জেএসসি পরীক্ষা চলাকালীন ছাত্রলীগের আতশবাজি!

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

জেএসসি পরীক্ষা চলাকালীন ছাত্রলীগের আতশবাজি। ছবি: বার্তা২৪.কম

জেএসসি পরীক্ষা চলাকালীন ছাত্রলীগের আতশবাজি। ছবি: বার্তা২৪.কম

লক্ষ্মীপুরে জেএসসি পরীক্ষা চলাকালীন কেন্দ্রের পাশে অর্ধশতাধিক আতশবাজি (চকলেট বোমা) বিস্ফোরণের ঘটনা ঘটিয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (১৫ নভেম্বর) সকাল ১০টা থেকে ঘণ্টাব্যাপী লক্ষ্মীপুর সরকারি কলেজ মাঠে এ ঘটনা ঘটে। এর পাশেই কলেজিয়েট উচ্চ বিদ্যালয়ে জেএসসি পরীক্ষার্থীদের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এতে পরীক্ষা হল এলাকায় দেওয়া ১৪৪ ধারা ভঙ্গ করা হয়েছে। পাশাপাশি আতঙ্কিত হয়ে পড়েছে পরীক্ষার্থীরা।

বিজ্ঞাপন

জানা গেছে, মঙ্গলবার (১৩ নভেম্বর) বিকেলে লক্ষ্মীপুর সরকারি কলেজে নতুন কমিটির অনুমোদন দেয় জেলা ছাত্রলীগ। ওই কমিটিতে ফাহাদ বিন কামাল মাহিকে সভাপতি ও ফারুক হোসেন বাবুকে সাধারণ সম্পাদক করে ১৪ সদস্যের কমিটির অনুমোদন দেওয়া হয়। তাদেরকে বরণ করতে কলেজে নেতাকর্মীরা সকাল থেকে জড়ো হয়। সেখান থেকে থেমে থেমে অর্ধশতাধিক আতশবাজির বিস্ফোরণ ঘটানো হয়। এ ঘটনায় জেএসসি পরীক্ষাকালীন ১৪৪ ধারা ভঙ্গ করা হয়েছে। এছাড়া এ ঘটনায় শিক্ষার্থীদের মাঝে আতঙ্ক বিরাজ করছে।

জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জিয়াউল করিম নিশান বলেন, `বিষয়টি আমি জানি না। এসব বন্ধ করার জন্য বলে দিচ্ছি।'

বিজ্ঞাপন

লক্ষ্মীপুর জেলা প্রশাসক (ডিসি) অঞ্জন চন্দ্রপাল বলেন, `ঘটনাটি কেউ আমাকে জানায়নি। এ ব্যাপারে ব্যবস্থা নেয়ার জন্য কলেজ অধ্যক্ষকে এখনই বলছি।'