বঙ্গবন্ধু হত্যা ও জেল হত্যা একই সূত্রে গাঁথা : বিমানমন্ত্রী

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট বার্তা২৪,কম
  • |
  • Font increase
  • Font Decrease

লক্ষ্মীপুরের বিমানমন্ত্রী

লক্ষ্মীপুরের বিমানমন্ত্রী

লক্ষ্মীপুর থেকে: বিমান পরিবহণ ও পর্যটনমন্ত্রী এ কে এম শাহজাহান কামাল বলেছেন, যারা ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বপরিবারে নির্মমভাবে হত্যা করেছিল। তারাই জেলহত্যার মূল হোতা। মূলত বঙ্গবন্ধু হত্যা ও জেল হত্যা একই সূত্রে গাঁথা। দেশকে নেতৃত্ব শূন্য করে মুক্তিযুদ্ধের চেতনাকে চিরতরে বিলীন করে দেওয়াই ছিল ঘাতকদের লক্ষ্য। জিয়াউর রহমান, খন্দকার মুশতাক, কর্ণেল রশিদ, ফারুক, ডালিম ও  শাহরিয়ার এসব হত্যাকাণ্ডের মূল হোতা ছিল।

শনিবার (৩ নভেম্বর) সন্ধ্যায় লক্ষ্মীপুর বালিকা বিদ্যা নিকেতন প্রাঙ্গণে জেলা আওয়ামী লীগের উদ্যোগে জেল হত্যা দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

বিজ্ঞাপন

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2018/Nov/03/1541254914749.jpg

জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুর উদ্দিন চৌধুরী নয়নের সঞ্চালনায় বক্তব্য রাখেন, কেন্দ্রীয় আওয়ামী লীগের  যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক হারুনুর রশিদ, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ড. এ এস এম মাকছুদ কামাল, জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. এহ্সানুল কবির জগলুল, জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এম আলাউদ্দিন, জেলা আইনজীবি সমিতির সভাপতি জসিম উদ্দিন, জেলা যুবলীগের সভাপতি এ কে এম সালাহ উদ্দিন টিপু, সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল নোমান ও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) বাবু বিজন বিহারী ঘোষ প্রমুখ।

বিজ্ঞাপন

আলোচনা সভা শেষে বিশাল শোক র‌্যালি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে দক্ষিণ তেমুহনী এলাকায় গিয়ে শেষ হয়। জেলহত্যা দিবসে লক্ষ্মীপুরে শোক র‌্যালিতে মানুষের ঢল নামে।