ক্রিকেটার না হলে ডাক্তার হতেন রশিদ খান



স্পেশাল করেসপন্ডেন্ট,বার্তা২৪.কম
রশিদ খান

রশিদ খান

  • Font increase
  • Font Decrease

তার ক্রিকেট রেকর্ড ঈর্শ্বনীয়।

৫২ টি ওয়ানডেতে ১১৮ উইকেট। উইকেট প্রতি রান গড় মাত্র ১৪.৪৭! সেরা বোলিং, ১৮ রানে ৭ উইকেট। টি-টুয়েন্টিতে আরো দুর্দান্ত! ৩৮টি আর্ন্তজাতিক টি-টুয়েন্টিতে শিকার ৭৫ উইকেট। সেরা ৩ রানে ৫ উইকেট। এর মধ্যে আবার টানা চার বলে চার উইকেট, অর্থাৎ ডাবল হ্যাটট্রিকও আছে! টি-টুয়েন্টির ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের বড় সব আসরেই খেলার অভিজ্ঞতা আছে তার। এককহাতে যে কোন ম্যাচ জেতানোর দক্ষতা আছে আফগানিস্তানের তরুণ লেগস্পিনার রশিদ খানের।

বিশ্ব ক্রিকেটে লেগস্পিন বোলিংয়ে বিস্ময়ের পর বিস্ময় সৃষ্টি করে চলেছেন ২১ বছর বয়সী এই লেগস্পিন গুগলি বোলার। সম্প্রতি ক্রিকেটের জনপ্রিয় ওয়েব সাইট ক্রিকইনফো রশিদ খানের সঙ্গে ক্রিকেট আড্ডায় মেতেছিলো। সেই আড্ডায় ক্রিকইনফোর ২৫ প্রশ্নের উত্তর দেয়ার ইনিংস কিভাবে খেললেন রশিদ খান, নিচে তারই এক ঝলক!

অন্য খেলার কোন ক্রীড়াবিদের সঙ্গে সাক্ষাত করতে চান?
# ক্রিশ্চিয়ানো রোনালদো।
আপনি খেলেছেন এমন তালিকায় সেরা বোলার কে?
# সুনীল নারায়ন।
ক্রিকেট ছাড়া সময় কাটানোর সেরা উপায়?
# বাসায় বসে বিশ্রাম নেয়া।
ফিল্ডিংয়ে নিজের সেরা পজিশন?
# মিড অফ এবং মিড অন।
ক্রিকেটার না হলে কি হতেন?
# ডাক্তার।
ক্রিকেট ছাড়া অন্য কোন খেলার ট্রফি জিততে চান?
# ফুটবল।
কোন একটা রেকর্ড নিজের নামের পাশে দেখতে চান?
# দ্রততম ফিফটি।
ছুটি কাটাতে প্রিয় জায়গা?
# মালদ্বীপ।
ইতিহাসের কোন ক্রিকেটারের বিপক্ষে বোলিং করতে চান?
# শচীন টেন্ডুলকার।
মাঠে নামার আগে কোন কুসংস্কার আছে?
# নাহ্, একেবারে না।
ইতিহাসের কোন ক্রিকেট ম্যাচ দেখতে চান?
# ২০০৬ সালের জোহান্সবার্গের দ. আফ্রিকা-অস্ট্রেলিয়ার ওয়ানডে।
প্রিয় অধিনায়ক, যার অধীনে খেলেছেন?
# আসগর সানিকজাই।
বিশ্বকাপে দেখা নিজের সবচেয়ে স্মরণীয় ম্যাচ কোনটা?
#পাকিস্তান বনাম ভারতের ম্যাচ সবসময়ে স্মরণীয়।
আপনাকে নিয়ে সিনেমা হলে নায়ক কে হবেন?
# আমির খান।
এই মূহূর্তে কোন গানটা গুনগুন করছে মস্তিস্কে?
# বেপানায় প্যায়ার হ্যায় আজা...।
 ফোনের মধ্যে কোন অ্যাপস সবচেয়ে বেশি ব্যবহার করেন?
# ওয়াটসঅ্যাপ।
বাকি জীবন খেতে চান এমন একটা খাবার?
# বারবি কিউ।
ওয়ানডেতে নিজের প্রিয় পারফরমেন্স?
# ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৭/১৮, ২০১৭ সালের জুনে।
কার বিপক্ষে ব্যাট করতে সবচেয়ে বেশি পছন্দ করবেন?
# যে কারো বিপক্ষে।
আফগান দলে সেরা রসবোধ সম্পন্ন ক্রিকেটার কে?
# মোহাম্মদ শাহজাদ।
সেরা চার বোলার আপনার দৃষ্টিতে?
# রাবাদা, মুজিব, বুমরা ও ভুবেনশ্বর।
সরাসরি মঞ্চে দেখতে চান কোন শিল্পীর পারফরমেন্স?
# আনুশকা শর্মা।
বিমানে কোন সতীর্থ’র পাশে আসন চান না আপনি?
# সবার সঙ্গেই থাকতে চাই।
কোন ব্যাটসম্যানের বিপক্ষে বোলিং করতে পছন্দ করেন?
# বাছবিচার নেই। সব ব্যাটসম্যান।
বিশ্বের অন্য আর কোন দেশের হয়ে খেলতে চাইতেন?
# আমি আফগানিস্তানের হয়ে খেলেই সুখী।

   

ব্রাজিলের রেকর্ড গোলদাতা মার্তার অবসরের ঘোষণা



স্পোর্টস ডেস্ক, বার্তা ২৪
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

ব্রাজিলের জার্সিতে তার চেয়ে বেশি গোল নেই কারও। জাতীয় দলের জার্সিতে গোল করার দিক দিয়ে যেন পেলে-নেইমাররাও তার কাছে নস্যি! পুরুষ এবং নারী ফুটবল মিলিয়ে ব্রাজিলের হয়ে সর্বোচ্চ ১১৫ গোলের মালিক মার্তা অবসরের ঘোষণা দিয়েছেন। চলতি বছরেই আন্তর্জাতিক ফুটবল অধ্যায়ের ইতি টানবেন এই কিংবদন্তিতুল্য নারী ফুটবলার।

সিএনএন ব্রাজিলের সঙ্গে এক সাক্ষাৎকারে অবসরের বিষয়টি জানিয়েছেন মার্তা। আগামী ২৮ এপ্রিল (রবিবার) তার সম্পূর্ণ সাক্ষাৎকারটি প্রচার করবে সিএনএন ব্রাজিল।

ব্রাজিলের হয়ে ছয় বিশ্বকাপ খেলা মার্তাকে আসছে প্যারিস অলিম্পিকে দেখা যেতে পারে। অবসরের বছরে ষষ্ঠবারের মতো অলিম্পিকে খেলার সম্ভাবনার কথা জানিয়ে মার্তা বলেন, ‘যদি অলিম্পিকে যেতে পারি, তাহলে প্রতিটা মুহূর্ত উপভোগ করব। তবে অলিম্পিকে যাই আর না যাই, জাতীয় দলের সঙ্গে এটাই আমার শেষ বছর। ২০২৫ সাল থেকে ব্রাজিলের জাতীয় দলে মার্তাকে আর দেখা যাবে না।’

নারী ফুটবল দুনিয়ার সবচেয়ে আলোচিত চরিত্রদের অন্যতম মার্তা। ব্রাজিলকে তিনবার কোপা আমেরিকা জিতিয়েছেন, দুইবার এনে দিয়েছে অলিম্পিকের রৌপ্যপদক। ফিফার বর্ষসেরা নারী ফুটবলারের খেতাব রেকর্ড ছয়বার জিতেছেন, ২০০৬ থেকে ২০১০ পর্যন্ত এই পুরস্কার টানা পাঁচবার তার হাতে উঠেছে।

২০১৯ সালে প্রথম ফুটবলার হিসেবে পাঁচ বিশ্বকাপে গোল করার কীর্তি গড়েন মার্তা। এছাড়া এক বিশ্বকাপে ১৭ গোলের অনন্য রেকর্ডও তার নামের পাশে শোভা পাচ্ছে। পুরুষ এবং নারী ফুটবল মিলিয়ে এই দুটি কীর্তিও মার্তা ছাড়া আর কারও নেই।

;

ব্রাজিলিয়ানের গোলে আবাহনীর কষ্টার্জিত জয়



স্পোর্টস ডেস্ক, বার্তা ২৪
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

প্রিমিয়ার লিগের চলতি আসরে প্রথমার্ধেই শেখ রাসেলকে হেসেখেলে ৩-১ গোলে হারিয়েছিল আবাহনী। তবে দ্বিতীয় দেখায় রাসেলকে রুখে দিতে কিছুটা বেগ পেতে হয়েছে তাদের। তবে ব্রাজিলিয়ান ব্রুনো রোচার একমাত্র গোলে শেষ পর্যন্ত পূর্ণ ৩ পয়েন্ট নিয়েই মাঠ ছেড়েছে আকাশি-হলুদরা।

 বসুন্ধরা কিংস অ্যারেনায় প্রচণ্ড গরম আর সঙ্গে শেখ রাসেলের প্রতিরোধের সামনে শুরুতে কিছুটা খাবি খেতে হয় আবাহনীকে। প্রথমার্ধে বলার মতো একটা সুযোগই এসেছিল তাদের সামনে। বক্সের বাইরে থেকে ব্রুনোর বাঁকানো ফ্রি-কিক ঠেকিয়ে আবাহনীকে হতাশ করেন রাসেলের গোলকিপার মিতুল মারমা।

তবে দ্বিতীয়ার্ধের মাঝপথে এক আক্রমণ থেকে পরম আরাধ্য গোলটি পেয়ে যায় আবাহনী। ৭৪ মিনিটে বদলি মিডফিল্ডার রবিউল হাসানের ক্রসে ব্রুনোর হেড ক্রসবারে লেগে প্রতিহত হয়, তবে ফিরতি শটে বল জালে জড়াতে কোনো ভুল হয়নি এই ব্রাজিলিয়ানের। শেষ পর্যন্ত এই গোল দিয়েই তিন পয়েন্ট বুঝে নিয়েছে আন্দ্রেস ক্রুসিয়ানির শিষ্যরা।

এই জয়ে ১৩ ম্যাচ থেকে ২৫ পয়েন্ট পেয়ে তিনেই থাকল আবাহনী। শীর্ষে থাকা বসুন্ধরা কিংসের চেয়ে ৬ পয়েন্ট পিছিয়ে তারা। অন্যদিকে ১৩ ম্যাচে ১১ পয়েন্ট পাওয়া শেখ রাসেলের অবস্থান টেবিলের ১০ নম্বরে।

;

কোপার আগে ফার্নান্দেজকে নিয়ে দুশ্চিন্তায় আর্জেন্টিনা



স্পোর্টস ডেস্ক, বার্তা ২৪
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

কোপা আমেরিকার আগে কিছুটা দুশ্চিন্তায় পড়তে হচ্ছে আর্জেন্টিনাকে। দলটির তারকা মিডফিল্ডার এনজো ফার্নান্দেজের যে চোটে পড়ে মৌসুম শেষ হয়ে গেছে। আজ (২৬ এপ্রিল) কুঁচকির চোটে অস্ত্রোপচার হয়েছে তার। অস্ত্রোপচারের বিষয়টি নিশ্চিত করেছে তার ক্লাব চেলসি।

এনজোর চোট নিয়ে দেয়া এক বিবৃতিতে চেলসি জানায়, ‘এনজোর অস্ত্রোপচার সফল হয়েছে। এখন তার পুনর্বাসন কার্যক্রম শুরু হবে।’

এক টুইটে সফল অস্ত্রোপচারের কথা জানিয়েছেন এনজো নিজেও , ‘আমার সফল অস্ত্রোপচার হয়েছে। গত ছয় মাস ধরে এই ব্যথা বয়ে বেড়াচ্ছিলাম। তাই অস্ত্রোপচারের দরকার ছিল।’

কবে নাগাদ মাঠে ফিরতে পারবেন এনজো, সে ব্যাপারে চেলসি এখনো কিছু জানায়নি। আগামী ২০ জুন থেকে যুক্তরাষ্ট্রে শুরু হবে কোপা আমেরিকার পরবর্তী আসর। একটা কথা নিশ্চিত করে বলে দেয়া যায়, সে টুর্নামেন্টকে পাখির চোখ করেই এখন ফিট হয়ে ওঠার মিশনে নামছেন এনজো।

;

সাফের আগে তাইপের বিপক্ষে খেলবেন সাবিনারা



স্পোর্টস ডেস্ক, বার্তা ২৪
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

নারী সাফের বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ। গত আসরে সাবিনা খাতুনের নেতৃত্ব হিমালয়ের দেশ নেপালে বিজয় নিশান ওড়ান বাংলাদেশের মেয়েরা। এবার ঘরের মাঠে সে শ্রেষ্ঠত্ব ধরে রাখার মিশনে মাঠে নামবেন তারা। দিনক্ষণ নিশ্চিত না হলেও আগামী অক্টোবরে হতে পারে নারী সাফ। তার আগে চাইনিজ তাইপের বিপক্ষে দুটি ম্যাচ খেলবে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল।

তাইপের বিপক্ষে দুই ম্যাচ খেলার কথা নিশ্চিত করেছেন বাফুফের নারী ফুটবল কমিটির প্রধান মাহফুজা আক্তার কিরণ, ‘জুন উইন্ডোতে আমরা চাইনিজ তাইপের সঙ্গে খেলবো। প্রথম ম্যাচ ৩১ মে এবং দ্বিতীয় ম্যাচ ৩ জুন। তারা অফিশিয়ালভাবে চিঠি দিয়ে আমাদের নিশ্চিত করেছে।’ ম্যাচ দুটি বসুন্ধরা কিংস অ্যারেনায় অনুষ্ঠিত হবে।

এছাড়া জুলাইয়ের ফিফা উইন্ডোতেও মেয়েদের ম্যাচ আয়োজনে চেষ্টা চলছে বলে জানান এই নারী ক্রীড়া সংগঠক, ‘জুলাইয়ের ফিফা উইন্ডোতেও আমরা ম্যাচ খেলার চেষ্টা করবো।’

চাইনিজ তাইপের ম্যাচগুলো খেলে বাংলাদেশের মেয়েরা সাফের আগে নিজেদের প্রস্তুত করতে পারবেন বলে মত কিরণের, ‘চাইনিজ তাইপে শক্তিশালী দল। তাদের বিপক্ষে বাংলাদেশ যখন ম্যাচগুলো খেলবে তারা তাদের সমস্যাগুলো চিহ্নিত করতে পারবে। সাফের আগে এটা অনেক বেশি কাজে দেবে বলে আমি মনে করি।’

;