সংসদ নির্বাচনে নিরাপত্তায় থাকবে ৬ লাখ সদস্য

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪

ছবি: বার্তা২৪

 

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে আইন শংখলা রক্ষাকারী বাহিনীর ছয় লাখ সদস্য মোতায়েন করা হবে বলে নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে।

বিজ্ঞাপন

ইসি সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৮ নভেম্বর) সন্ধ্যায়  জাতির উদ্দেশ্যে ভাষণে তফসিল প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ কে এম নূরুল হুদা।

ইসি কর্মকর্তারা জানান, নির্বাচন পরিচালনার জন্য বিভিন্ন পর্যায়ের প্রায় সাত লাখ কর্মকর্তা নিয়োগ দেওয়া হতে পারে। প্রত্যেক নির্বাচনী এলাকায়  নির্বাহী ও বিচারিক ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হবে। আইন-শৃঙ্খলা রক্ষাকারি বিভিন্ন বাহিনী থেকে ছয় লাখ সদস্য মোতায়েন করা হবে। তাদের মধ্যে থাকবে পুলিশ বিজিবি, র‌্যাব, কোস্ট গার্ড, আনসার ও গ্রাম প্রতিরক্ষাবাহিনীর সদস্যগণ।

এছাড়া নিরাপত্তার দায়িত্বে থাকা আইন-শৃঙ্খলা রক্ষাকরী বাহিনীর সদস্যদের ওপর দৃষ্টি রাখবে নির্বাচন কমিশন বলেও জানা গেছে।