প্রমাণ করেই ফিরতে হবে ওয়ার্নার-স্মিথকে



স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

অস্ট্রেলিয়া দলে ডেডিভ ওয়ার্নার ও স্টিভেন স্মিথের এক বছরের নিষেধাজ্ঞা শেষ হচ্ছে চলতি ২৯ মার্চ। তবে তার আগে অস্ট্রেলিয়া দলের সঙ্গে একটা ‘পূর্ণমিলনীর’ সুযোগ পাচ্ছেন এই দুজন। 

আরব আমিরাতের মাটিতে অস্ট্রেলিয়া ওয়ানডে দলের একটি ক্যাম্প চলছে। সেই ক্যাম্পে দিন কয়েকের জন্য যোগ দিয়েছেন ওয়ার্নার ও স্মিথ। সেখানে শুধু খেলোয়াড়দের সঙ্গে কয়েকটা দিন একসঙ্গে কাটাচ্ছেন এই দুজন। তারপর ১৮ মার্চ তাদের ভারতে আইপিএল খেলতে চলে যাওয়ার কথা। তবে মার্চের শেষে তাদের আর্ন্তজাতিক ক্রিকেটে ফেরার নিষেধাজ্ঞা শেষ হলেও জাতীয় দলে কবে ফিরছেন তার কোন গ্যারান্টি কিন্তু নেই!

সন্দেহ নেই অস্ট্রেলিয়ার জন্য দুজনে অনেক গুরুত্বপূর্ণ। তবে বিশ্বকাপে অস্ট্রেলিয়ার সহকারী কোচের দায়িত্ব পাওয়া রিকি পন্টিং সাফ জানিয়ে দিয়েছেন-‘ওয়ার্নার এবং স্মিথকে নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেই ফিরতে হবে। নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণের জন্য এখনো তাদের অনেক কিছু আছে।’

পন্টিংয়ের এই মন্তব্যে পরিষ্কার-স্মিথ এবং ওয়ার্নার যতই ভাল আর অভিজ্ঞ খেলোয়াড় হোন না কেন, নতুন করে খেলার মাঠে তাদের প্রমাণ করেই ফের জাতীয় দলে ফিরতে হবে। কারণ ওয়ার্নার ও স্মিথের জায়গায় যে তরুণ খেলোয়াড়রা পেছনের এক বছরে খেলার সুযোগ পেয়েছেন তারা জাতীয় দলে নিজেদের মানিয়ে নিতে পেরেছেন। এখন জাতীয় দলে জায়গা করে নিতে হলে ওয়ার্নার ও স্মিথকে ফর্ম ও যোগ্যতা প্রমাণ করেই ফিরতে হবে।

আর এই দুজনের নিজেকে প্রমাণের সবচেয়ে বড় ক্ষেত্র হিসেবে পন্টিং এবারের আইপিএলকে দেখছেন। আইপিএলের তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেটে ওয়ার্নার ও স্মিথ নিজের ফর্ম দেখাতে পারলে জাতীয় দলে ফেরার পথ তাদের সহজ হবে। পন্টি সেই প্রসঙ্গে বলছিলেন-‘আইপিএলে খুব উঁচুমানের ক্রিকেট হয়। এই দুজন যদি সেখানে ভাল করে তবে অবশ্যই আত্মবিশ্বাস পাবে। যদি ভাল করতে না পারে তাহলে নামের পাশে আবার প্রশ্ন উঠবে।’

ওয়ার্নার ও স্মিথ দুজনেই অস্ট্রেলিয়ার বর্তমান অভিজ্ঞ ক্রিকেটারদের মধ্যে অন্যতম। গেল বছরে দক্ষিণ আফ্রিকার মাটিতে বল টেম্পারিংয়ে তাদের জড়িয়ে থাকার প্রেক্ষিতে অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ড দুজনকে ক্রিকেটে এক বছর নিষিদ্ধ করে। ওয়ার্নার ৭৪ টেস্টে ৬ হাজারের বেশি করেছেন। ২১টি টেস্ট সেঞ্চুরি তার নামের পাশে। ১০৬টি ওয়ানডেও ৪ হাজারের বেশি রান তার। সেঞ্চুরি ১৪টি। সাবেক অধিনায়ক স্টিভেন স্মিথ টেস্টে ২১ এবং ওয়ানডেতে ৮ সেঞ্চুরির মালিক। তবে জাতীয় দলে ফিরে আসার জন্য তাদের সামনে পেছনের এই রেকর্ড বড় কোন বিষয় নয়। আসল বিষয় হলো ব্যাট হাতে ফর্ম।

ওয়ার্নার ও স্মিথকে ছাড়াই প্রায় নতুন ওয়ানডে দল নিয়ে অস্ট্রেলিয়া যে কায়দায় ভারতের মাটি থেকে ওয়ানডে সিরিজ জিতে ফিরেছে সেটাই পুরো দলের আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে। ভারত সিরিজে ২-০ তে এগিয়ে ছিলো। সেই সিরিজের শেষের তিন ম্যাচ জিতে অস্ট্রেলিয়া ট্রফি নিয়ে বাড়ি ফিরলো।

ওয়ানডে দলের অধিনায়ক অ্যারেন ফিঞ্চের ব্যাটিং ফর্ম নিয়েও পন্টিং খুব বেশি চিন্তিত নন। জানালেন-‘মানছি পেছনের ছয় মাস ধরে ফিঞ্চ ব্যাট হাতে ফর্ম ফিরে পেতে লড়াই চালিয়ে যাচ্ছে। কিন্তু যদি ঘড়ির কাঁটাকে আরেকটু পিছিয়ে দেয় তাহলে দেখবেন পেছনের এক বছরে ফিঞ্চই ছিলো অস্ট্রেলিয়ার সেরা ওয়ানডে খেলোয়াড়। ফিঞ্চ ফর্মে ফিরলে অস্ট্রেলিয়া হবে যে কোন প্রতিপক্ষের জন্য বিপদজনক দল।’

   

শেখ রাসেল বীচ ফুটবলে চ্যাম্পিয়ন সিলেট ও চট্টগ্রাম



স্পোর্টস ডেস্ক বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

কক্সবাজারের ডিভাইন ইকো রিসোর্ট পয়েন্টে আয়োজিত হয়েছে ষষ্ঠ শেখ রাসেল বীচ ফুটবল টুর্নামেন্টের বালক ও বালিকা অনূর্ধ্ব-১৫। তিন দিন ব্যাপী হওয়া এই টুর্নামেন্টের ফাইনাল ছিল শুক্রবার। যেখানে বালক বিভাগে চট্টগ্রাম বিভাগকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে সিলেট বিভাগ। অন্যদিকে বালিকা বিভাগে সিলেটকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে চট্টগ্রাম বিভাগ।

বাংলাদেশ যুব ও ক্রীড়া মন্ত্রণালয়াধীন ক্রীড়া পরিদপ্তর কর্তৃক এই টুর্নামেন্টের আয়োজন করা হয়। যেখানে খেলা শেষে বিজয়ীদের মধ্যে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব ড. মহিউদ্দিন আহমেদ।

প্রধান অতিথির বক্তব্যে যুব ও ক্রীড়া সচিব বলেন, ‘শেখ রাসেল ফুটবল বীচ টুর্নামেন্ট আয়োজনের মাধ্যমে দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারকে বিশ্ববাসীর কাছে তুলে ধরার পাশাপাশি স্পোর্টস ট্যুরিজমকে উৎসাহিত করা হচ্ছে। এছাড়াও খেলোয়াড়দের শারীরিক সক্ষমতা ও মনোবল বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এ বীচ ফুটবল টুর্নামেন্ট।
এখান থেকে বাছাইকৃত সেরা খেলোয়াড়দের উন্নত প্রশিক্ষণ প্রদানের ব্যবস্থা করা হবে।

কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জাহিদ ইকবালের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. আবুল হোসেন। স্বাগত বক্তব্য প্রদান করেন ক্রীড়া পরিদপ্তরের পরিচালক আ ন ম তরিকুল ইসলাম। অনুষ্ঠানে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ও ক্রীড়া পরিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এবারের অনূর্ধ্ব-১৫ বীচ ফুটবল টুর্নামেন্টে ঢাকা, চট্টগ্রাম, সিলেট, খুলনা, বরিশাল, রংপুর, ময়মনসিংহ ও রাজশাহী বিভাগের মোট ১৬টি দল অংশ নেয়।

;

০ রানে ৭ উইকেট, টি-টোয়েন্টিতে বিশ্বরেকর্ড



স্পোর্টস ডেস্ক বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

নারী টি-টোয়েন্টিতে ০ রানে ৭ উইকেট নিয়ে বিশ্বরেকর্ড গড়েছেন ইন্দোনেশিয়ান অফ স্পিনার রোহমালিয়া। সেরা বোলিং পরিসংখ্যানের এই কীর্তি রোহমালিয়া গড়েছেন নিজের অভিষেক ম্যাচেই। তার বোলিং ঘূর্ণিতে মাত্র ২৪ রানেই আলআউট হয়ে গিয়েছে মঙ্গোলিয়া। যাদের মধ্যে সাতজনই খুলতে পারেননি রানের খাতা। আর সেই সাত জনের পাঁচজনই আবার তার শিকার।

বুধবার ইন্দোনেশিয়ার বালিতে হওয়া সেই ম্যাচে শুরুতে ব্যাট করতে নেমে ৫ উইকেটে স্কোরবোর্ডে ১৫১ রান তুল স্বাগতিকরা। জবাব দিতে নেমে রোহমালিয়ার বোলিং তোপে মাত্র ২৪ রানেই গুঁটিয়ে যায় মঙ্গোলিয়া। ম্যাচ হারে ১২৭ রানের ব্যবধানে। তবে সেই ম্যাচ ছাপিয়ে আলোচনায় এখন ১৭ বছরের কিশোরী রোহমালিয়া।

এর আগে নারী টি-টোয়েন্টিতে সেরা বোলিং পরিসংখ্যানটি ছিল নেদারল্যান্ডসের পেসার ফ্রেডেরিক ওভারডিকের। ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপের ইউরোপ অঞ্চলের বাছাইপর্বে ফ্রান্সের বিপক্ষে ৩ রান খরচায় ৭ উইকেট নিয়েছিলেন তিনি। এই কীর্তি আছে আর্জেন্টিনার অ্যালিসন স্টকসেরও।

পেরুর বিপক্ষে ৩ রানে ৭ উইকেট নেওয়ার কীর্তি আছে তারও। সেই ৭ উইকেট নেওয়ার কীর্তি গড়লেন এবার রোহমালিয়াও। তৃতীয় ক্রিকেটার হিসেবে এই কীর্তি গড়লেও আগের দুইজনকে ছাড়িয়ে গিয়েছেন তিনি। এর আগে ০ রানে ৬ উইকেট নেওয়ার কীর্তি অবশ্য ছিল নেপালের অঞ্জলি চাঁদের।

;

উড়তে থাকা হায়দরাবাদকে থামিয়ে কুফা কাটাল ব্যাঙ্গালুরু



স্পোর্টস ডেস্ক বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

আইপিএলে একটা ধারণা প্রচলিত আছে, ব্যাটারদের দল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। বোলারদের কারণেই নিয়মিত ম্যাচ হারতে হয় তাদের। এবারের আইপিএলেও হেরে বসেছিল টানা ৬ ম্যাচ। সেই ধারণা অবশ্য গতকাল পাল্টে দিয়েছে দলটির বোলাররা। টানা ৬ ম্যাচ হারের পর টুর্নামেন্টে দ্বিতীয় জয়ের দেখা পেয়েছে তারা। তাও এবারের আসরের সবচেয়ে ভয়ঙ্কর দল সানরাইজার্স হায়দরাবাদকে হারিয়ে। আর এমন জয়েই কুফা কেটেছে ব্যাঙ্গালুরুর। প্লে অফের লড়াইয়ে টিকে আছে দলটি।

এ ম্যাচ শুরুর আগেও ভাবা হচ্ছিল, ভয়ঙ্কর হায়দরাবাদ এ ম্যাচে টসে জিতে আগে ব্যাট করলে না তিনশ করে বসে। তবে শেষ পর্যন্ত সেটি হয়নি। ভাগ্যের খেলা টসে হেরে শুরুতে বল করতে হয়েছে তাদের। আর তাদের বিপক্ষে নির্ধারিত ওভারে ৭ উইকেট খরচায় ২০৬ রানের লড়াকু ভিত পেয়েছে ব্যাঙ্গালুরু।

২০৬ রানের এই লক্ষ্যটাকে বিশাল বা রান পাহাড় না বলে লড়াকুই বলতে হচ্ছে; কারণ প্রতিপক্ষ হায়দরাবাদ এবারের আইপিএলে হরহামেশায় আড়াই শ পার করছে। তিনশ করার সম্ভাবনা জাগিয়ে তুলছে। সেই দলটির সামনে যখন ২০৬ রানের পুঁজি তখন সেটাকে বরং মামুলি বলায় শ্রেয়।

তবে সেই মামুলি লক্ষ্যটা এদিন জটিল হয়ে যায় দলটি পাওয়ার প্লেতেই ৪ উইকেট খুইয়ে ফেললে। এ সময় অভিষেক শর্মা তাণ্ডব চালিয়েছেন বটে, আর তাতে রানও এসেছে। তবে অপর প্রান্তে দ্রুত উইকেট হারিয়ে বিপদেই পড়ে যায় হায়দরাবাদ। ১৩ বলে ৩১ রান করে একটা সময় থামতে হয় অভিষেককেও। টপ অর্ডারের ব্যর্থতার দিনে দায়িত্ব নিতে পারেনি মিডল ও লোয়ার অর্ডারের ব্যাটাররা। শেষ দিকে শাহাবাজের ৩৭ বলে ৪০ রানের অপরাজিত ইনিংস কেবলই হারের ব্যবধান কমিয়েছে। হায়দরাবাদের ইনিংস থেমেছে ৮ উইকেটে ১৭১ রানে। ব্যাঙ্গালুরু ম্যাচ জিতেছে ৩৫ রানে।

টুর্নামেন্টে এটি তাদের দ্বিতীয় জয়। এ জয়ে পয়েন্ট টেবিলে উন্নতি না হলেও প্লে অফের দৌড়ে টিকে গেছে তারা। টুর্নামেন্টে আরও ৫টি ম্যাচ বাকি আছে তাদের। আর সেই ম্যাচগুলোতেও জিততে হবে ব্যাঙ্গালুরুকে। সেই সঙ্গে তাকিয়ে থাকতে হবে বাকি দলগুলোর ওপর। তবেই মিলবে ব্যাঙ্গালুরুর প্লে অফে যাওয়ার কঠিন সমীকরণ।

;

রিয়াল মাদ্রিদের ম্যাচ ছাড়াও টিভিতে আজ যা থাকছে



স্পোর্টস ডেস্ক বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

আজ রাতে লা লিগার ম্যাচে মাঠে নামছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। এছাড়াও আইপিএলে পাঞ্জাবের বিপক্ষে মাঠে নামছে কলকাতা নাইট রাইডার্স। এছাড়াও টিভিতে আজ যে সব খেলা দেখা যাবে।

ঢাকা প্রিমিয়ার লিগ
রূপগঞ্জ টাইগার্স–সিটি ক্লাব

সকাল ৯টা, বিসিবি ইউটিউব চ্যানেল

বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবল
শেখ রাসেল–ঢাকা আবাহনী

বিকেল ৩টা ৪৫ মিনিট, টি স্পোর্টস

রহমতগঞ্জ–ফর্টিস এফসি

বিকেল ৩টা ৪৫ মিনিট, বাফুফে ইউটিউব চ্যানেল

আইপিএল
কলকাতা নাইট রাইডার্স–পাঞ্জাব কিংস

রাত ৮টা, স্টার স্পোর্টস ১, গাজী টিভি ও টি স্পোর্টস

লা লিগা
রিয়াল সোসিয়েদাদ–রিয়াল মাদ্রিদ

রাত ১টা, র‍্যাবিটহোল ও স্পোর্টস ১৮–১

সৌদি প্রো লিগ
আল হিলাল–আল ফাতেহ

রাত ৯টা, সনি স্পোর্টস টেন ২

জার্মান বুন্দেসলিগা
বোখুম–হফেনহাইম

রাত ১২টা ৩০ মিনিট, সনি স্পোর্টস টেন ১

;