বিশ্বকাপে অনেকদূর যাবে বাংলাদেশ-ভরসা দিচ্ছেন সাকিব



স্পেশাল করেসপন্ডেন্ট বার্তা২৪.কম
সাকিব আল হাসান, ছবি: সংগৃহীত

সাকিব আল হাসান, ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

দলে এগারো জন খেলে। তবে সবাই সমান প্রভাবী হয় না। আলোচনায় যখন প্রভাবী ক্রিকেটের; তখন বাংলাদেশ দলে সবার আগে নামটা লিখতে হচ্ছে, সাকিব আল হাসানের। শুধু নামের বিচারেই নয়। ক্রিকেট মাঠে নিজের কর্মগুনেই সাকিব আল এই মর্যাদায় আসীন।

পরিসংখ্যান জানাচ্ছে-বিশ্বকাপের মাঠে বাংলাদেশ দলের সবচেয়ে ভালো পারফরমেন্স তার। দলের হয়ে সবচেয়ে বেশি রান। ২১ ম্যাচে ৫৪০ রান। সবচেয়ে বেশি উইকেটও তার। ২৩টি। সবচেয়ে বেশি পাঁচটি হাফসেঞ্চুরিও তারই।

২০০৭ সাল থেকে সাকিব আল হাসান বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশ দলের স্বপ্ন সারথি। নিজের সেই অভিষেক বিশ্বকাপে সাকিব চমৎকার পারফরমেন্স করে জানিয়ে দেন সেরা হতেই এসেছেন তিনি। সেই বিশ্বকাপে সবমিলিয়ে তিনটি ম্যাচে জিতে বাংলাদেশ। সাকিব দুটি হাফসেঞ্চুরিসহ সেই আসরে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি ২০২ রান করেন। বিশ্বকাপের এক আসরে বাংলাদেশের কোনো ক্রিকেটারের সেটাই সবচেয়ে বেশি রানের রেকর্ড হয়ে টিকেছিল অনেকদিন।

এবারের বিশ্বকাপেও বাংলাদেশের ১৫ ক্রিকেটারের মধ্যে প্রভাবের তালিকায় সাকিব আল হাসান শীর্ষে। দল ঘোষণার অনেক আগে থেকেই সাকিব আইপিএলে ব্যস্ত। বাংলাদেশ দলের আয়ারল্যান্ড ও বিশ্বকাপের প্রস্তুতি ক্যাম্প শুরু হয়েছে ঢাকায়। তবে এই ক্যাম্পে সাকিব যোগ দিতে পারছেন না মূলত আইপিএলে ব্যস্ততার জন্য। অবশ্য বিসিবি জানিয়েছে, আগামী ১ মে বাংলাদেশ দলের সঙ্গে আয়ারল্যান্ডগামী বিমানে একসঙ্গেই উঠছেন সাকিব।

দলের সঙ্গে বিশ্বকাপ ক্যাম্পে এখন না থাকলেও দলের খোঁজখবর নিয়মিত ঠিকই রাখছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। বিশ্বকাপে এবারের বাংলাদেশ দল নিয়ে সাকিব তার প্রতিক্রিয়ায় জানালেন-‘বিশ্বকাপের জন্য আমাদের দলটা বেশ ভালো হয়েছে। দলের বোলিং বিশেষ করে ডেথওভারে বোলিংটা নিয়ে আমি কিছুটা চিন্তিত। তবে সার্বিক দিক বিবেচনা করে আমি আশাবাদী এবারের বিশ্বকাপে বাংলাদেশ অনেক দুরে যেতে পারি। আমাদের দলটা অনেক অভিজ্ঞ। তিন-চারটা বিশ্বকাপ খেলা ক্রিকেটার আছে দলে। সাফল্য পেতে হলে কি করতে হবে সেটা তাদের বেশ ভালোই জানা।’

বিশ্বকাপের আগে আয়ারল্যান্ডে তিনজাতি ক্রিকেটে বাংলাদেশের অংশগ্রহণ প্রসঙ্গে সাকিব বলেন-‘ওয়েস্ট ইন্ডিজ ও আয়ারল্যান্ডের বিপক্ষে এই তিনজাতি টুর্নামেন্ট আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ হবে। তারপর আমরা বিশ্বকাপের জন্যও একটু আগেভাগে ইংল্যান্ড যাবো। প্রস্তুতির জন্য বেশ ভালই সময় আছে আমাদের।’

এবারের আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে সাকিবকে বেশিরভাগ ম্যাচেই সাইডবেঞ্চে বসে কাটাতে হয়েছে। শনিবার রাতের ম্যাচের আগ পর্যন্ত দলের ১০টি ম্যাচের মধ্যে মাত্র দুটিতে খেলার সুযোগ হয় তার। তবে একাদশে না থাকলেও সাইরাইজার্সের অনুশীলনে নিজেকে দারুণ ফিট রাখার চেষ্টা করে চলেছেন সাকিব।

বেশ ঝরঝরে মেজাজ ও ফিটনেস নিয়েই বিশ্বকাপের মাঠে নামতে চান তিনি। অনেক দুরে যেতে হবে যে!

   

ব্যাটিং রূপকথার রাতে পাঞ্জাবের ইতিহাসগড়া জয়



হোসাইন মাহমুদ আব্দুল্লাহ
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

আইপিএল ইতিহাসের সর্বোচ্চ রান তাড়ার কীর্তি গড়ে কলকাতা নাইট রাইডার্সকে ৮ উইকেটে হারিয়েছে পাঞ্জাব কিংস। কলকাতার দেয়া ২৬২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৮ বল এবং ৮ উইকেট হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে গেছে তারা।

আইপিএল ইতিহাসে রান তাড়ার আগের কীর্তিটি ছিল রাজস্থান রয়্যালসের। ২০২০ সালে তখনকার কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে ২২৪ রানের লক্ষ্য তাড়া করেছিল দলটি। সে রেকর্ড দুমড়েমুচড়ে দিয়ে আজ নতুন ইতিহাস লিখেছে পাঞ্জাব। জনি বেয়ারস্টোর সেঞ্চুরির সঙ্গে শশাঙ্ক আরোরা এবং প্রভসিমরান সিংয়ের ঝোড়ো দুই ফিফটিতে আইপিএল ফোকলোরের অংশ হয়ে গেছে তারা।

কলকাতার মাঠ ইডেন গার্ডেনসে টসভাগ্য ছিল পাঞ্জাবের পক্ষে। টস জিতে আগে স্বাগতিকদের ব্যাটিংয়ে পাঠান পাঞ্জাব অধিনায়ক স্যাম কারেন। ঘরের মাঠে দুই ওপেনার ফিল সল্ট এবং সুনীল নারাইনের দুর্দান্ত শুরু পায় কলকাতা। পাঞ্জাবের বোলারদের তুলোধুনো করে ৬২ বলে ১৩৮ রানের উদ্বোধনী জুটি গড়েন দুই ওপেনার। ১০ ওভার পেরোতেই সাজঘরের পথ ধরেন তারা। এর আগে ৩৭ বলে ৭৫ রান আসে সল্টের ব্যাটে, নারাইন থামেন ৩২ বলে ৭১ রান করে।

সল্ট-নারাইনের তাণ্ডবের পর ভেঙ্কটেশ আইয়ারের ৩৯, শ্রেয়াস আইয়ারের ২৮ এবং আন্দ্রে রাসেলের ২৪ রানের ছোট তবে দেড়শর উপর স্ট্রাইক রেটে খেলা বিস্ফোরক ইনিংসগুলোতে চড়ে ২০ ওভারে ২৬১ রান পর্যন্ত পৌঁছায় তারা। পাঞ্জাবের পক্ষে সর্বোচ্চ দুই উইকেট পান পেসার আর্শদীপ সিং।

আইপিএলের এবারের আসরে যেভাবে পাইকারি হারে দুইশর উপর রান করছে দলগুলো, তাতে এত বড় সংগ্রহ নিয়েও স্বস্তিতে থাকার উপায় ছিল না কলকাতার। তবু জিততে হলে পাঞ্জাবকে আইপিএলে ইতিহাস গড়তে হবে তা হয়ত কলকাতার সমর্থকদের আশা জোগাচ্ছিল।

কিন্তু ইংলিশ উইলোবাজ বেয়ারস্টোর ব্যাটে সে আশায় গুঁড়েবালি! ৪৫ বলে সেঞ্চুরি ছোঁয়া এই ব্যাটার ইনিংস শেষ করেছেন ৮ চার ও ৯ ছক্কায় ১০৮ রানে অপরাজিত থেকে। তার আগে অবশ্য ইমপ্যাক্ট সাব প্রভসিমরান ২০ বলে ৫৪ রানের তাণ্ডব চালিয়ে পাঞ্জাবের হৃদয়ে অসম্ভবকে সম্ভব করার বিশ্বাস গেঁথে দিয়েছিলেন। আর সে বিশ্বাসকে শেষবেলায় পূর্ণতা দিয়েছেন ২৮ বলে ২ চার ও ৮টি বিশাল ছক্কায় ৬৮ রানের ইনিংস খেলা শশাঙ্ক।

ইডেন গার্ডেনসে কলকাতা এবং পাঞ্জাবের ব্যাটাররা মিলে করেছেন ৫২৩ রান, গড়েছেন স্বীকৃত টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি ৪২ ছক্কার রেকর্ড। এমন রাতকে ব্যাটিং রূপকথার রাত না বললে চলেই না।

;

ব্রাজিলের রেকর্ড গোলদাতা মার্তার অবসরের ঘোষণা



স্পোর্টস ডেস্ক, বার্তা ২৪
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

ব্রাজিলের জার্সিতে তার চেয়ে বেশি গোল নেই কারও। জাতীয় দলের জার্সিতে গোল করার দিক দিয়ে যেন পেলে-নেইমাররাও তার কাছে নস্যি! পুরুষ এবং নারী ফুটবল মিলিয়ে ব্রাজিলের হয়ে সর্বোচ্চ ১১৫ গোলের মালিক মার্তা অবসরের ঘোষণা দিয়েছেন। চলতি বছরেই আন্তর্জাতিক ফুটবল অধ্যায়ের ইতি টানবেন এই কিংবদন্তিতুল্য নারী ফুটবলার।

সিএনএন ব্রাজিলের সঙ্গে এক সাক্ষাৎকারে অবসরের বিষয়টি জানিয়েছেন মার্তা। আগামী ২৮ এপ্রিল (রবিবার) তার সম্পূর্ণ সাক্ষাৎকারটি প্রচার করবে সিএনএন ব্রাজিল।

ব্রাজিলের হয়ে ছয় বিশ্বকাপ খেলা মার্তাকে আসছে প্যারিস অলিম্পিকে দেখা যেতে পারে। অবসরের বছরে ষষ্ঠবারের মতো অলিম্পিকে খেলার সম্ভাবনার কথা জানিয়ে মার্তা বলেন, ‘যদি অলিম্পিকে যেতে পারি, তাহলে প্রতিটা মুহূর্ত উপভোগ করব। তবে অলিম্পিকে যাই আর না যাই, জাতীয় দলের সঙ্গে এটাই আমার শেষ বছর। ২০২৫ সাল থেকে ব্রাজিলের জাতীয় দলে মার্তাকে আর দেখা যাবে না।’

নারী ফুটবল দুনিয়ার সবচেয়ে আলোচিত চরিত্রদের অন্যতম মার্তা। ব্রাজিলকে তিনবার কোপা আমেরিকা জিতিয়েছেন, দুইবার এনে দিয়েছে অলিম্পিকের রৌপ্যপদক। ফিফার বর্ষসেরা নারী ফুটবলারের খেতাব রেকর্ড ছয়বার জিতেছেন, ২০০৬ থেকে ২০১০ পর্যন্ত এই পুরস্কার টানা পাঁচবার তার হাতে উঠেছে।

২০১৯ সালে প্রথম ফুটবলার হিসেবে পাঁচ বিশ্বকাপে গোল করার কীর্তি গড়েন মার্তা। এছাড়া এক বিশ্বকাপে ১৭ গোলের অনন্য রেকর্ডও তার নামের পাশে শোভা পাচ্ছে। পুরুষ এবং নারী ফুটবল মিলিয়ে এই দুটি কীর্তিও মার্তা ছাড়া আর কারও নেই।

;

ব্রাজিলিয়ানের গোলে আবাহনীর কষ্টার্জিত জয়



স্পোর্টস ডেস্ক, বার্তা ২৪
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

প্রিমিয়ার লিগের চলতি আসরে প্রথমার্ধেই শেখ রাসেলকে হেসেখেলে ৩-১ গোলে হারিয়েছিল আবাহনী। তবে দ্বিতীয় দেখায় রাসেলকে রুখে দিতে কিছুটা বেগ পেতে হয়েছে তাদের। তবে ব্রাজিলিয়ান ব্রুনো রোচার একমাত্র গোলে শেষ পর্যন্ত পূর্ণ ৩ পয়েন্ট নিয়েই মাঠ ছেড়েছে আকাশি-হলুদরা।

 বসুন্ধরা কিংস অ্যারেনায় প্রচণ্ড গরম আর সঙ্গে শেখ রাসেলের প্রতিরোধের সামনে শুরুতে কিছুটা খাবি খেতে হয় আবাহনীকে। প্রথমার্ধে বলার মতো একটা সুযোগই এসেছিল তাদের সামনে। বক্সের বাইরে থেকে ব্রুনোর বাঁকানো ফ্রি-কিক ঠেকিয়ে আবাহনীকে হতাশ করেন রাসেলের গোলকিপার মিতুল মারমা।

তবে দ্বিতীয়ার্ধের মাঝপথে এক আক্রমণ থেকে পরম আরাধ্য গোলটি পেয়ে যায় আবাহনী। ৭৪ মিনিটে বদলি মিডফিল্ডার রবিউল হাসানের ক্রসে ব্রুনোর হেড ক্রসবারে লেগে প্রতিহত হয়, তবে ফিরতি শটে বল জালে জড়াতে কোনো ভুল হয়নি এই ব্রাজিলিয়ানের। শেষ পর্যন্ত এই গোল দিয়েই তিন পয়েন্ট বুঝে নিয়েছে আন্দ্রেস ক্রুসিয়ানির শিষ্যরা।

এই জয়ে ১৩ ম্যাচ থেকে ২৫ পয়েন্ট পেয়ে তিনেই থাকল আবাহনী। শীর্ষে থাকা বসুন্ধরা কিংসের চেয়ে ৬ পয়েন্ট পিছিয়ে তারা। অন্যদিকে ১৩ ম্যাচে ১১ পয়েন্ট পাওয়া শেখ রাসেলের অবস্থান টেবিলের ১০ নম্বরে।

;

কোপার আগে ফার্নান্দেজকে নিয়ে দুশ্চিন্তায় আর্জেন্টিনা



স্পোর্টস ডেস্ক, বার্তা ২৪
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

কোপা আমেরিকার আগে কিছুটা দুশ্চিন্তায় পড়তে হচ্ছে আর্জেন্টিনাকে। দলটির তারকা মিডফিল্ডার এনজো ফার্নান্দেজের যে চোটে পড়ে মৌসুম শেষ হয়ে গেছে। আজ (২৬ এপ্রিল) কুঁচকির চোটে অস্ত্রোপচার হয়েছে তার। অস্ত্রোপচারের বিষয়টি নিশ্চিত করেছে তার ক্লাব চেলসি।

এনজোর চোট নিয়ে দেয়া এক বিবৃতিতে চেলসি জানায়, ‘এনজোর অস্ত্রোপচার সফল হয়েছে। এখন তার পুনর্বাসন কার্যক্রম শুরু হবে।’

এক টুইটে সফল অস্ত্রোপচারের কথা জানিয়েছেন এনজো নিজেও , ‘আমার সফল অস্ত্রোপচার হয়েছে। গত ছয় মাস ধরে এই ব্যথা বয়ে বেড়াচ্ছিলাম। তাই অস্ত্রোপচারের দরকার ছিল।’

কবে নাগাদ মাঠে ফিরতে পারবেন এনজো, সে ব্যাপারে চেলসি এখনো কিছু জানায়নি। আগামী ২০ জুন থেকে যুক্তরাষ্ট্রে শুরু হবে কোপা আমেরিকার পরবর্তী আসর। একটা কথা নিশ্চিত করে বলে দেয়া যায়, সে টুর্নামেন্টকে পাখির চোখ করেই এখন ফিট হয়ে ওঠার মিশনে নামছেন এনজো।

;