শ্যামা সুন্দরীকে নিয়ে রাজনীতি!



ফরহাদুজ্জামান ফারুক, ডিস্ট্রিক করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
শ্যামা সুন্দরী ক্যানেল। ছবি: বার্তা২৪.কম

শ্যামা সুন্দরী ক্যানেল। ছবি: বার্তা২৪.কম

  • Font increase
  • Font Decrease

রংপুর: শ্যামা সুন্দরী ক্যানেলটি রংপুর শহরের পয়ঃনিষ্কাশন সমস্যা দূর করতে এবং মশা-মাছি বাহিত ম্যালেরিয়া রোগের প্রাদুর্ভাব থেকে মুক্তি পেতেই খনন করা হয়েছিল। শহরের বুক চিরে ১৬ কিলোমিটার এলাকাজুড়ে এর বিস্তৃতি। ১৩৮ বছর আগে খনন হওয়া ঐতিহ্যবাহী শ্যামা সুন্দরী ক্যানেলটি এখন মরা।

এক সময় ঝকঝকে বালুতে ভরা শ্যামা সুন্দরী ক্যানেলে ছিল পানির স্রোত। ঝাঁকে ঝাঁকে মাছের ছুটোছুটি। ব্যাঙের গ্যাঙোর গ্যাং ডাক। কলা গাছের ভেলায় ভেসে বেড়ানো শিশুদের হৈ-হুল্লোড়। ছিল ক্যানেলের বুকে সাপের নিরাপদ আবাসন। বর্তমানে ক্যানেলজুড়ে এসবের কিছুই নেই।

এখন শ্যামা সুন্দরীর বুকে ভাসছে শুধুই আবর্জনার স্তুপ। দিন দিন ক্যানেলটি দখলবাজদের কবলে প্রস্থ সরু হচ্ছে। কমে আসছে দৈর্ঘ্য। ময়লা অপসারণসহ দীর্ঘ কয়েক বছর ধরে ক্যানেলটিতে ড্রেজিং না করায় বিষাক্ত পানির দুর্গন্ধে হাঁপিয়ে উঠেছে নগরবাসী। অন্যদিকে আবর্জনার ভাগাড়ে গড়ে উঠেছে মশা-মাছির নিরাপদ প্রজনন খামার।

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2018/Sep/03/1535968227211.jpg

পৌরসভা বিলুপ্ত হয়ে রংপুর সিটি করপোরেশন প্রতিষ্ঠার ৬ বছর পেরিয়ে গেলেও এখনো কোনো উন্নয়নের ছোঁয়া লাগেনি ঐতিহ্যবাহী শ্যামা সুন্দরী ক্যানেলে। ২০১২ সালে রংপুর সিটি করপোরেশনের প্রথম নির্বাচনে বিজয়ী মেয়র সরফুদ্দিন আহম্মেদ ঝন্টু নির্বাচনী প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ হয়েছিলেন।

এবার নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ক্যানেলটির সংস্কার কাজে হাতে দেবার কথা বর্তমান মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফার। কিন্তু এখনো কোনো কার্যক্রম শুরু হয়নি। গেল ছয় বছরে এই ক্যানেলের উন্নয়ন ও সংস্কারে রংপুর সিটি করপোরেশন কোনো ব্যবস্থা নেয়নি। এ কারণে শ্যামা সুন্দরীর এমন বেহাল দশা হয়েছে বলে অভিযোগ নগরবাসীর।

রংপুর মহানগরীর মুলাটোল পাকারমাথা এলাকার ওসমান গণি, মুন্সিপাড়ার বাবুল মিয়া, করণজাই রোড়ের দীনবন্ধুসহ বেশ কয়েকজনের সঙ্গে কথা হয় বার্তা২৪.কমের। তারা ক্ষুদ্ধ হয়ে জানান, বিভিন্ন নির্বাচনের সময় মেয়র প্রার্থীরা শ্যামা সুন্দরী ক্যানেল নিয়ে রাজনীতি করেন। উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে ভোট চান। কিন্তু শ্যামা সুন্দরী ক্যানেলে কাজ কখনোই শুরু হয় না। বর্তমানে আবর্জনার স্তুপে ক্যানেলটি ভরাট হচ্ছে। বাড়ছে মশা-মাছি।

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2018/Sep/03/1535968267587.jpg

এদিকে সুশাসনের জন্য নাগরিক (সুজন) রংপুর মহানগর সভাপতি অধ্যক্ষ ফখরুল আনাম বেঞ্জু বার্তা২৪.কমকে জানান, ঐতিহ্যবাহী শ্যামা সুন্দরী ক্যানেলটি রক্ষার জন্য জনসচেতনতা বাড়াতে হবে। এর টেকসই সংস্কার এখন সময়ের দাবি। নয়তো বিশাল এই নগরের পয়ঃনিষ্কাশন সমস্যা দূর করা দুষ্কর হবে।

এ ব্যাপারে রংপুর সিটি করপোরেশন মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা জানান, শ্যামা সুন্দরী ক্যানেলের উন্নয়নে ৬শ কোটি টাকা বরাদ্দ রেখে ২০১৮-২০১৯ অর্থবছরের বাজেট ঘোষণা করা হয়েছে। খুব শিগগিরই শ্যামা সুন্দরী ক্যানেলের প্রজেক্ট প্রোফাইল ও একটি বাস্তবসম্মত মাল্টিমিডিয়া প্রেজেন্টেশন প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরা হবে। এই ক্যানেলের বাস্তব সম্মত উন্নয়ন দৃশ্যমান হওয়ার সঙ্গে সঙ্গেই রংপুর মহানগরীর দৃশ্যপট বদলে যাবে।

   

এএফআইপি ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

ঢাকা সেনানিবাসে নবনির্মিত আর্মড ফোর্সেস ইনস্টিটিউট অব প্যাথলজি (এএফআইপি) ভবন উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার (৫ মে) সকাল সোয়া ১০টার দিকে ভবনটির উদ্বোধন করেন তিনি।

উদ্বোধন শেষে প্যাথলজি ঘুরে ঘুরে দেখেন। এর পর সকাল সাড়ে ১০টার দিকে ‘আর্মি সেন্ট্রাল অডিটোরিয়াম সেনা প্রাঙ্গণ’ ভবনের উদ্বোধন করেন তিনি।

;

‘দ্য বয়েজ’ সিরিজের নতুন সিজনের ট্রেইলার প্রকাশ



বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

বিশ্বব্যাপী দর্শকের কাছে সুপারহিরো জনরার মানেই ‘দ্য বয়েজ’ সিরিজ৷ আর ১০ টি সুপার হিরো সিনেমার মতো নয়- যেখানে শুধুমাত্র ভালো মনের আদর্শ মানুষরাই অসীম শক্তির সন্ধান পায়৷ সুপার হিরোরা যদি অসৎ হতো এবং তাদের মানবজাতি রক্ষা করা যদি কেনল ভনিতা হতো তখন কি হতো- সেই গল্পেই সুপারহিরো সিরিজ ‘দ্য বয়েজ’৷ ভিন্নধর্মী এই গল্পের জন্য এই সিরিজের জনপ্রিয়তা আকাশচুম্বী৷

বিখ্যাত এই টিভি সিরিজের সিজন ৪ নিয়ে হাজির হয়েছে অ্যামাজন প্রাইম। অফিশিয়াল ইউটিউব চ্যানেল প্রাইম ভিডিও থেকে ট্রেইলার প্রকাশ করা হয় শনিবার (৪মে)। জনপ্রিয় সিরিজটির গল্পে চমকপ্রদ নতুন মোড় নিয়ে ৪র্থ কিস্তি প্রকাশ করা হবে জুনের ১৩ তারিখ।

এই সিজনের ট্রেইলার ইতোমধ্যেই নেটিজেনদের কাছে লোমহর্ষক মনে হয়েছে৷ এই অবধি সবচেয়ে রক্তাক্ত সুপার হিরো সিরিজের তকমাও পেয়েছে৷ সুপারহিরোর বেশ ধরে হোমল্যান্ডার সাধারণ মানুষদের সামনে রক্ষকের ভং ধরে থাকতেন৷ অসাধারণ শক্তিধর একদল সুপারভিলেনদের সঙ্গে সাধারণ মানুষের ‘দ্য বয়েজ’ টিমের এই লড়াই কোনদিকে মোড় নেবে?

ট্রেইলারের এক অংশে দেখা যায় হোমল্যান্ডারের বুদ্ধিমত্তার কারণে জনগণ দু'টি ভিন্ন দলে বিভক্ত হয়ে যায়, তাদের মধ্যে দুর্ধর্ষ সংঘর্ষ হচ্ছে৷ লোক দেখানো সুপারহিরো টিম সেভেন এতদিন সবার আড়ালে স্বেচ্ছাচারিতায় মগ্ন থাকতেন৷ লোকসেবার আড়ালে ইচ্ছেমতো হত্যাকাণ্ড চালিয়ে সকলকে বোকা বানাতো৷ বয়েজের গত সিজনে তাদের এই সত্য সকলের সামনে আসতে শুরু করে৷ এক পক্ষের লোক তাই সেভেন এর বিরুদ্ধে যেতে শুরু করে৷ সেভেন টিমের লোকজনদের এই সিজনে দেখা যাবে আরও হিংস্র রূপে৷

ট্রেইলারে দেখা যায়, দলনেতা হোমল্যান্ডার এবার তার দলের সদস্যদের আরও উগ্র হওয়ার পরামর্শ দিচ্ছে- এতদিন তারা মানুষের সামনে যে ভালো হিরো সেজে থাকতো তার অবসান হবে৷ এবার থেকে তারা গড হিসেবে নিজেদের প্রকাশ ঘটাবে৷ সেই সাথেই দলের একেকজন সদস্য ইচ্ছেমতো মানুষকে আঘাত করতে শুরু করে।

তাছাড়া আরও ট্রেইলারের আরও এক বিশেষ দৃশ্য নজরে পড়েছে৷ সুপার পাওয়ারড মানুষের পাশাপাশি এবার ধ্বংসযজ্ঞ চালাচ্ছে সুপার পাওয়ারড পশুপাখিও৷ একে একে মানুষ হত্যা করে চলেছে অবাধে৷

নতুন কিছু সুপার পাওয়ার সমৃদ্ধ চরিত্রকেও দেখা যায় ট্রেইলারে৷ একশন এবং থ্রিলারে পরিপূর্ণ সিরিজটির জন্য অপেক্ষা করে আছে দর্শক৷ একসঙ্গে এতগুলো সমস্যার মুখোমুখি হতে হবে সিরিজের হিরো ‘দ্য বয়েজ’ দলের সদস্যদের৷ তারা কি পারবে একজোট হয়ে মানবজাতির রক্ষা করতে, জানতে হলে চোখ রাখতে হবে অ্যামাজন প্রাইমে৷

;

কুষ্টিয়ার দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, কুষ্টিয়া
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

কুষ্টিয়ার দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় জাহিদ হাসান (২৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

শনিবার (৪ মে) সন্ধ্যায় দৌলতপুর উপজেলার মথুরাপুর-প্রাগপুর সড়কের বাগোয়ান নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জাহিদ হাসান দৌলতপুর উপজেলার কোলদিয়াড় গ্রামের ক্লিকমোড় এলাকার বাসিন্দা। তিনি কোমল পানীয় (কোক,স্প্রাইট)'র ডেলিভারি ম্যান হিসেবে দায়িত্ব পালন করতেন।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে পুলিশ জানায়, সন্ধ্যায় দৌলতপুর উপজেলার মথুরাপুর-প্রাগপুর সড়কের বাগোয়ান নামক স্থানে হঠাৎ সড়কের ওপর উঠে আসা (বাথানের) গরুর পালকে সাইড দিতে গেলে শ্যালো ইঞ্জিন চালিত (পটাং) টি রাস্তার পাশে উল্টে পড়ে যায়। এসময় পটাং এ থাকা দুই ডেলিভারিম্যান গুরুত্বর আহত হন। স্থানীয়রা তাদেরকে আহত অবস্থায় উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে জাহিদ হাসানের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রাতে তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

;

সুন্দরবনে আগুন নেভানোর কাজ শুরু



ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, বাগেরহাট
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

বাগেরহাটের সুন্দরবন পূর্ব বনবিভাগের চাঁদপাই রেঞ্জের আমুরবুনিয়া টহল ফাঁড়ি-সংলগ্ন লতিফের ছিলা নামক এলাকায় লাগা আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে ফায়ার সার্ভিস।

রোববার (৫ মে) সকালে ঘটনাস্থলে পৌঁছে তারা আগুন নেভানোর কাজ শুরু করে। তবে এই আগুন নিয়ন্ত্রণ করতে কত সময় লাগবে তা জানাতে পারেননি ফায়ার সার্ভিস।

এর আগে, শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে পূর্ব সুন্দরবনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে শনিবার আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করতে পারেনি ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিস বলছে, ফায়ার ফাইটিংয়ের মেশিন ও যন্ত্রপাতি নিয়ে ঘটনাস্থলে পৌঁছানো যায়নি। এ ছাড়া যেখানে আগুন লেগেছে, সেখান থেকে পানির দূরত্ব প্রায় দুই কিলোমিটার। যে কারণে আগুন নির্বাপণের কাজ শুরু করতে পারেনি তারা।

ফায়ার সার্ভিসের মোংলার স্টেশন কর্মকর্তা মোহাম্মদ কায়মুজ্জামান জানান, রোববার সকালে আগুন নেভানোর কাজ শুরু করা হয়েছে।

এদিকে আগুন লাগার কারণ, কী পরিমাণ এলাকায় আগুন লেগেছে ও ক্ষয়ক্ষতি নিরুপণে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে বনবিভাগ। চাঁদপাই রেঞ্জের সহকারী বন সংরক্ষক রানা দেবকে কমিটির প্রধান করা হয়েছে। আগামী সাত কর্মদিবসের মধ্যে তদন্ত কমিটিকে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

;