৪০ ট্রফিতে আলভেজের ইতিহাস



স্পোর্টস ডেস্ক, বার্তাটোয়েন্টিফোর.কম
কোপার সেরা ফুটবলারের স্বীকৃতি হাতে দানি আলভেজ

কোপার সেরা ফুটবলারের স্বীকৃতি হাতে দানি আলভেজ

  • Font increase
  • Font Decrease

রোববার রাতটা বিশেষ মহিমায় কেটেছে দানি আলভেজের। একে তো সামনে থেকে দলকে নেতৃত্ব দিয়ে মারাকানার ফাইনালে  পেরুকে হারিয়েছেন ৩-১ গোলে। প্রিয় জন্মভূমিকে এনে দিয়েছেন নবম কোপা আমেরিকা ট্রফি। তারওপর ফুটবলে নতুন ইতিহাস লিখেছেন এ ব্রাজিলিয়ান ডিফেন্ডার। প্রথম ফুটবলার হিসেবে ৪০ ট্রফি জয়ের রেকর্ড গড়ার কৃতিত্ব অর্জন করেছেন তিনি।

আলভেজ এর আগেও এক বার কোপা আমেরিকার ট্রফি জিতেছেন। সেই ২০০৭ সালে। এবার তার হাত ধরেই ১২ বছর পর কাটল সেলেসাওদের শিরোপা খরা। এনিয়ে পাঁচ বার টুর্নামেন্ট আয়োজন করে পাঁচবারই চ্যাম্পিয়ন হওয়ার রেকর্ড গড়ল ব্রাজিল।

দেশের হয়ে কোপা আমেরিকার সঙ্গে পেশাদার ক্লাব ফুটবলে সেভিয়া, বার্সেলোনা, জুভেন্টাস ও প্যারিস সেন্ট জার্মেইর (পিএসজি)হয়েও অনেক ট্রফি জেতেন চির সবুজ তারুণ্যের অধিকারী আলভেজ।

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2019/Jul/08/1562576239231.PNG

আলভেজ জেতেন চ্যাম্পিয়নস লিগ (৩টি), ইউরোপা লিগ (২টি), উয়েফা সুপারকাপ (৪টি), ক্লাব বিশ্বকাপ (৩টি), সেরি এ (১টি), ইতালিয়ান কাপ (১টি), লা লিগা (৬টি), স্প্যানিশ সুপারকাপ (৫টি), কোপা দেল রে (৫টি), লিগ ওয়ান (২টি), ট্রফি দেস চ্যাম্পিয়নস (২টি), ফরাসি কাপ (১টি), ফরাসি লিগ কাপ (১টি), কনফেডারেশনস কাপ (২টি) ও কোপা আমেরিকা (২টি)।

কোপা আমেরিকা ২০১৯ আসরের সেরা খেলোয়াড়ের পুরস্কারও জিতে নিয়েছেন আলভেজ। ৩৬ বছর বয়সে যেটা আসলেই অবিশ্বাস্য।

পিএসজির সঙ্গে চুক্তির মেয়াদ শেষ আলভেজের। সন্দেহ নেই এই সুযোগে চলতি গ্রীষ্মে এ তারকা ফুটবলারকে দলে টানতে ইউরোপের শীর্ষ ক্লাব গুলো তাকে কিনতে লড়াইয়ে নামবে।

   

ফিরতি লেগেও পিএসজি হারিয়ে ফাইনালে ডর্টমুন্ড



স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

সবশেষ ২০১২-১৩ মৌসুমে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদকে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে হারিয়ে ফাইনালের মঞ্চে জায়গা করে নিয়েছিল বরুসিয়া ডর্টমুন্ড। যদিও সেবার ফাইনালে ম্যাচে আরেক জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখের কাছে শিরোপার স্বপ্নভঙ্গ হয় ব্ল্যাক অ্যান্ড ইয়োলোদের।

;

রিয়াল-বায়ার্নের ম্যাচ ছাড়াও টিভিতে যা দেখবেন আজ



স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

চ্যাম্পিয়নস লিগের সেমির ফিরতি লেগে আজ (বুধবার) মাঠে নামছে রিয়াল মাদ্রিদ ও বায়ার্ন মিউনিখ। এদিকে আইপিএলে আজ হায়দরাবাদ–লক্ষ্ণৌয়ের ম্যাচে। এছাড়াও টিভিতে যা যা থাকছে।


আইপিএল

হায়দরাবাদ–লক্ষ্ণৌ

রাত ৮টা, স্টার স্পোর্টস ১, গাজী টিভি ও টি স্পোর্টস

উয়েফা কনফারেন্স লিগ (সেমি)

ক্লাব ব্রুগা–ফিওরেন্তিনা

রাত ১০টা ৪৫ মিনিট, সনি লিভ

উয়েফা চ্যাম্পিয়নস লিগ (সেমি)

রিয়াল মাদ্রিদ–বায়ার্ন মিউনিখ

রাত ১টা, সনি স্পোর্টস টেন ২

;

বাংলাদেশের লিস্ট এ ক্রিকেট সেরা বোলিংয়ে রাজার সঙ্গী যারা



স্পোর্টস ডেস্ক, বার্তা ২৪
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

ফজলে মাহমুদ রাব্বিকে জাকির হাসানের ক্যাচ বানিয়ে শুরু। সাকিব, সোহান, ইয়াসির রাব্বিসহ এভাবে একে একে শেখ জামালের আট ব্যাটসম্যানই শিকার রেজাউর রহমান রাজার। ৬ ওভার ৩ বলের স্পেলে ২৩ রানে শিকার আট উইকেট। রাজার এই বোলিং পরিসংখ্যানই লিস্ট এ ক্রিকেটে বাংলাদেশের সেরা।

রাজা বোলিংয়ে আসার আগেই সাজঘরে ফেরেন শেখ জামালের দুই ওপেনার। যে তান্ডব রাজা চালিয়েছিলেন তাতে ঝুঁকি নিয়ে একটা কথা বলে যেতেই পারে ওপেনিং স্পেলে বল করলে রাজা হয়তো দশ উইকেটই পেতেন। আবার এভাবেও বলা যায়, হাতে উইকেট থাকলে কিংবা আর দুই এক ওভার বল করলেই পেতে পারতেন দশ উইকেটও। কারণ ২৩ রানে আট উইকেট শিকারের দিন এতোটাই ভয়ঙ্কর ছিলেন রাজা।

লিস্ট এ তে বাংলাদেশি বোলারদের মাঝে এতোদিন সেরা বোলিং পরিসংখ্যান ছিলো ইয়াসিন আরাফাত মিশুর।  ২০১৮ সালে গাজী গ্রুপের হয়ে আবাহনীর বিপক্ষে ৪০ রানে নিয়েছিলেন ৮ উইকেট।

তিনে আছেন আব্দুর রাজ্জাক। বাঁহাতি এই স্পিন কিংবদন্তি ২০০৪ সালে জিম্বাবুয়ে ‘এ’ দলের বিপক্ষে ১৭ রানে শিকার করেন ৭ উইকেট।

চলতি ডিপিএলেই ২০ রানে সাত উইকেট শিকার করা আবু হায়দার রনি আছে লিস্টের চারে।

;

টানা দ্বিতীয়বার ফেড কাপের ফাইনালে মোহামেডান



স্পোর্টস ডেস্ক, বার্তা ২৪
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

ফেডারেশন কাপের ফাইনালে পৌঁছে গেছে বর্তমান চ্যাম্পিয়ন মোহামেডান। সেমিফাইনালে বাংলাদেশ পুলিশের বিপক্ষে পিছিয়ে পড়েও প্রত্যাবর্তনের গল্প লিখে ২-১ গোলের জয়ে টানা দ্বিতীয়বার ফেডারেশন কাপের ফাইনাল নিশ্চিত করেছে তারা।

আজ (মঙ্গলবার) মুন্সীগঞ্জের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে প্রথমার্ধে অনেকটা সেয়ানে-সেয়ানে লড়াই করে দুই দল। একের পর আক্রমণ গড়েও মোহামেডান পুলিশের গোলমুখ উন্মুক্ত করতে পারেনি। অন্যদিকে এই অর্ধে যে কয়টি সুযোগ এসেছিল তা লুফে নিতে না পারার আক্ষেপ ছিল পুলিশের।

তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই সে আক্ষেপ ঘুচে যায় তাদের। বিরতির পর খেলা শুরু হতেই মোহামেডান বক্সে পুলিশের হানা। ৪৬ মিনিটে মুরিওর ফ্রি কিকে হেড করেন উখমাতোভ, পোস্টে লেগে বল প্রবেশ করে জালে। মোহামেডান গোলকিপার সুজন তা ঠেকাতে পারেননি।

পিছিয়ে পড়ার দ্বিগুণ উদ্যমে আক্রমণ শানায় মোহামেডান। ৬৮ মিনিটে ইমানুয়েল সানডে জাল খুঁজে পেলে হাঁফ ছেড়ে বাঁচে মোহামেডান। বক্সের ভেতর সুলেমান দিয়াবাতের শট ব্লক হওয়ার পর ফিরতি শটে গোল পেয়ে যান সানডে।

৭৯ মিনিটে জয়সূচক গোলটাও পেয়ে যায় মোহামেডান। এ যাত্রায় গোলের কারিগর বনে যান সানডে। তার ক্রসে মাথা ছুঁইয়ে মোহামেডানকে আনন্দে ভাসান শাহরিয়ার ইমন।

আগামী ১৪ মে দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে গতবারের রানার্স-আপ আবাহনী ও বসুন্ধরা কিংস।

;