শান্তি রক্ষা মিশনে ৭১৬০ জন বাংলাদেশি সদস্য কর্মরত: আইনমন্ত্রী

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বিশ্বের ১০টি দেশের শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশের বিভিন্ন বাহিনীর ৭ হাজার ১৬০জন সদস্য জাতিসংঘের শান্তি মিশনে কর্মরত রয়েছে বলে জানিয়েছেন সংসদ কার্যে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত আইনমন্ত্রী আনিসুল হক।

তিনি বলেন, শান্তি রক্ষায় দায়িত্বপালন করা সদস্যদের মধ্যে সেনাবাহিনীর ৫ হাজার ৫০১জন, নৌবাহিনীর ৩৪৬জন, বিমানবাহিনীর ৪৯৯ জন এবং পুলিশ বাহিনীর ৮১৪জন রয়েছেন।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৩ অক্টোবর) টেবিলে উত্থাপিত সরকার দলীয় এমপি নিজাম উদ্দিন হাজারীর এক লিখিত প্রশ্নের জবাবে আইনমন্ত্রী আনিসুল হক এসব কথা বলেন। এর আগে বিকালে স্পিকার ড. শিরিন শারমীন চৌধুরীর সভাপতিত্বে বিকালে দশম জাতীয় সংসদের সমাপনী এ অধিবেশন শুরু হয়।

সংসদকার্যে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত আইনমন্ত্রী আনিসুল হক বলেন, বর্তমানে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীতে ১০টি দেশের বাংলাদেশের সশস্ত্র বাহিনীর এবং পুলিশ বাহিনীসহ মোট ৭ হাজার ১৬০ জন সদস্য কর্মরত রয়েছে। দেশগুলো হচ্ছে, ডিআর কঙ্গো, লেবানন, দক্ষিণ সুদান, সুদান (দারফুর), পশ্চিম সাহারা, মালি,সেন্ট্রাল অফ্রিকান রিপাবলিক, হাইতি, ইউএসএ (নিউ ইর্য়ক) ও সাইপ্রাস।

বিজ্ঞাপন