ঐক্যফ্রন্টকে সমাবেশের অনুমতি না দেয়ায় হাইকোর্টে রিট

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

 

সিলেটে ২৪ অক্টোবর সমাবেশ আহ্বান করে জাতীয় ঐক্যফ্রন্ট। সিলেট প্রশাসনের কাছে আবেদন করেও অনুমতি পায়নি।

বিজ্ঞাপন

জাতীয় ঐক্যফ্রন্টকে সমাবেশের অনুমতি না দেয়ায় হাইকোর্টে রিট করেছেন সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ।

রোববার (২১ অক্টোবর) দুপুরে হাইকোর্টে মঈনুল ইসলামের বেঞ্চে জাতীয় ঐক্যফ্রন্টের পক্ষে এই রিট দায়ের করেন তিনি।

বিজ্ঞাপন

জাতীয় ঐক্যফ্রন্টের অন্যতম নেতা ও গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন রিটের শুনানিতে অংশ নেন।

সোমবার রিটের শুনানির দিন ধার্য করেছেন আদালত।

দলীয় সূত্রে জানা গেছে, জাতীয় ঐক্যফ্রন্ট নেতা সিনিয়র অ্যাডভোকেট সুব্রত চৌধুরী সিলেটে সমাবেশের অনুমতি কেন দেয়া হবে না জানতে চেয়ে স্বরাষ্ট্রসচিব, আইজিপি এবং সিলেটের বিভাগীয় কমিশনার বরাবর আইনি নোটিশ পাঠিয়েছেন। ২৪ ঘণ্টার মধ্যে জবাব দিতে বলা হয়েছে এই নোটিশের।