ব্যক্তিগত তথ্য হাতিয়ে নিচ্ছে উবার-সহজ-পাঠাও



সাব্বির আহমেদ, সিনিয়র করেসপন্ডেন্ট,বার্তা২৪.কম
ছবি: বার্তা২৪

ছবি: বার্তা২৪

  • Font increase
  • Font Decrease

ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য হাতিয়ে নিচ্ছে রাইড শেয়ারিং সেবাদাতা প্রতিষ্ঠান উবার, সহজ ওপাঠাও রাইড কর্তৃপক্ষ। মূলত এই ৩টি অ্যাপ যাদের মোবাইলে রয়েছে তাদের সেইভ করে রাখা সব মোবাইল নাম্বার, এসএমএস ও অন্যান্য ব্যক্তিগত তথ্যাদি গোপনে চুরি করে নিজেদের সার্ভারে নেওয়ার প্রমাণ মিলেছে।

বিশেষজ্ঞরা জানিয়েছেন, পাঠাও, উবার ও সহজ রাইড অ্যাপস কর্তৃপক্ষ যদি ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য চুরি করে তাহলে তথ্য প্রযুক্তি আইনে মামলা ও আইনানুগ ব্যবস্থা নেওয়া যাবে। সংক্ষুব্ধ যে কেউ আইনের আশ্রয় নিতে পারবেন।

প্রসঙ্গত, তিন বছর আগে দেশে অ্যাপের মাধ্যমে রাইড শেয়ারিং সেবা চালু হয়। যা গত দেড় বছরে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। রাজধানীতে লাখেরও বেশি মোটরসাইকেল রাইড শেয়ারিংয়ে ‍যুক্ত হয়ে যাত্রী টানছে। আর ৩০ হাজারের মতো প্রাইভেটকার ঢাকার ভেতরে অ্যাপের মাধ্যমে যাত্রী আনা নেওয়া করছে।

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2018/Nov/11/1541908180931.jpg

এ বিষয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী মনজিল মোরশেদ বার্তা২৪.কম’কে বলেন, ‘যেসব সেবাদাতা প্রতিষ্ঠান ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য চুরি করছে তারা আইনের চোখে অপরাধী। তথ্য প্রযুক্তি আইনে তাদের বিরুদ্ধে সাজার বিধানও রয়েছে।’

এদিকে বাংলাদেশের সংবিধানের ৪৩ নং ধারা অনুযায়ী ব্যক্তিগত যোগাযোগের তথ্য ব্যাক্তির মৌলিক অধিকার হিসেবে স্বীকৃত।

প্রযুক্তি বিশ্লেষকরা বলছেন, গুগল প্লে স্টোরের তথ্য মতে বাংলাদেশে পাঠাও অ্যাপ ১০ লাখ বার ডাউনলোড করা হয়েছে। সে হিসেবে ১০ লাখ মোবাইল ফোনের তথ্য নিয়ে নিয়েছে পাঠাও। এরমধ্যে এসএমএসও রয়েছে। অনেকের এসএমএসে সংবেদনশীল তথ্যসহ গোপনীয় কথাবার্তা থাকে। এছাড়া ব্যাক্তির ব্যাংক একাউন্টসহ লেনদেনের তথ্যাদিও থাকে। এসব তথ্য এখন পাঠাও, উবার ও সহজ অ্যাপ প্রতিষ্ঠানের সার্ভারে। ফলে তারা কাউকে দিয়ে বা নিজেরা ব্যবহারকারীদের বড় ধরণের ক্ষতি করতে পারে। তবে এখনও কেউ এ ধরণে ক্ষতির মুখে পড়েছেন বলে জানা যায়নি।

বাংলাদেশের রাইড শেয়ারিং সার্ভিস বিশ্লেষক মুরাদ শুভ জানান, ব্যবহারকারীদের তথ্য নেওয়ার মাধ্যমে তাদের রুচিবোধ, আর্থিক অবস্থা, কখন কোথাও যাতায়াত এসব অনুমান করে মার্কেটিং পলিসি নির্ধারণ করতে পারে রাইড শেয়ারিং কোম্পানিগুলো। যার কাছে এসব তথ্য বেশি সে প্রতিযোগিতায় ততবেশি এগিয়ে থাকবে। কিন্তু অ্যাপ চালনোর জন্য এসব তথ্যের দরকার পড়ে না। এখন এসবের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া একটি আইনি প্রক্রিয়ার বিষয়।

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2018/Nov/11/1541908206461.jpg

তিনি আরো জানান, বিআরটিএ’র করা রাইড শেয়ারিং নীতিমালায় এ বিষয়ে নির্দিষ্ট করে কিছু উল্লেখ নেই। তবে সার্ভারের তথ্য বিআরটিএ যাতে দেখতে পারে সে বিধান রয়েছে।

কম্পিউটার সিকিউরিটি ও প্রাইভেসি বিষয়ে পিএইচডিধারী রাগীব হাসান দীর্ঘদিন ধ‌রে মোবাইল অ্যাপ সিকিউরিটি এনালাইসিস নিয়ে কাজ করছেন। তিনি ব‌লেন, ‘মাইক্রোফোন থেকে শুরু করে জাইরোস্কোপ, এক্সিলারোমিটার, জিপিএস, এসব দি‌য়ে যাবতীয় গোপনীয়তা জানা সম্ভব। আপনি কখন হাঁটেন, কখন ঘুমান, কার সাথে কথা বলেন, কোথায় কোথায় ঘুরছেন সব কিছু। এই তথ্যগুলো কারো কাছে গেলে তা দিয়ে অনেক কিছুই করা সম্ভব। এ কাজটাই করে‌ছে পাঠাও।

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2018/Nov/11/1541908225021.jpg

তি‌নি আরো ব‌লেন, ‘প্রাইভেসি অনেক গুরুত্বপূর্ণ ব্যাপার। মোবাইল অ্যাপ ইন্সটলের সময় অনেক বিষয়ে পারমিশন চাওয়া হয়। প্রায় সবাই খেয়াল করেন না কী কী পারমিশন চাওয়া হচ্ছে। অনেক অ্যাপ প্রয়োজনের অতিরিক্ত পারমিশন নিয়ে রাখে, যাতে ব্যবহারকারীর তথ্য চুরি করা যায়।’

এদিকে, গ্রাহকের মোবাইলের ব্যাক্তিগত তথ্য হাতিয়ে নেওয়ার ঘটনা সরাসরি অস্বীকার করেনি পাঠাও। প্রতিষ্ঠনটি জানিয়েছে, তারা যাত্রীদের তথ্য তৃতীয় কোনো পক্ষের সাথে শেয়ার করে না। আর অ্যাপ থেকে প্রয়োজনীয় তথ্য ছাড়া কোনো তথ্য নেয়া হয় না।

তবে এ বিষয়ে সহজ ও উবার কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

   

নওগাঁয় পরিবেশ ও জীববৈচিত্র রক্ষায় মানববন্ধন



ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট বার্তা২৪.কম, নওগাঁ
ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

  • Font increase
  • Font Decrease

জীববৈচিত্র ও পরিবেশ রক্ষা, নদী-খাল-বিল দখল ও দুষণের প্রতিবাদে নওগাঁয় মানববন্ধন করেছে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), গ্রীণ ভয়েজ ও একুশের পরিষদ নওগাঁর।

শুক্রবার (২৬ এপ্রিল) সকাল ১০টায় নওগাঁ শহরের মুক্তির মোড় শহীদ মিনারের সামনের সড়কে এ কর্মসূচি পালিত হয়।

বাপার সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বলেন- আন্দাসুরা বিলে প্রাকৃতিক ভাবে জন্ম নেওয়া পদ্মফুলকে বিভিন্ন ভাবে ধ্বংস করার চেষ্টা করা হচ্ছে। ওই বিলের লিজ বাতিল করা প্রয়োজন। আলতাদীঘি শালবনে ৮বার আগুন লেগেছে। উন্নয়নের নামে প্রায় ৩ হাজার গাছ কেটে ফেলা হয়েছে। কিভাবে আগুন লেগেছে বা লাগানো হয়েছে তার সঠিক কোন তথ্য আমরা জানিনা। এগুলো তদন্ত করা প্রয়োজন।

নওগাঁ জেলা বাপার ভারপ্রাপ্ত সভাপতি মুকুল চন্দ্র কবিরাজ বলেন- আজ প্রকৃতির বিরুপ প্রভাপ পড়েছে। যা আমাদেরই সৃষ্টি। যেসব প্রাকৃতিক ভাবে গড়ে উটেছে তা সংরক্ষণ করা প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে। নদী দুষণ ও দখলমুক্ত রক্ষা করা হোক। প্রকৃতিগুলোকে আমরা কাজে লাগাতে পারি। শুধু মানববন্ধন করলেই হবে না তা বাস্তবায়ন করতে হবে। পরিবেশ রক্ষায় যতদুর যাওয়ার দরকার হবে আমরা যেতে চাই।

একুশে পরিষদ নওগাঁর সভাপতি অ্যাডভোকেট ডি.এম আব্দুল বারি বলেন, একসময় ছোট যমুনা নদীতে পালতোলা নৌকা ও লঞ্চ চলতো। বিভিন্ন জেলা থেকে বণিকরা ব্যবসা করার জন্য আসতো। নদী দখল-দুষণ ও পলি পড়ে ভরাট হওয়ায় সেই নৌকা আর আসেনা। নদী দুষণের ফলে জীববৈচিত্র আজ হুমকির মুখে। নদী আমাদের মা। নদী বাঁচাতে হবে। নদী বাঁচলে জীববৈচিত্র রক্ষা সহ নদীর ওপর নির্ভরশীলদের জীবন জীবিকা ও কর্মসংস্থান বাড়বে। এছাড়া প্রাকৃতিক ভাবে বেড়ে উঠা বন ও পদ্মফুল রক্ষায় আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে।

বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) সদস্য ও একুশে পরিষদ নওগাঁ’র সভাপতি অ্যাডভোকেট ডি.এম আব্দুল বারি’র সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, একুশে পরিষদের সহসভাপতি প্রতাপ চন্দ্র সরকার, সাধারণ সম্পাদক এমএম রাসেল, সহসাধারণ সম্পাদক নাইচ পারভীন, শাকিরুল ইসলাম রাসেল, সুবল চন্দ্র মন্ডল, নওগাঁ সরকারি কলেজ শাখা একুশে পরিষদের সাধারণ সম্পাদক শামিম, বাপা জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি মুকুল চন্দ্র কবিরাজ ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম প্রমুখ।

;

রাজধানীতে ট্রাকের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু



স্টাফ করেসপন্ডেন্ট বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

রাজধানীর গেন্ডারিয়ায় দ্রুতগামী ট্রাকের ধাক্কায় অজ্ঞাত পরিচয় আনুমানিক ৬০ বছর বয়সী এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৬ এপ্রিল) ভোরে এই ঘটনাটি ঘটে। দুর্ঘটনার পর তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসা পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।

;

নোয়াখালীতে ইয়াবাসহ গৃহবধূ আটক



ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট বার্তা২৪.কম, নোয়াখালী
ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

  • Font increase
  • Font Decrease

নোয়াখালীর সদর উপজেলায় ২০০ পিস ইয়াবাসহ এক গৃহবধূকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

আটক নাজমা আক্তার (৪০) নোয়াখালী পৌরসভার ২নম্বর ওয়ার্ডের মার্টার পাড়ার সিরাজ মঞ্জিলের নুর নবীর স্ত্রী।

শুক্রবার (২৬ এপ্রিল) দুপুরের দিকে আসামিকে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে প্রেরণের আদেশ দেয়। এর আগে, গতকাল বুধবার রাত ৯টার দিকে নোয়াখালী পৌরসভার ২নম্বর ওয়ার্ডের মাস্টার পাড়ার সিরাজ মঞ্জিল থেকে তাকে আটক করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, আটক নাজমা নোয়াখালী পৌরসভার মাস্টার পাড়ার সিরাজ মঞ্জিলে ভাড়া থাকত। ওই ভাড়া বাসা থেকে সে ইয়াবা ব্যবসা চালিয়ে আসছিল। এমন গোপন সংবাদের ভিত্তিতে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল সেখানে অভিযান চালায়। অভিযানে নাজমা তার পরিহিত স্যালোয়ারের ডান কোচের ভিতর থেকে ২০০ পিস ইয়াবা বের করে দেন।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ আবদুল হামিদ বলেন, এ ঘটনায় আসামির বিরুদ্ধে সুধারাম মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

;

থাই পিএমও-তে প্রধানমন্ত্রীকে উষ্ণ আন্তরিক অভ্যর্থনা



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

থাইল্যান্ডের প্রধানমন্ত্রী স্রেথা থাভিসিনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে যোগ দিতে শুক্রবার (২৬ এপ্রিল) সকালে থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সেখানে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে থাই প্রধানমন্ত্রী জমকালো অনুষ্ঠানের মাধ্যমে স্বাগত জানান।

দ্বিপক্ষীয় বৈঠকে দু’নেতা দ্বিপাক্ষিক পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট ও আঞ্চলিক বিষয় নিয়ে আলোচনা করার কথা রয়েছে। এরপর কিছু ক্ষেত্রে দু’দেশের মধ্যে সহযোগিতা জোরদার করতে সেখানে দুই প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বেশ কয়েকটি দ্বিপাক্ষিক নথিতে সই হবে।
দুই নেতা একান্তেও বৈঠক করবেন।

গভর্নমেন্ট হাউসে পৌঁছালে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে থাই প্রধানমন্ত্রী স্রেথা থাভিসিন অভ্যর্থনা জানান এবং এরপর সেখানে থাই কুহ ফাহ ভবনের সামনের উন্মুক্ত স্থানে তাকে লাল গালিচা উষ্ণ অভ্যর্থনা জানানো হয়।

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে থাই সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করে। প্রধানমন্ত্রী গার্ড পরিদর্শন করেন।
শেখ হাসিনা গভর্নমেন্ট হাউসের অতিথি বইতে স্বাক্ষর করেন এবং এরআগে থাই প্রধানমন্ত্রী স্রেথা থাভিসিন শেখ হাসিনার সঙ্গে তাঁর মন্ত্রিসভার সদস্যদের পরিচয় করিয়ে দেন।

গভর্নমেন্ট হাউস ত্যাগের আগে শেখ হাসিনা সেখানে আনুষ্ঠানিক মধ্যাহ্নভোজে যোগ দেবেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা থাই প্রধানমন্ত্রী স্রেথা থাভিসিনের আমন্ত্রণে গত বুধবার (২৪ এপ্রিল) ছয় দিনের সরকারি সফরে থাইল্যান্ড গেছেন।

সূত্র-বাসস

;