ছয়দিন বন্ধের কবলে আখাউড়া স্থলবন্দর

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছয়দিন বন্ধের কবলে আখাউড়া স্থলবন্দর। ছবি: বার্তা২৪.কম

ছয়দিন বন্ধের কবলে আখাউড়া স্থলবন্দর। ছবি: বার্তা২৪.কম

হিন্দু ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষে ৬ দিনের বন্ধের কবলে পড়েছে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর। এ সময় বন্দর দিয়ে সব ধরনের আমদানি রফতানি বন্ধ থাকবে। তবে বন্ধের সময়ে দুই দেশের যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।

সোমবার (১৫ অক্টোবর) সকাল থেকে ২০ অক্টোবর শনিবার পর্যন্ত বন্দর দিয়ে সব ধরনের পণ্য আমদানি রফতানি কার্যক্রম বন্ধ থাকবে। ২১ অক্টোবর রোববার সকাল থেকে যথারীতি বন্দর দিয়ে সব ধরনের আমদানি রফতানি চালু হবে।

বিজ্ঞাপন

আখাউড়া স্থলবন্দরের আমদানি রফতানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম জানান, হিন্দু ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব দুর্গাপূজাকে সামনে রখে দুই দেশের ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে বন্দরের আমদানি রফতানি ৬ দিনের জন্য বন্ধ রাখা হয়েছে। এ সময় স্থলবন্দর দিয়ে আমদানি রফতানি কার্যক্রম বন্ধ থাকলেও দু’দেশের বৈধ পাসপোর্ট-ভিসাধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।