মেহেরপুর: জেলার গাংনীতে পুলিশের অভিযানে বিএনপি-জামায়াতের স্থানীয় পর্যায়ের ২৩ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে ১৩টি বোমা ও ৬৫টি পটকা।
মঙ্গলবার (৫ আগস্ট) রাতে পাকুড়িয়া প্রাথমিক বিদ্যালয়ের পাশে গোপন বৈঠক করার সময় তাদেরকে গ্রেফতার করা হয়। বুধবার সকালে এ তথ্য জানিয়েছেন গাংনী থানার (ওসি) হরেন্দ্র নাথ সরকার।
বিজ্ঞাপন
ওসি হরেন্দ্র নাথ সরকার জানান, ধানখোলা ইউনিয়নের পাকুড়িয়া প্রাথমিক বিদ্যালয়ের পাশের মাঠে নাশকতার উদ্দেশে বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা গোপন বৈঠক করছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় পুলিশ। সেখান থেকে এ উপজেলার বিভিন্ন গ্রাম পর্যায়ের বিএনপি-জামায়াতের ২৩ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়। ঘটনাস্থল থেকে ১৩টি বোমা ও ৬৫টি পটকা উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে গাংনী থানায় নাশকতার মামলা দায়ের করা হয়েছে। তাদেরকে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।
এ প্রসঙ্গে গাংনী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলু জানান, যাদেরকে গ্রেফতার দেখানো হয়েছে তারা সকলেই নিরপরাধ। ঘুমন্ত অবস্থায় নিজ নিজ বাড়ি থেকে ডেকে নিয়ে মিথ্যা নাশকতার মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। তাদের নিঃশর্ত মুক্তি দাবি করেন তিনি।
চট্টগ্রাম, সিলেট, রাজশাহী ও খুলনায় নতুন বিভাগীয় কমিশনার নিয়োগ দিয়েছে সরকার।
মঙ্গলবার (২৬ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপন সূত্রে জানা যায়, চট্টগ্রাম বিভাগে স্বাস্থ্য সেবা বিভাগে সংযুক্ত অতিরিক্ত সচিব ড. মো. জিয়াউদ্দীন, সিলেট বিভাগে অতিরিক্ত সচিব খান মো. রেজা-উন-নবী, খুলনা বিভাগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা বিভাগে সংযুক্ত অতিরিক্ত সচিব ফিরোজ সরকার এবং রাজশাহী বিভাগে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অতিরিক্ত সচিব খোন্দকার আজিম আহমেদকে বিভাগীয় কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে।
ফেনীর স্মরণকালের ভয়াবহ বন্যার প্রভাব পড়েছে দাগনভূঞা উপজেলার কৃষিতে। যদিও বন্যার পানি নেমে যাওয়ার পর দেরিতে হলেও জমিতে রোপা আমন চাষ করে ক্ষতি কিছুটা পুষিয়ে নেওয়ার চেষ্টা করছেন কৃষকরা। তবে উপজেলা কৃষি বিভাগের তথ্যমতে, এবারের মৌসুমে উপজেলা রোপা আমন চাষের লক্ষ্যমাত্রার মাত্র ১০ ভাগ পূরণ হয়েছে। উপজেলার ৮ হাজার ৫০০ হেক্টর জমিতে আমন আবাদের লক্ষ্যমাত্রা থাকলেও বন্যার কারণে কেবল ৮০০ হেক্টর জমিতে আমন আবাদ করা হয়েছে।
সরেজমিনে উপজেলার রাজাপুর ইউনিয়নে গিয়ে দেখা যায়, কৃষকরা জমি ধানের পরিচর্যা ব্যস্ত সময় পার করছে। বন্যা পরবর্তী ক্ষতি পুষিয়ে নিতে প্রায় ৭ হেক্টর জমিতে রোপা আমনের আবাদ করেছে কৃষকরা। কৃষক মহিন উদ্দিন ৩০৬ শতক, একরাম উদ্দিনের ১৩২ শতক, ইদ্রিস ১২০ শতক, আবদুর ছোবহান ৭২ শতক, মীর আহাম্মদ ৬০ শতক, বিবি মরিয়ম ৬০ শতক, আবু ইউছুফ ৬৫ শতক, নূরুল আমীন বাচ্চু ৫৫ শতক জয়নাল আবেদীন ৫০ শতক সানোয়ারা বেগম ৪৮, বিষ্ণু চন্দ্র ভৌমিক ৩৬ শতক ও কালন ৩০ শতক জমিতে ব্রি ধান ৯৫, ৪৯ ও ৮৭ জাতের ধান আবাদ করেছে।
কৃষকরা জানান, বন্যায় জমির ধানগাছ নষ্ট হয়ে গেছে। বন্যার পানি নেমে গেলে ধানের চারাগুলোতে সার কীটনাশক দিয়েও লাভ হয়নি। পরবর্তীতে উপজেলা কৃষি অফিসের সহযোগিতায় ধানের চারা পেয়ে কিছুটা ক্ষতি পুষিয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন তারা।
স্থানীয় কৃষক মীর আহাম্মদ জানান, প্রতি বছর ২০০ শতাংশ জমিতে আমন ধানের আবাদ করি। বন্যার কারণে বেশির ভাগ জমিই খালি রয়েছে। এ মৌসুমে ঘরের খোরাকি কীভাবে মেটাব সেটিই চিন্তা করছি। এবারের বন্যায় ভয়াবহ ক্ষতি হয়েছে।
আবু ইউছুফ নামে আরেকজন বলেন, বন্যা পরবর্তী কৃষিখাতে এ বছর যে ক্ষতি হয়েছে তা ভাষায় প্রকাশ করার মত না। আমরা কৃষিকাজ করেই সংসার চালাই। সবকিছুই নষ্ট হয়ে গেছে। বন্যা পরবর্তী ক্ষতি পুষিয়ে নিতে ৬৫ শতক জমিতে ধানের চারা রোপণ করেছি। যা দিয়ে কোনোভাবে নিজে খেতে পারব।
কৃষি অফিসের দেয়া তথ্যমতে, দাগনভূঞা উপজেলায় এবারের ভয়াবহ বন্যায় কৃষি বিভাগের ১৫ কোটি ৪৪ লাখ ৯ হাজার ৮৫০ টাকার ক্ষতি হয়েছে। প্লাবিত হয়েছে ৯৩৪ হেক্টর ফসলি জমি। ক্ষতিগ্রস্ত হয়েছে উপজেলার ১০ হাজার ৩৫৩ জন কৃষক।
ক্ষতিগ্রস্তদের মধ্যে আউশ আবাদ করেছিলেন ৯২০ জন কৃষক, আমন বীজতলা করেছেন ৭ হাজার ৫৪৩ জন, আমন আবাদ ৬৫০ জন, শরৎকালীন সবজি ১ হাজার ১৮৫ জন, ফলবাগান ৪৫ জন ও আদা চাষ করেছেন ১০ জন কৃষক।
উপসহকারী কৃষি কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন বলেন, বন্যা পরবর্তী কৃষকরা ক্ষতি পুষিয়ে ঘুরে দাঁড়ানো জন্য উপজেলা কৃষি অফিস থেকে ধানের চারা বিতরণ করা হয়েছে। স্বল্প মেয়াদি ব্রি ধান ৯৫ জাত রোপণের ১২০ দিন পর ফসল ঘরে তোলা যায়। আগামী ১৫-২০ দিনের মধ্যে ধান কর্তন করা যাবে। মাঠে গিয়ে কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হচ্ছে।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. মহিউদ্দিন মজুমদার বলেন, বন্যায় কৃষকদের অপূরণীয় ক্ষতি হয়েছে। বিভিন্ন জায়গায় থেকে ধানের চারা সংগ্রহ করে কৃষকদের মাঝে বিতরণ করা হয়েছে। প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে শীতকালীন সবজি বীজ, ধা
পটুয়াখালীর কলাপাড়ায় নিজামপুর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ২৫ হাজার ৫০০ পিস ইয়াবা জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড নিজামপুর স্টেশন।
বুধবার (২৬ নভেম্বর) দুপুরে কোস্ট গার্ড সদর দফতরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান।
এ বিষয়ে তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল মঙ্গলবার (২৬নভেম্বর) রাত ৩টার দিকে বাংলাদেশ কোষ্ট গার্ড দক্ষিণ জোন অধীনস্থ বিসিজি স্টেশন নিজামপুর এর সদস্যরা মহিপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডে একটি অভিযান পরিচালনা করে। এসময় ব্যাগ হাতে দারিয়ে থাকা একজন ব্যক্তির গতিবিধি সন্দেহজনক মনে হলে তাকে কাছে আসতে বলা হয়। কিন্তু কাছে না এসে ব্যাগ ফেলে পার্শ্ববর্তী ঘন বসতির মধ্যে পালিয়ে যায়। পরবর্তীতে ফেলে যাওয়া ব্যাগের মধ্যে ২৫ হাজার ৫ শত পিচ ইয়াবা পাওয়া যায়।
লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি বলেন, জব্দকৃত ইয়াবার পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মহিপুর থানায় হস্তান্তর করা হয়।
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, জব্দকৃত ইয়াবা থানার মালখানায় সংরক্ষিত রয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানার লালদিঘী এলাকায় চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মুক্তির দাবিতে বিক্ষোভরতদের হামলায় সাইফুল ইসলাম আলিফ নামে এক আইনজীবী নিহত হয়েছেন। তার মাথায় কোপানো হয়।
মঙ্গলবার (২৬ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে আদালত ভবনের প্রবেশমুখে রঙ্গম কনভেনশন হলের সামনে এই ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় আলিফকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
চমেক হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক নিবেদিতা ঘোষ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন আহত ৭ জনকে হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে একজন মারা গেছেন। এছাড়া হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন শ্রীবাস দাশ, শারকু দাশ, ছোটন, সুজিত ঘোষ, উৎপল ও এনামুল হক।
এর আগে শুনানির পর জামিন না মঞ্জুর হলে মঙ্গলবার বেলা ১২টা ২০ মিনিটে চিন্ময়কে পুলিশের প্রিজনভ্যান তোলা হয়। তখন তার সমর্থকরা প্রিজন ভ্যানটির ঘেরাও করে আটকে রাখেন। আদালত চত্বর থেকে বের হওয়ার সড়কটিতে পুরাতন পিকআপ ভ্যান দিয়ে পথ রোধ করা হয়। পুলিশ তাদের অনুরোধ করে ও বুঝিয়ে সরিয়ে দিতে চাইলেও তারা পথ অবরোধ করে রাখেন। পুলিশের প্রিজন ভ্যানটির চাকা পাংচার করে দেওয়া হয়। এরপর বেলা ২টা ৫০ মিনিটে সাউন্ড গ্রেনেড ফাটিয়ে এবং লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেওয়া হয়। পরে চিন্ময় কৃষ্ণ দাসকে পুলিশের একটি পিকআপে করে কারাগারের নিয়ে যাওয়া হয়। ছত্রভঙ্গ হয়ে যাওয়া ইসকন সমর্থকেরা আদালত এলাকার ত্যাগ করার সময় মোটরসাইকেল, গাড়ি ও আদালত মসজিদ মার্কেটের নিচতলায় চেম্বারকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়ে। তাদের ইট পাটকেলের আঘাতে কয়েক জন আহত হয়েছেন। লালদীঘি চত্বরের নাসির উদ্দিন নামে একজন পিঠা ব্যবসায়ীর মাথা ফেটে যায়। এ সময় সাইফুল ইসলাম আলিফকে কোপানো হয়। ইসকন সমর্থকদের রামদা, লাঠিসোঁটা হাতে দেখা গেছে।
শেষ খবর পাওয়া পর্যন্ত, সনাতনী ধর্মাবলম্বীরা নগরের নিউমার্কেট মোড়ে অবস্থান নিয়েছেন। অপরদিকে, ‘নারায়ে তাকবীর, আল্লাহু আকবর' স্লোগান দিয়ে তরুণ-যুবকদের একটি দল মিছিল নিয়ে নিউ মার্কেট মোড়ে অবস্থান নিয়েছে।