জেতার জেদে জিম্বাবুয়েও!

  • স্পোর্টস এডিটর, বার্তাটোয়েন্টিফোর.কম
  • |
  • Font increase
  • Font Decrease

অনুশীলনের ফাঁকে হ্যামিল্টন মাসাকাদজারা- ছবি: জিম্বাবুয়ে ক্রিকেট

অনুশীলনের ফাঁকে হ্যামিল্টন মাসাকাদজারা- ছবি: জিম্বাবুয়ে ক্রিকেট

ঠিক যাকে বলে ভাঙাচোরা অবস্থায় থাকা। একমাত্র ম্যাচের টেস্ট সিরিজ এবং তিনজাতি টি-টোয়েন্টি সিরিজে আফগানিস্তানের কাছে হারের পর বাংলাদেশ ক্রিকেট দল এখন টলটলায়মান অবস্থায় আছে। দলের আত্মবিশ্বাস প্রায় তলানিতে গিয়ে ঠেকেছে। আফগানিস্তানের স্পিন বিষ সঙ্গে ব্যাটিং ধামাকা-এই দুইয়ের সম্মিলিত ‘প্রহারে’ কাহিল বাংলাদেশ ক্রিকেট!

জিম্বাবুয়ের বিপক্ষে তিনজাতি টি-টোয়েন্টি সিরিজের চট্টগ্রাম পর্ব মোকাবেলার আগে বাংলাদেশ ক্রিকেট দল এখন নাজুক পরিস্থিতিতে দাড়িয়ে। ধাক্কা খেলেই পাহাড় থেকে গড়িয়ে পড়ে যাওয়ার পরিস্থিতি আর কি!

১৮ সেপ্টেম্বর, বুধবার সন্ধ্যায় চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশকে তেমন একটা ধাক্কা দিতেই ছক সাজাচ্ছে জিম্বাবুয়ে। সিরিজে এখন পর্যন্ত অবশ্য জিম্বাবুয়ে কোন ম্যাচ জেতেনি। ঢাকা পর্বে দুই ম্যাচের দুটোতেই হেরেছে। বুধবার রাতের ম্যাচে হারলে শেষ ম্যাচটা তাদের সামনে নেহাৎ আনুষ্ঠানিকতার অন্য নাম হবে। তাই বাংলাদেশকে ‘ধাক্কা’ দিতে গিয়ে নিজেরাই যাতে আবার ‘বিদায়ের ধাক্কা’ না খায়- সেই দুঃশ্চিন্তাও বেশ মাথায় থাকছে জিম্বাবুয়ের!

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর সকালে অনুশীলনের পর দলের সেই পরিকল্পনা এবং সঙ্গে দুঃশ্চিন্তার কথা বলছিলেন জিম্বাবুয়ের অলরাউন্ডার শন উইলিয়ামস-‘নিজেদের কাজ কিভাবে করতে হবে সেদিকেই এখন আমাদের মনোযোগ বেশি। তবে ভালই জানি বাংলাদেশও এখন ভাল চাপে আছে। আমাদের দল নিজেদের বেসিক ক্রিকেটের ওপরই বেশি ফোকাস দিচ্ছে। পরের দুটোই ম্যাচই আমাদের জন্য মাস্ট উইন ম্যাচ। মাঠের খেলা যদি আমরা সঠিক সিদ্ধান্ত নিতে পারি তাহলে এই দুই ম্যাচে ভাল কিছু করা সম্ভব। সুযোগ কিন্তু এখনো আমাদের আছে। তবে বাস্তবতাও মানছি আমরা, বাংলাদেশ খুব শক্তিশালী দল। টি-টোয়েন্টি ক্রিকেটে আসলে যে কোন সময় যে কোন কিছু ঘটতে পারে। বাংলাদেশের এই দলে সাকিব, মাহমুদউল্লাহ, মুশফিকের মতো ভাল ক্রিকেটার আছে। সামনের কোন খেলাকে হালকা ভাবে নেয়ার সুযোগ নেই আমাদের। তবে সবার আগে নিজেদের খেলার ওপরই বেশি নজর দিচ্ছি। ভুল যাতে কম হয় সেই চেষ্টাই থাকবে।’

টানা দুই ম্যাচ হেরে পয়েন্টের ঘরে এখনো শূন্য জিম্বাবুয়ে। ফাইনালে খেলতে হলে তাদের সামনের দুটো ম্যাচে অবশ্যই জিততে হবে। তারপর অপেক্ষায় থাকতে হবে যেন আফগানিস্তান যেন তাদের শেষ ম্যাচে বাংলাদেশকে হারায়। অনেক যদি কিন্তু এবং তবে’র ওপর নির্ভর এখন জিম্বাবুয়ের ফাইনালে উঠার সম্ভাবনা।

পথ কঠিন। কিন্তু সেটাকে অসম্ভব মানতে নারাজ শন উইলিয়ামস-‘ফাইনালে আমরা খেলতে পারি এই বিশ্বাসটা সবসময় আছে আমার। প্রতিপক্ষের তুলনায় যদি আমরা ভাল ক্রিকেট খেলতে পারি তাহলেই আমাদের সম্ভাবনা- সুযোগ থাকছেই! কোন কিছুই অসম্ভব না। সেই লক্ষ্য নিয়েই আমাদের সামনে বাড়তে হবে এবং নিজেদের সেরাটা খেলতে হবে।’

জেতার জেদ ভালই দেখাচ্ছে তাহলে জিম্বাবুয়ে!