অভিজ্ঞদের নিয়েই আফগানিস্তানের বিশ্বকাপ দল



স্পেশাল করেসপন্ডেন্ট,বার্তা২৪.কম
আফগানিস্তান বিশ্বকাপ দল

আফগানিস্তান বিশ্বকাপ দল

  • Font increase
  • Font Decrease

অভিজ্ঞতাকে অগ্রাধিকার দিয়েই আফগানিস্তান তাদের বিশ্বকাপ দল ঘোষণা করেছে। বিশ্বকাপ দলের অধিনায়কের নাম আফগানিস্তান আগেই ঘোষণা করেছিলো। গুলবাদিন নায়েবকে দেয়া হয়েছে অধিনায়কের দায়িত্ব। যদিও তাকে অধিনায়ক করার তীব্র প্রতিবাদ জানিয়েছিলেন আফগানিস্তানের কয়েকজন সিনিয়র ক্রিকেটার। কিন্তু আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) তাদের সিদ্ধান্ত থেকে সরে আসেনি।

বিশ্বকাপের দল নির্বাচনের জন্য আফগানিস্তান ২৩ জন ক্রিকেটারের একটি পুল ঘোষণা করেছিলো কিছুদিন আগে। এই দলটিকে নিয়ে দক্ষিণ আফ্রিকার প্রচেফস্ট্রুমে একটি অনুশীলন ক্যাম্পের আয়োজন করা হয়েছিলো। পেছনের ছয়মাস জুড়ে এই ক্রিকেটারদের ফিটনেস এবং তাদের সার্বিক পারফরমেন্সের ভিত্তিতেই পুলের ২৩ জনের মধ্যে থেকে বিশ্বকাপের জন্য ১৫ জনের নাম চুড়ান্ত করেছে আফগানিস্তান।

দলে তেমন কোন চমক নেই। লম্বা সময় ধরে খেলে আসা প্রায় সব সিনিয়র খেলোয়াড়ই আছেন আফগানিস্তানের বিশ্বকাপ দলে। বদল এসেছে মুলত শুধু অধিনায়কত্বে। চার বছর ধরে সবধরনের ক্রিকেটে আফগান জাতীয় দলের অধিনায়কত্ব করা আসগর আফগানকে অধিনায়কের পদ থেকে সরিয়ে দেয়া হয়েছে। তবে তাকে দলে খেলোয়াড় হিসেবে ঠিকই রাখা হয়েছে।

বিশ্বকাপের দল ঘোষণার পর আফগানিস্তান জাতীয় দলের প্রধান নির্বাচক দৌলত খান আহমাদজি বলেন-‘আমরা জানি বিশ্বকাপে আমাদের অনেক শক্তিশালী দলের বিপক্ষে লড়তে হবে। তবে নিজেদের লক্ষ্য অর্জনের জন্য আমরা আমাদের সেরাটা দেয়ার চেষ্টা করবো। প্রধান নির্বাচক হিসেবে আমার দায়িত্ব ছিলো যে কোন প্রতিপক্ষের বিরুদ্ধে প্রতিদ্ধন্দিতা গড়ে তুলতে পারে এমন একটা দল নির্বাচন করা। অভিজ্ঞতা, ফিটনেস, টিম ব্যালান্স, সাম্প্রতিক ফর্ম এবং ইংলিশ কন্ডিশন-এমনসব দিক বিবেচনায় আমরা বিশ্বকাপের জন্য আমাদের সেরা দলটাকেই নির্বাচিত করেছি। এখন খেলার মাঠের বাকি চ্যালেঞ্জটা আমাদের মোকাবেলা করতে হবে।’

আফগানিস্তান সাধারণত মারকুটো ভঙ্গির ক্রিকেটের জন্য ভালো পরিচিতি পেয়েছে। বিশ্বকাপের মাঠেও সেই ষ্টাইলই আফগানিস্তান বজায় রাখবে বলে আশায় আফগান নির্বাচকরা-‘আমরা লড়াকু মনোভাব নিয়েই বিশ্বকাপে লড়বো। খেলবো ভরডর হীন ভালো ক্রিকেট।’

মোহাম্মদ শাহজাদ, হযরতউল্লাহ জাজাই, রহমত শাহ, আসগর আফগান, সামিউল্লাহ শেনওয়ারি, মোহাম্মদ নবী, রশিদ খান, দৌলত জারদান ও মুজিব উর রহমানকে দলে রেখেই বিশ্বকাপ দল ঘোষণা করেছে আফগানিস্তান।

অভিজ্ঞ ফাস্ট বোলার হামিদ হাসানকেও বিশ্বকাপ দলে ফিরিয়ে এনেছে আফগানিস্তান। সর্বশেষ আফগানিস্তানের হয়ে হামিদ হাসান ওয়ানডে ম্যাচে খেলেছিলেন ২০১৬ সালে। ৩২টি ওয়ানডেতে ৫৬ উইকেট শিকারি হামিদ হাসানের অবশ্য ফিটনেস নিয়ে খানিকটা সমস্যা আছে। তবে বিশ্বকাপ শুরুর আগে তিনি পুরোমাত্রায় ফিটনেস ফিরে পাবেন বলে আশায় আফগান ক্রিকেট বোর্ড।

আফগানিস্তানের বিশ্বকাপ মিশন শুরু হচ্ছে ১ জুন। এদিন বৃষ্টলে তারা লড়বে অষ্ট্রেলিয়ার বিপক্ষে।

বিশ্বকাপে আফগানিস্তান দল: গুলবাদিন নায়েব (অধিনায়ক), মোহাম্মদ শাহজাদ (উইকেটকিপার), নুর আলী জারদান, হযরতউল্লাহ জাজাই, রহমত শাহ, আফগান আসগর, হাসমতউল্লাহ শহীদি, নাজিবুল্লাহ জারদান, সামিউল্লাহ শেনওয়ারি, মোহাম্মদ নবী, রশিদ খান, দৌলত জাদরান, আফতাব আলম, হামিদ হাসান ও মুজিব উর রহমান।

 

   

ব্রাজিলের রেকর্ড গোলদাতা মার্তার অবসরের ঘোষণা



স্পোর্টস ডেস্ক, বার্তা ২৪
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

ব্রাজিলের জার্সিতে তার চেয়ে বেশি গোল নেই কারও। জাতীয় দলের জার্সিতে গোল করার দিক দিয়ে যেন পেলে-নেইমাররাও তার কাছে নস্যি! পুরুষ এবং নারী ফুটবল মিলিয়ে ব্রাজিলের হয়ে সর্বোচ্চ ১১৫ গোলের মালিক মার্তা অবসরের ঘোষণা দিয়েছেন। চলতি বছরেই আন্তর্জাতিক ফুটবল অধ্যায়ের ইতি টানবেন এই কিংবদন্তিতুল্য নারী ফুটবলার।

সিএনএন ব্রাজিলের সঙ্গে এক সাক্ষাৎকারে অবসরের বিষয়টি জানিয়েছেন মার্তা। আগামী ২৮ এপ্রিল (রবিবার) তার সম্পূর্ণ সাক্ষাৎকারটি প্রচার করবে সিএনএন ব্রাজিল।

ব্রাজিলের হয়ে ছয় বিশ্বকাপ খেলা মার্তাকে আসছে প্যারিস অলিম্পিকে দেখা যেতে পারে। অবসরের বছরে ষষ্ঠবারের মতো অলিম্পিকে খেলার সম্ভাবনার কথা জানিয়ে মার্তা বলেন, ‘যদি অলিম্পিকে যেতে পারি, তাহলে প্রতিটা মুহূর্ত উপভোগ করব। তবে অলিম্পিকে যাই আর না যাই, জাতীয় দলের সঙ্গে এটাই আমার শেষ বছর। ২০২৫ সাল থেকে ব্রাজিলের জাতীয় দলে মার্তাকে আর দেখা যাবে না।’

নারী ফুটবল দুনিয়ার সবচেয়ে আলোচিত চরিত্রদের অন্যতম মার্তা। ব্রাজিলকে তিনবার কোপা আমেরিকা জিতিয়েছেন, দুইবার এনে দিয়েছে অলিম্পিকের রৌপ্যপদক। ফিফার বর্ষসেরা নারী ফুটবলারের খেতাব রেকর্ড ছয়বার জিতেছেন, ২০০৬ থেকে ২০১০ পর্যন্ত এই পুরস্কার টানা পাঁচবার তার হাতে উঠেছে।

২০১৯ সালে প্রথম ফুটবলার হিসেবে পাঁচ বিশ্বকাপে গোল করার কীর্তি গড়েন মার্তা। এছাড়া এক বিশ্বকাপে ১৭ গোলের অনন্য রেকর্ডও তার নামের পাশে শোভা পাচ্ছে। পুরুষ এবং নারী ফুটবল মিলিয়ে এই দুটি কীর্তিও মার্তা ছাড়া আর কারও নেই।

;

ব্রাজিলিয়ানের গোলে আবাহনীর কষ্টার্জিত জয়



স্পোর্টস ডেস্ক, বার্তা ২৪
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

প্রিমিয়ার লিগের চলতি আসরে প্রথমার্ধেই শেখ রাসেলকে হেসেখেলে ৩-১ গোলে হারিয়েছিল আবাহনী। তবে দ্বিতীয় দেখায় রাসেলকে রুখে দিতে কিছুটা বেগ পেতে হয়েছে তাদের। তবে ব্রাজিলিয়ান ব্রুনো রোচার একমাত্র গোলে শেষ পর্যন্ত পূর্ণ ৩ পয়েন্ট নিয়েই মাঠ ছেড়েছে আকাশি-হলুদরা।

 বসুন্ধরা কিংস অ্যারেনায় প্রচণ্ড গরম আর সঙ্গে শেখ রাসেলের প্রতিরোধের সামনে শুরুতে কিছুটা খাবি খেতে হয় আবাহনীকে। প্রথমার্ধে বলার মতো একটা সুযোগই এসেছিল তাদের সামনে। বক্সের বাইরে থেকে ব্রুনোর বাঁকানো ফ্রি-কিক ঠেকিয়ে আবাহনীকে হতাশ করেন রাসেলের গোলকিপার মিতুল মারমা।

তবে দ্বিতীয়ার্ধের মাঝপথে এক আক্রমণ থেকে পরম আরাধ্য গোলটি পেয়ে যায় আবাহনী। ৭৪ মিনিটে বদলি মিডফিল্ডার রবিউল হাসানের ক্রসে ব্রুনোর হেড ক্রসবারে লেগে প্রতিহত হয়, তবে ফিরতি শটে বল জালে জড়াতে কোনো ভুল হয়নি এই ব্রাজিলিয়ানের। শেষ পর্যন্ত এই গোল দিয়েই তিন পয়েন্ট বুঝে নিয়েছে আন্দ্রেস ক্রুসিয়ানির শিষ্যরা।

এই জয়ে ১৩ ম্যাচ থেকে ২৫ পয়েন্ট পেয়ে তিনেই থাকল আবাহনী। শীর্ষে থাকা বসুন্ধরা কিংসের চেয়ে ৬ পয়েন্ট পিছিয়ে তারা। অন্যদিকে ১৩ ম্যাচে ১১ পয়েন্ট পাওয়া শেখ রাসেলের অবস্থান টেবিলের ১০ নম্বরে।

;

কোপার আগে ফার্নান্দেজকে নিয়ে দুশ্চিন্তায় আর্জেন্টিনা



স্পোর্টস ডেস্ক, বার্তা ২৪
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

কোপা আমেরিকার আগে কিছুটা দুশ্চিন্তায় পড়তে হচ্ছে আর্জেন্টিনাকে। দলটির তারকা মিডফিল্ডার এনজো ফার্নান্দেজের যে চোটে পড়ে মৌসুম শেষ হয়ে গেছে। আজ (২৬ এপ্রিল) কুঁচকির চোটে অস্ত্রোপচার হয়েছে তার। অস্ত্রোপচারের বিষয়টি নিশ্চিত করেছে তার ক্লাব চেলসি।

এনজোর চোট নিয়ে দেয়া এক বিবৃতিতে চেলসি জানায়, ‘এনজোর অস্ত্রোপচার সফল হয়েছে। এখন তার পুনর্বাসন কার্যক্রম শুরু হবে।’

এক টুইটে সফল অস্ত্রোপচারের কথা জানিয়েছেন এনজো নিজেও , ‘আমার সফল অস্ত্রোপচার হয়েছে। গত ছয় মাস ধরে এই ব্যথা বয়ে বেড়াচ্ছিলাম। তাই অস্ত্রোপচারের দরকার ছিল।’

কবে নাগাদ মাঠে ফিরতে পারবেন এনজো, সে ব্যাপারে চেলসি এখনো কিছু জানায়নি। আগামী ২০ জুন থেকে যুক্তরাষ্ট্রে শুরু হবে কোপা আমেরিকার পরবর্তী আসর। একটা কথা নিশ্চিত করে বলে দেয়া যায়, সে টুর্নামেন্টকে পাখির চোখ করেই এখন ফিট হয়ে ওঠার মিশনে নামছেন এনজো।

;

সাফের আগে তাইপের বিপক্ষে খেলবেন সাবিনারা



স্পোর্টস ডেস্ক, বার্তা ২৪
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

নারী সাফের বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ। গত আসরে সাবিনা খাতুনের নেতৃত্ব হিমালয়ের দেশ নেপালে বিজয় নিশান ওড়ান বাংলাদেশের মেয়েরা। এবার ঘরের মাঠে সে শ্রেষ্ঠত্ব ধরে রাখার মিশনে মাঠে নামবেন তারা। দিনক্ষণ নিশ্চিত না হলেও আগামী অক্টোবরে হতে পারে নারী সাফ। তার আগে চাইনিজ তাইপের বিপক্ষে দুটি ম্যাচ খেলবে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল।

তাইপের বিপক্ষে দুই ম্যাচ খেলার কথা নিশ্চিত করেছেন বাফুফের নারী ফুটবল কমিটির প্রধান মাহফুজা আক্তার কিরণ, ‘জুন উইন্ডোতে আমরা চাইনিজ তাইপের সঙ্গে খেলবো। প্রথম ম্যাচ ৩১ মে এবং দ্বিতীয় ম্যাচ ৩ জুন। তারা অফিশিয়ালভাবে চিঠি দিয়ে আমাদের নিশ্চিত করেছে।’ ম্যাচ দুটি বসুন্ধরা কিংস অ্যারেনায় অনুষ্ঠিত হবে।

এছাড়া জুলাইয়ের ফিফা উইন্ডোতেও মেয়েদের ম্যাচ আয়োজনে চেষ্টা চলছে বলে জানান এই নারী ক্রীড়া সংগঠক, ‘জুলাইয়ের ফিফা উইন্ডোতেও আমরা ম্যাচ খেলার চেষ্টা করবো।’

চাইনিজ তাইপের ম্যাচগুলো খেলে বাংলাদেশের মেয়েরা সাফের আগে নিজেদের প্রস্তুত করতে পারবেন বলে মত কিরণের, ‘চাইনিজ তাইপে শক্তিশালী দল। তাদের বিপক্ষে বাংলাদেশ যখন ম্যাচগুলো খেলবে তারা তাদের সমস্যাগুলো চিহ্নিত করতে পারবে। সাফের আগে এটা অনেক বেশি কাজে দেবে বলে আমি মনে করি।’

;