সৈয়দ আশরাফের অপূর্ণ স্বপ্ন পূরণ করতে চান তার ছোট ভাই



উবায়দুল হক, ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, ময়মনসিংহ, বার্তা২৪.কম
সৈয়দ আশরাফ এবং তার ভাই সৈয়দ শাফায়েতুল ইসলাম। ছবি: সংগৃহীত

সৈয়দ আশরাফ এবং তার ভাই সৈয়দ শাফায়েতুল ইসলাম। ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

আওয়ামী লীগের দুইবারের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের মৃত্যুতে শূন্য হওয়া কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনে উপ-নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে। আর এরপর থেকে এই আসনটিতে কে হচ্ছেন ক্ষমতাসীন দলটির প্রার্থী তা নিয়ে চলছে তুমুল জল্পনা।

মুজিব নগর সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি প্রয়াত শহীদ সৈয়দ নজরুল ইসলামের উত্তরাধিকারদের মধ্যে থেকেই আসনটিতে প্রার্থী মনোনয়ন দিতে পারে আওয়ামী লীগ। তবে এক্ষেত্রে সর্বাধিক আলোচনায় রয়েছেন প্রয়াত সৈয়দ আশরাফুল ইসলামের ছোট ভাই মেজর জেনারেল (অব.) সৈয়দ শাফায়েতুল ইসলাম।

১৯৭০ সাল থেকেই বাবা এবং পরবর্তীতে বড় ভাইয়ের নির্বাচনী ব্যবস্থাপনা ও পরিচালনার বাস্তব অভিজ্ঞতার কারণেই সৈয়দ আশরাফের জায়গায় তাকে নিয়ে ভাবনা-চিন্তা করছেন দলটির নেতা-কর্মীরা। ১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামরিক সচিবের দায়িত্ব পালন করেন সৈয়দ শাফায়েতুল। চৌকস এবং বিচক্ষণ সাবেক সেনা কর্মকর্তা হিসেবে এখনো বাহিনীতে সুনাম রয়েছে তার।

বড় ভাই সৈয়দ আশরাফুল ইসলামের স্থলাভিষিক্ত হতে দলীয় মনোনয়ন চাইবেন কিনা এমন প্রশ্নের জবাবে সৈয়দ শাফায়েতুল ইসলাম বার্তা২৪.কমকে বলেন, ‘নেত্রী সুযোগ দিলে অবশ্যই মানুষের সেবা করব। কিশোরগঞ্জ সদর ও হোসেনপুরে সৈয়দ আশরাফের অপূর্ণ স্বপ্ন পূরণ করতে সর্বোচ্চ চেষ্টা করে যাবো।’

এদিকে কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসন থেকে ৫ বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন প্রয়াত সৈয়দ আশরাফুল ইসলাম। নিজের জীবদ্দশায় এখানকার রাজনীতিতে তিনিই ছিলেন শেষ কথা।

ফুসফুস ক্যানসারে আক্রান্ত হয়ে থাইল্যান্ডের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থাতেই একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চমবারের মতো আসনটি থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন তিনি। গত ৩ জানুয়ারি সেখানে চিকিৎসাধীন অবস্থাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন দেশবরেণ্য এই রাজনীতিক।

সূত্র মতে, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে সৈয়দ আশরাফুল ইসলামের পাশাপাশি বিকল্প প্রার্থী হিসেবে কৃষিবিদ মশিউর রহমান হুমায়ুনকে মনোনয়ন দেওয়া হয়। ওই সময় তার সহোদর দুই ভাই সৈয়দ মঞ্জুরুল ইসলাম ও সৈয়দ শাফায়েতুল ইসলামও মনোনয়ন চেয়েছিলেন।

পরবর্তীতে সৈয়দ আশরাফুল ইসলামকে ভোটযুদ্ধে জয়ী করতে দুই ভাই ও পরিবারের অন্য সদস্যরা ঐক্যবদ্ধভাবে আদাজল খেয়ে মাঠে নেমে পড়েন। সৈয়দ মঞ্জুরুল ইসলাম নির্বাচনের জন্য দেশে আসলেও সৈয়দ আশরাফের কুলখানি শেষে তিনি বিদেশ চলে গেছেন।

যুক্তরাজ্যে বড় হওয়া সৈয়দ আশরাফের একমাত্র কন্যা সৈয়দ রিমা ইসলামকেও দেশ বরেণ্য পিতার উত্তরসূরি হিসেবে ভাবনা-চিন্তা চলছিল। তবে রাজনীতিবিমুখ রিমা আরও সপ্তাহ দেড়েক আগেই কর্মস্থলে ফিরে গেছেন। ফলে শেষ পর্যন্ত সৈয়দ নজরুলের পরিবার থেকে অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সৈয়দ শাফায়েতুল ইসলামকেই দলীয় প্রার্থী করা হতে পারে বলে জোর আলোচনা চলছে।

প্রয়াত সৈয়দ আশরাফুল ইসলামের পারিবারিক সূত্র জানায়, রাজনৈতিক পরিমণ্ডলে বেড়ে ওঠা সৈয়দ শাফায়েতুল ইসলাম ১৯৭০ সালে বাবা সৈয়দ নজরুল ইসলামের নির্বাচনের ব্যবস্থাপনার দায়িত্ব পালন করেন। ২০০২ সাল থেকে তিনি ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। তার স্ত্রী সৈয়দা নাজমা ইসলাম ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহ-সভাপতি।

সৈয়দ শাফায়েতুল ইসলাম ২০০৮ ও ২০১৪ সালের নির্বাচনে বড় ভাই সৈয়দ আশরাফুল ইসলামের নির্বাচন পরিচালনা কমিটির প্রধানের দায়িত্বে ছিলেন। ওই সময় থেকেই দলীয় নেতা-কর্মীদের সঙ্গে আন্তরিক সম্পর্ক গড়ে ওঠে তার।

আগামী ২৮ ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে কী ভাবছেন এমন প্রশ্নের জবাবে মঙ্গলবার (২২ জানুয়ারি) রাতে বার্তা২৪.কমকে সৈয়দ শাফায়েতুল ইসলাম বলেন, ‘কিশোরগঞ্জকে একটি আদর্শ জেলা হিসেবে গড়ে তোলার স্বপ্ন ছিল সৈয়দ আশরাফুল ইসলামের। এখানে একটি কারিগরি বিশ্ববিদ্যালয় করতে চেয়েছিলেন।’

তিনি বলেন, ‘নরসুন্দা নদীকে ঘিরে রাজধানী ঢাকার হাতিরঝিলের মতো নান্দনিক রূপে গড়ে তুলতে চেয়েছিলেন। এসব স্বপ্ন পূরণ করতে কাজ করতে চাই। তবে মনোনয়নের বিষয়ে নেত্রীর সিদ্ধান্তই চূড়ান্ত। নেত্রী বললে, প্রার্থী হব।’

 

   

সিলেটে কালবৈশাখী ঝড়ের তাণ্ডব, ব্যাপক ক্ষয়ক্ষতি



স্টাফ করেসপন্ডেন্ট বার্তা২৪.কম, সিলেট
ছবি: বার্তা ২৪

ছবি: বার্তা ২৪

  • Font increase
  • Font Decrease

সিলেটে সোমবার (৬ মে) সকাল সোয়া ৮টার দিকে সিলেটের বিভিন্ন এলাকায় আঘাত হানে কালবৈশাখী ঝড়। এতে বিভিন্ন স্থানে গাছ ভেঙে বৈদ্যুতিক তার ছিঁড়ে রাস্তাঘাটে পড়েছে। এছাড়াও ঘর-বাড়ির টিনের চাল উড়ে গেছে।

স্থায়ীদের সঙ্গে কথা বলে জানা যায়, সকাল সোয়া ৮টার দিকে হঠাৎ করে পুরো আকাশ অন্ধকারাচ্ছন্ন হয়ে আসে। মুহুর্তের মধ্যে সকালেই যেন রাত নেমে আসে। এর কিছুক্ষণ পরেই শুরু হয় বজ্রসহ কালবৈশাখী ঝড়।

জানা যায়, সিলেটের বিশ্বনাথ উপজেলার সদর ইউনিয়নের উত্তর ধর্মদা গ্রামে কালবৈশখী ঝড়ে বৈদ্যুতিক তারের উপর বড় একটি গাছ ভেঙে পড়ে।

এছাড়া ঝড়ের তাণ্ডবে বিভিন্ন এলাকায় কাচা ঘরবাড়ির ব্যাপক ক্ষতি হয়। অনেকের ঘরের টিনের চাল উড়ে গেছে। অনেক এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

এর আগে রোববার (৫ মে) সন্ধ্যার পর থেকে সিলেটের কানাইঘাট উপজেলার সদর, ৭নং দক্ষিণ বানীগ্রাম, ৮নং ঝিংগাবাড়ি ইউনিয়ন ও ৯নং রাজাগঞ্জ ইউনিয়নে কাল বৈশাখী ঝড়ের সাথে বজ্রবৃষ্টি ও শিলাবৃষ্টি শুরু হয়। এতে প্রচুর গাছপালা ক্ষতি সাধনের পাশাপাশি শিলা বৃষ্টির কারণে ফসলের ও ক্ষতির খবর পাওয়া গেছে। কালবৈশাখী ঝড়ে গাছপালা উপচে পড়ার কারণে কানাইঘাট গাজী বোরহান উদ্দিন সড়কের বিভিন্ন এলাকায় সন্ধ্যার পর থেকে যান চলাচল বন্ধ হয়ে যায়।

একইদিন সন্ধ্যায় ৭২ ঘণ্টায় সিলেটসহ সারাদেশে কালবৈশাখী ঝড়, শিলাবৃষ্টি ও বজ্রপাত হতে পারে বলে সতর্কতা জারি করে আবহাওয়া অধিদপ্তর। একইসঙ্গে সোমবার থেকে বৃষ্টিপাত বেড়ে তাপপ্রবাহ কমার বিষয়ও জানানো হয়।

এব্যাপারে কানাইঘাট সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আফসার উদ্দিন চৌধুরী বলেন, শিলাবৃষ্টিতে গাছপালা ও ঘরবাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আমার ইউনিয়নের অনেকের ঘরের টিনের চাল উড়ে গিয়েছে । শক্তিশালী ঝড়ে বিভিন্ন স্থানে বৈদ্যুতিক লাইনে গাছ পড়ে বিদ্যুৎ বিভ্রাটের সৃষ্টি হয়েছে।

এবিষয়ে সিলেট আবহাওয়া অফিসের আবহাওয়া পর্যবেক্ষক দীলিপ বৈষ্ণব বলেন, গতকাল রোববার সকাল ৬টা থেকে সোমবার সকাল ৬টা পর্যন্ত ২দশমিক ২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

তিনি বলেন, সোমবার সকাল ৬টার পর সিলেটে কালবৈশাখী ঝড়ের সঙ্গে প্রচুর বৃষ্টিপাত হয়েছে। সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত ২৮মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

;

স্ত্রীকে ভিডিও কলে রেখে আনসার সদস্যের আত্মহত্যা



ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চুয়াডাঙ্গা
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

চুয়াডাঙ্গায় স্ত্রীকে ভিডিও কলে রেখে আরিফুল ইসলাম (৩৫) নামে এক আনসার সদস্য গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। 

রোববার (৫ মে) রাত সাড়ে ১১টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার ডিঙ্গেদহ আনসার ব্যাটালিয়ন সদর দফতরের পাশেই একটি ভাড়া বাড়িতে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন চুয়াডাঙ্গা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ড্যান্ট সঞ্জয় চৌধুরি।

নিহত আরিফুল ইসলাম দিনাজপুর সদর উপজেলার জয়দেবপুর গ্রামের নুরুজ্জামানের ছেলে। তিনি চুয়াডাঙ্গা সদর উপজেলার ডিঙ্গেদহ আনসার ব্যাটালিয়ন সদর দফতরে সিপাহী হিসেবে কর্মরত ছিলেন।

তিনি বলেন, আনসার সদস্য আরিফুল ইসলাম সপরিবার নিয়ে সদর দফতরের পাশেই একটা বাড়িতে ভাড়া থাকতেন। গত বৃহস্পতিবার তিনি ছুটিতে সপরিবার বাড়িতে যান। ছুটি শেষে রোববার একাই ভাড়া বাসায় ফেরেন তিনি। আমরা প্রাথমিকভাবে জেনেছি, পারিবারিকভাবে কলহের জেরে স্ত্রীকে ভিডিও কলে রেখেই তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ সেকেন্দার আলী বলেন, স্ত্রীর সাথে অভিমান করে এক আনসার সদস্য আত্মহত্যা করেছেন। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

;

যাত্রাবাড়ীতে বাস-পিকআপ সংঘর্ষে নিহত ২



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

রাজধানীর যাত্রাবাড়ীর মাতুয়াইলে বাসের ধাক্কায় পিকআপ ভ্যানের চালকসহ ২ জন নিহত হয়েছেন। নিহতরা হলেন- বাবুল চিশতা (৪৫) ও অপরজনের নাম কবির হোসেন। তার বয়স আনুমানিক (৫০) বছর।

রোববার (৫ মে) দিবাগত রাত পৌনে তিনটার দিকে এ ঘটনা ঘটে। যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) আবু সায়েম জানান, মাতুয়াইল মা ও শিশু হাসপাতালের সামনের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে রাত পৌনে ২টার দিকে একটি পিকআপ ভ্যান ইউটার্ন নিচ্ছিল। তুহিন পরিবহনের একটি বাস তখন পিকআপ ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে পিকআপ ভ্যানটি দুমড়েমুচড়ে যায় এবং বাসটি পাশে খাদের পানিতে পড়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থল গিয়ে দেখা যায়, স্থানীয়রা পিকআপ ভ্যানের ভেতর থেকে মুমূর্ষু অবস্থায় দুজনকে বের করে রাস্তায় রাখেন। তখন তাদের হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

এসআই আারও জানান, দুর্ঘটনার সময় ওই বাসটিতেও কয়েকজন যাত্রী ছিলেন। তবে তারা সামান্য আহত হওয়ায় স্থানীয় হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে যে যার বাসায় চলে গেছেন। নিহত বাবুল চিশতি পিকআপ ভ্যানটির চালক। মরদেহ দুটি ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে।

নিহত বাবুল চিশতির স্ত্রী নার্গিস আক্তার জানান, শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার সামন্তশা গ্রামে বাবুলের বাড়ি। বাবার নাম আব্দুর রশিদ আকন। পরিবার নিয়ে যাত্রাবাড়ীর মৃধাবাড়ি এলাকায় থাকেন। ভাড়ায় পিকআপ ভ্যান চালাতেন তিনি। সোমরাত রাত ১টার দিকে বাসা থেকে বের হয়েছিলেন। বের হওয়ার সময় জানিয়েছিলেন, যাত্রাবাড়ী মাছের আড়তে যাবেন। সেখান থেকে পিকআপ ভ্যানে করে মাছ নিয়ে কোথাও যাওয়ার কথা ছিল তার।

;

দুপুরের মধ্যে ৮০ কিমি. বেগে বৃষ্টির আভাস



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

দেশের বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে তীব্র বেগে ঝড় বয়ে যেতে পারে বলে আশঙ্কা করছে আবহাওয়া অফিস। সেই সঙ্গে বজ্রসহ বৃষ্টিও হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

সোমবার (৬ মে) সকালে দেশের নদীবন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলসমূহের ওপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০-৮০ কি.মি. বেগে বৃষ্টি/বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

এছাড়া রংপুর এবং কক্সবাজার অঞ্চলসমূহের ওপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কি.মি. বেগে বৃষ্টি/বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা/ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে, আবহাওয়া অফিসের অপর এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায়, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও শিলাবৃষ্টিও হতে পারে। আগামী ৬ এবং ৭ মে এই বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে।

;