। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে তাকে আদৌ দলে রাখা হবে কিনা তা নিয়ে যখন জোর আলোচনা চলছে, তখন জিম্বাবুয়ের বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টিতে হাস্যকরভাবে নিজের উইকেট ছুঁড়ে দিয়েছেন লিটন। মুজারাবানিকে টানা দুইবার স্কুপ করতে গিয়ে ব্যর্থ হয়েও তৃতীয়বার একই কাজ করার চেষ্টা করে বোল্ড হয়েছেন। ফেরার আগে ১৫ বলে করেছেন ১২ রান।

অধিনায়ক শান্তও ক্রিজে থিতু হতে পারেননি। সিকান্দার রাজার আর্ম বল খেলতে গিয়ে লাইন মিস করে বোল্ড হয়েছেন।

চতুর্থ উইকেটে হৃদয়-জাকের মিলে গড়ে তোলেন ৮৭ রানের জুটি। তাদের জুটিতে লড়াইয়ের রসদ পেয়েছে বাংলাদেশ। ১৯তম ওভারে মুজারাবানির বলে বোল্ড হওয়ার আগে ৩৮ বলে ৩ চার ও ২ ছক্কায় ৫৩ রান করেছেন হৃদয়। একই ওভারে মুজারাবানির ইয়র্কারে ধরাশায়ী হওয়া জাকের আলি করেছেন ৪৪ রান।

জিম্বাবুয়ের পক্ষে ৪ ওভার বল করে মোটে ১৪ রান খরচায় ৩ উইকেট নিয়েছেন মুজারাবানি।

;

পাওয়ার প্লে’তেই শান্ত-লিটনকে হারাল বাংলাদেশ



স্পোর্টস ডেস্ক, বার্তা ২৪
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

প্রথম দুই ম্যাচে পরে ব্যাট করেছিল বাংলাদেশ। আজ চ্যালেঞ্জটা ভিন্ন। টস জিতে আগে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠিয়েছে বাংলাদেশ। সে চ্যালেঞ্জে কতটা সফল হতে পারবে নাজমুল হোসেন শান্তর দল, সেটা সময়ই বলে দেবে। তবে প্রথম ৬ ওভারে কিন্তু বাংলাদেশ নিজেদের সেভাবে মেলে ধরতে পারল না। লিটন দাস এবং নাজমুল হোসেন শান্তর উইকেট দুটি হারিয়ে ৪২ রান তুলেছে স্বাগতিকরা।

ফর্মহীনতা নিয়ে ব্যাপক সমালোচনার মুখে রয়েছেন লিটন দাস। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে তাকে আদৌ দলে রাখা হবে কিনা তা নিয়ে যখন জোর আলোচনা চলছে, তখন জিম্বাবুয়ের বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টিতে হাস্যকরভাবে নিজের উইকেট ছুঁড়ে দিয়েছেন লিটন। মুজারাবানিকে টানা দুইবার স্কুপ করতে গিয়ে ব্যর্থ হয়েও তৃতীয়বার একই কাজ করার চেষ্টা করে বোল্ড হয়েছেন। ফেরার আগে ১৫ বলে করেছেন ১২ রান।

অধিনায়ক শান্তও ক্রিজে থিতু হতে পারেননি। সিকান্দার রাজার আর্ম বল খেলতে গিয়ে লাইন মিস করে বোল্ড হয়েছেন।

উল্লেখ্য, পাঁচ ম্যাচ সিরিজের প্রথম দুই টি-টোয়েন্টি জিতে সিরিজে এগিয়ে রয়েছে বাংলাদেশ।

;

দুই পরিবর্তন নিয়ে মাঠে নামছে বাংলাদেশ



স্পোর্টস ডেস্ক, বার্তা ২৪
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

জিতলেই দুই ম্যাচ হাতেই রেখে সিরিজ জয়। এমন সমীকরণ সামনে রেখেই আজ চট্টগ্রামে জিম্বাবুয়ের বিপক্ষে  পাঁচ ম্যাচ সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে মাঠে নামছে বাংলাদেশ। ম্যাচে টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে জিম্বাবুয়ে।

সিরিজের প্রথম দুই ম্যাচে দাপুটে জয় পেয়েছে স্বাগতিকরা। প্রথম টি-টোয়েন্টি ৮ উইকেটে ও দ্বিতীয় টি-টোয়েন্টি ৬ উইকেটে জিম্বাবুয়েকে হারিয়ে দেয় নাজমুল হাসান শান্তর দল।

যদিও জিম্বাবুয়ের বর্তমান ফর্ম ভালো নয়। এমনকি এই বছর অনুষ্ঠিতব্য ২০ দলের টি-টোয়েন্টি বিশ্বকাপেও জায়গা হয়নি তাদের। তবু তাদের বিপক্ষে খেলে বিশ্বকাপের আগে নিজেদের ঝালিয়ে নিতে চাইছে বাংলাদেশ।

এই ম্যাচে একাদশে দুটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। একাদশে পেসার শরিফুল ইসলামের জায়গা নিয়েছেন তানজিম হাসান সাকিব এবং স্পিনার শেখ মেহেদীর জায়গায় দলে ঢুকেছেন তানভীর ইসলাম।

বাংলাদেশ একাদশ

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন দাস, তানজিদ হাসান তামিম, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলি অনিক, মোহাম্মদ সাইফউদ্দিন, তানভীর ইসলাম, তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব এবং রিশাদ হোসেন

জিম্বাবুয়ে একাদশ

সিকান্দার রাজা (অধিনায়ক), জয়লর্ড গামবি, তাদিওয়ানাশে মারুমানি, ক্রেইগ এরভিন, ব্রায়ান বেনেট, জোনাথান ক্যাম্পবেল, লুক জংওয়ে, ব্লেসিং মুজারাবানি, ক্লাইভ মাদান্দে, ফারাজ আকরাম এবং ওয়েলিংটন মাসাকাদজা

;

দুবাইয়ে ফাহাদের প্রথম জয়



স্পোর্টস ডেস্ক, বার্তা ২৪
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

দুবাইয়ে পুলিশ গ্র্যান্ডমাস্টার্স দাবায় প্রথম দুই রাউন্ডে ড্র করার পর অবশেষে জয়ের দেখা পেয়েছেন ফাহাদ রহমান। বাংলাদেশের এই আন্তর্জাতিক মাস্টার তৃতীয় রাউন্ডে হারিয়ে দিয়েছেন কাজাখস্তানের মহিলা আন্তর্জাতিক মাস্টার নুরমান আলিয়াকে।

প্রথম দুই রাউন্ডে ড্রয়ের পর তৃতীয় রাউন্ডে জয়ে ফাহাদের পয়েন্ট এখন ২২। প্রতিযোগিতায় অবস্থান ২২ নম্বরে।

তৃতীয় রাউন্ডের ম্যাচে ফাহাদের সামনে বাধা হতে পারেননি কাজাখ নারী দাবাড়ু নুরমান। ৪৮ চালেই জয় পেয়ে যান ফাহাদ।

আজ (মঙ্গলবার) চতুর্থ রাউন্ডে খেলবেন ফাহাদ। এই রাউন্ডে তার প্রতিদ্বন্দ্বী উজবেকিস্তানের গ্র্যান্ডমাস্টার ভাখিদভ জাখংগির।

;