‘রায়ের কপি হাতে পাইনি, পেলে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে’

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

আইনমন্ত্রী আনিসুল হক। ছবি: বার্তা২৪.কম

আইনমন্ত্রী আনিসুল হক। ছবি: বার্তা২৪.কম

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, ‘২০০৪ সালে আওয়ামী লীগের সমাবেশে হামলার ঘটনা যদি সত্যি হয়, তাহলে আদালত থেকে দেয়া রায়ও সঠিক।’

শুক্রবার (১২ অক্টোবর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার বিভিন্ন এলাকায় নির্বাচনী গণসংযোগ করার সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

বিজ্ঞাপন

এ সময় মন্ত্রী আরও বলেন, ‘রায়ের কপি আমরা এখনো হাতে পাইনি। কপি হাতে পাওয়ার পর রায় বিশ্লেষণ করে পরবর্তী পদক্ষেপেরে বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে। ইতোমধ্যে মামলা বিচারিক আদালতে শেষ হয়েছে। কোর্টের রায় কার্যকর করার দায়িত্ব আমাদের সবার। রায় কার্যকর করতে আমরা অবশ্যই চেষ্টা করব।’

বিএনপি সম্পর্কে মন্ত্রী বলেন, ‘বিএনপি এখন রাজনৈতিক দেউলিয়ায় পরিণত হয়েছে। তাদের কোনো কর্মসূচিতে এখন আর জনগণ সারা দিচ্ছে না।’

নির্বাচনকালীন সরকারের বিষয়ে তিনি বলেন, ‘নির্বাচনকালীন সরকার সম্পর্কে আমরা কেউ কিছু জানি না। একমাত্র প্রধানমন্ত্রীই এই বিষয়ে বলতে পারবেন।’

বিজ্ঞাপন

গণসংযোগ করার সময় মন্ত্রীর সঙ্গে আখাউড়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শামছুজ্জামান, পৌর মেয়র তাকজিল খলিফা কাজল, আখাউড়া উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক জয়নাল আবেদিন, যুগ্ম আহ্বায়ক সেলিম ভূঁইয়া ও আইনমন্ত্রীর এপিএস রাশেদুল কাউছার জীবন উপস্থিত ছিলেন।

পরে বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার কসবায় উপজেলা সাব রেজিস্ট্রার অফিস চত্বরে নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন আইনমন্ত্রী।