লিগ পর্বে সেরা রূপগঞ্জ



স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪কম
ফেরাটা মনে রাখার মতো হয়নি তাসকিন আহমেদের

ফেরাটা মনে রাখার মতো হয়নি তাসকিন আহমেদের

  • Font increase
  • Font Decrease

এই ম্যাচে সব নজর ছিলো তাসকিন আহমেদের ওপর। ৬৫ দিন পরে কোন ক্রিকেট ম্যাচ খেলতে নেমেছিলেন এই পেসার। কিন্তু ফিরে আসার ম্যাচে আলোচনায় থাকার মতো কিছুই করতে পারেননি তিনি। ৫ ওভারে ৩৬ রান খরচে উইকেট শূন্য। তবে তার দল লিজেন্ডস অব রূপগঞ্জ পুরোদুস্তর দাপট দেখিয়ে এই ম্যাচে জিতেছে ৯ উইকেটে।

মিরপুরের এই ম্যাচ জিতে লিজেন্ডস অব রূপগঞ্জ লিগ পর্ব শেষ করলো পয়েন্টের শীর্ষে থেকে। সুপার লিগ শুরু করবে রূপগঞ্জ ২০ পয়েন্ট নিয়ে। ১১ ম্যাচে মাত্র একটি এবং ১০টি জয়। দাপুটে পারফরমেন্স! সমান সংখ্যক ম্যাচে ৩ হার ও ৮ জয়ে  ১৬ পয়েন্ট পেয়ে দ্বিতীয় অবস্থানে আছে আবাহনী।

উত্তরার ব্যাটসম্যানরা মিরপুরের স্লো এবং স্পিন সহায়ক উইকেটে লড়াই জমিয়ে তোলার মতো স্কোরই গড়তে পারেনি। পুরো ৫০ ওভার পর্যন্ত খেলেও দুশোর ঘরে যেতে পারেনি তারা। থেমে যায় ৮ উইকেটে ১৮০ রানে। ওপেনার আনিসুল ইসলাম ইমন ৭৩ বলে ৫৫ রানের ইনিংস খেলেন। মাঝে মিনহাজুল আবেদিন ৩৭ ও সাকির হোসেনের ব্যাট থেকে আসে ৫৯ বলে ৩৩ রান।

নাবিল সামাদ ম্যাচের সেরা বোলার। ১০ ওভারে ২ মেডেনসহ মাত্র ২৯ রানে ৩ উইকেট পান তিনি। পেসার ঋষি ধাওয়ান ৪৫ রানে শিকার করেন ২ উইকেট। দলের বোলারদের দাপুটে এই ম্যাচে তাসকিন আহমেদের ব্যর্থতা বড় বেশি চোখে লাগে!

মামুলি টার্গেট রূপগঞ্জের জন্য আরো সহজ হয়ে যায় টপঅর্ডার ব্যাটসম্যানদের দৃঢ়তায়। ওপেনিং জুটিতেই যোগ হয় ৯৬ রান। মেহেদি মারুফ ১১৪ বলে অপরাজিত ৬২ রান করেন। মোহাম্মদ নাঈম ৭৭ বলে ৬৩ রানের ইনিংস খেলেন। ৯ উইকেটে দলের জয়ে মুমিনুল হকের যোগাড় ৫৩ বলে হার না মানা ৪৭ রান।

সংক্ষিপ্ত স্কোর: উত্তরা স্পোর্টিং: ১৮০/৯ (৫০ ওভারে, আনিসুল ৫৫, মিনহাজুল ৩৭, সাকির ৩৩, নাবিল সামাদ ৩/২৯, ধাওয়ান ২/৪৫)। রূপগঞ্জ: ১৮১/১ (৪০.৪ ওভারে, মেহেদি ৬২*, নাঈম ৬৩, মুমিনুল ৪৭*)। ফল: রূপগঞ্জ ৯ উইকেটে জয়ী।
ম্যাচ সেরা: নাবিল সামাদ।

   

ব্যাটিং রূপকথার রাতে পাঞ্জাবের ইতিহাসগড়া জয়



স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

আইপিএল ইতিহাসের সর্বোচ্চ রান তাড়ার কীর্তি গড়ে কলকাতা নাইট রাইডার্সকে ৮ উইকেটে হারিয়েছে পাঞ্জাব কিংস। কলকাতার দেয়া ২৬২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৮ বল এবং ৮ উইকেট হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে গেছে তারা।

বিস্তারিত আসছে...

;

ব্রাজিলের রেকর্ড গোলদাতা মার্তার অবসরের ঘোষণা



স্পোর্টস ডেস্ক, বার্তা ২৪
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

ব্রাজিলের জার্সিতে তার চেয়ে বেশি গোল নেই কারও। জাতীয় দলের জার্সিতে গোল করার দিক দিয়ে যেন পেলে-নেইমাররাও তার কাছে নস্যি! পুরুষ এবং নারী ফুটবল মিলিয়ে ব্রাজিলের হয়ে সর্বোচ্চ ১১৫ গোলের মালিক মার্তা অবসরের ঘোষণা দিয়েছেন। চলতি বছরেই আন্তর্জাতিক ফুটবল অধ্যায়ের ইতি টানবেন এই কিংবদন্তিতুল্য নারী ফুটবলার।

সিএনএন ব্রাজিলের সঙ্গে এক সাক্ষাৎকারে অবসরের বিষয়টি জানিয়েছেন মার্তা। আগামী ২৮ এপ্রিল (রবিবার) তার সম্পূর্ণ সাক্ষাৎকারটি প্রচার করবে সিএনএন ব্রাজিল।

ব্রাজিলের হয়ে ছয় বিশ্বকাপ খেলা মার্তাকে আসছে প্যারিস অলিম্পিকে দেখা যেতে পারে। অবসরের বছরে ষষ্ঠবারের মতো অলিম্পিকে খেলার সম্ভাবনার কথা জানিয়ে মার্তা বলেন, ‘যদি অলিম্পিকে যেতে পারি, তাহলে প্রতিটা মুহূর্ত উপভোগ করব। তবে অলিম্পিকে যাই আর না যাই, জাতীয় দলের সঙ্গে এটাই আমার শেষ বছর। ২০২৫ সাল থেকে ব্রাজিলের জাতীয় দলে মার্তাকে আর দেখা যাবে না।’

নারী ফুটবল দুনিয়ার সবচেয়ে আলোচিত চরিত্রদের অন্যতম মার্তা। ব্রাজিলকে তিনবার কোপা আমেরিকা জিতিয়েছেন, দুইবার এনে দিয়েছে অলিম্পিকের রৌপ্যপদক। ফিফার বর্ষসেরা নারী ফুটবলারের খেতাব রেকর্ড ছয়বার জিতেছেন, ২০০৬ থেকে ২০১০ পর্যন্ত এই পুরস্কার টানা পাঁচবার তার হাতে উঠেছে।

২০১৯ সালে প্রথম ফুটবলার হিসেবে পাঁচ বিশ্বকাপে গোল করার কীর্তি গড়েন মার্তা। এছাড়া এক বিশ্বকাপে ১৭ গোলের অনন্য রেকর্ডও তার নামের পাশে শোভা পাচ্ছে। পুরুষ এবং নারী ফুটবল মিলিয়ে এই দুটি কীর্তিও মার্তা ছাড়া আর কারও নেই।

;

ব্রাজিলিয়ানের গোলে আবাহনীর কষ্টার্জিত জয়



স্পোর্টস ডেস্ক, বার্তা ২৪
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

প্রিমিয়ার লিগের চলতি আসরে প্রথমার্ধেই শেখ রাসেলকে হেসেখেলে ৩-১ গোলে হারিয়েছিল আবাহনী। তবে দ্বিতীয় দেখায় রাসেলকে রুখে দিতে কিছুটা বেগ পেতে হয়েছে তাদের। তবে ব্রাজিলিয়ান ব্রুনো রোচার একমাত্র গোলে শেষ পর্যন্ত পূর্ণ ৩ পয়েন্ট নিয়েই মাঠ ছেড়েছে আকাশি-হলুদরা।

 বসুন্ধরা কিংস অ্যারেনায় প্রচণ্ড গরম আর সঙ্গে শেখ রাসেলের প্রতিরোধের সামনে শুরুতে কিছুটা খাবি খেতে হয় আবাহনীকে। প্রথমার্ধে বলার মতো একটা সুযোগই এসেছিল তাদের সামনে। বক্সের বাইরে থেকে ব্রুনোর বাঁকানো ফ্রি-কিক ঠেকিয়ে আবাহনীকে হতাশ করেন রাসেলের গোলকিপার মিতুল মারমা।

তবে দ্বিতীয়ার্ধের মাঝপথে এক আক্রমণ থেকে পরম আরাধ্য গোলটি পেয়ে যায় আবাহনী। ৭৪ মিনিটে বদলি মিডফিল্ডার রবিউল হাসানের ক্রসে ব্রুনোর হেড ক্রসবারে লেগে প্রতিহত হয়, তবে ফিরতি শটে বল জালে জড়াতে কোনো ভুল হয়নি এই ব্রাজিলিয়ানের। শেষ পর্যন্ত এই গোল দিয়েই তিন পয়েন্ট বুঝে নিয়েছে আন্দ্রেস ক্রুসিয়ানির শিষ্যরা।

এই জয়ে ১৩ ম্যাচ থেকে ২৫ পয়েন্ট পেয়ে তিনেই থাকল আবাহনী। শীর্ষে থাকা বসুন্ধরা কিংসের চেয়ে ৬ পয়েন্ট পিছিয়ে তারা। অন্যদিকে ১৩ ম্যাচে ১১ পয়েন্ট পাওয়া শেখ রাসেলের অবস্থান টেবিলের ১০ নম্বরে।

;

কোপার আগে ফার্নান্দেজকে নিয়ে দুশ্চিন্তায় আর্জেন্টিনা



স্পোর্টস ডেস্ক, বার্তা ২৪
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

কোপা আমেরিকার আগে কিছুটা দুশ্চিন্তায় পড়তে হচ্ছে আর্জেন্টিনাকে। দলটির তারকা মিডফিল্ডার এনজো ফার্নান্দেজের যে চোটে পড়ে মৌসুম শেষ হয়ে গেছে। আজ (২৬ এপ্রিল) কুঁচকির চোটে অস্ত্রোপচার হয়েছে তার। অস্ত্রোপচারের বিষয়টি নিশ্চিত করেছে তার ক্লাব চেলসি।

এনজোর চোট নিয়ে দেয়া এক বিবৃতিতে চেলসি জানায়, ‘এনজোর অস্ত্রোপচার সফল হয়েছে। এখন তার পুনর্বাসন কার্যক্রম শুরু হবে।’

এক টুইটে সফল অস্ত্রোপচারের কথা জানিয়েছেন এনজো নিজেও , ‘আমার সফল অস্ত্রোপচার হয়েছে। গত ছয় মাস ধরে এই ব্যথা বয়ে বেড়াচ্ছিলাম। তাই অস্ত্রোপচারের দরকার ছিল।’

কবে নাগাদ মাঠে ফিরতে পারবেন এনজো, সে ব্যাপারে চেলসি এখনো কিছু জানায়নি। আগামী ২০ জুন থেকে যুক্তরাষ্ট্রে শুরু হবে কোপা আমেরিকার পরবর্তী আসর। একটা কথা নিশ্চিত করে বলে দেয়া যায়, সে টুর্নামেন্টকে পাখির চোখ করেই এখন ফিট হয়ে ওঠার মিশনে নামছেন এনজো।

;