১১ বছরেও সিডরের ক্ষত শুকায়নি



মানজারুল ইসলাম, স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম 
১১ বছরেও সিডরের ক্ষত শুকায়নি। ছবি: বার্তা২৪.কম

১১ বছরেও সিডরের ক্ষত শুকায়নি। ছবি: বার্তা২৪.কম

  • Font increase
  • Font Decrease

আজ ভয়াল ১৫ নভেম্বর। ২০০৭ সালে এই দিনেই খুলনার উপকূলীয় অঞ্চল লন্ডভন্ড করে দেয় ঘূর্ণিঝড় সিডর।

ঝড়ের দানবীয় রূপে মুহূর্তেই মৃত্যুপুরীতে পরিণত হয়েছিল বাগেরহাটের শরণখোলা উপজেলার সাউথখালীসহ আশপাশের গ্রাম। এতে পানিতে ভেসে যায় উপকূলীয় জেলা আর ইউনিয়নের কয়েকটি গ্রাম। শুধু শরণখোলাই নয়, এ ঝড়ে বিধ্বস্ত হয় গোটা বাগেরহাটের অনেক গ্রাম। ঝড়ে শুধুমাত্র সাউথখালীতেই ৬১২ জন মারা যায়। এছাড়া আরও নিখোঁজ ছিল ৩৫ জন।

১১ বছরে আর্থিক ক্ষতি পুষিয়ে উঠলেও স্বজন হারা উপকূলীয় অঞ্চলের মানুষরা আজও কেঁদে ফেরে। সেদিনের ঝড়ে গৃহহীন হয়েছিল কয়েক হাজার পরিবার। সে রাতের ঝড়ে ভেসে যায় হাজার হাজার গবাদি পশু,পাখি। হারানো প্রিয়জনকে স্মরণ করে এ দিনটিতে শোক পালন করে শরণখোলাবাসী।

ঝড়ের কবলে পরা ইসমাইল হোসেন বার্তা২৪.কমকে বলেন, `সেই রাইতে কই থেইকা এমন ঝড় আসছিল জানিনা। শুধু মনে আছে হঠাৎ পানিতে আমাগো পুরো ঘরডারে ভাসাইয়া লইয়া যায়। পরে মোরা অনেক কষ্টে সাইক্লোন সেন্টারে আশ্রয় নিছিলাম।‘

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2018/Nov/15/1542271780240.gif

এছাড়াও ভয়াবহ সিডরের ক্ষত রয়েছে পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের কটকা-কচিখালী বন্যপ্রাণী অভয়ারণ্য কেন্দ্রে। বনের ভেতরে হাঁটার জন্য কাঠের পাটাতন, টাইগার টিলা, অধিকাংশ গাছ ভেঙে তার গুঁড়িগুলোও যেন আজো সিডরের সাক্ষী হয়ে আছে। সিডরে শুধু বন না, অসংখ্য বন্যপ্রাণীও মারা গেছে।

অপরদিকে ক্ষতিগ্রস্ত এলাকায় খোঁজ নিয়ে জানা যায়, সিডরের পরেও এ অঞ্চলে পর্যাপ্ত সাইক্লোন সেন্টার গড়ে ওঠেনি। যা আছে, সেগুলোর অবস্থা নাজুক। এছাড়া প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় সিডরের ১১ বছরেও শরণখোলাবাসীর প্রাণের দাবি টেকসই বেড়িবাঁধ নির্মাণ কাজ শেষ হয়নি। ৩ বছর মেয়াদী এ প্রকল্পে ২০২০ সালের জুন পর্যন্ত আরও দুই বছর সময় বাড়ানোর প্রস্তাব পাঠানো হয়েছে বলে শোনা গেছে।

স্থানীয় সূত্রের তথ্য মতে, উপকূলীয় এলাকার বন্যা ও জলোচ্ছ্বাস থেকে এলাকাবাসীকে নিরাপদ রাখতে সিডর বিধ্বস্ত বাগেরহাটের শরণখোলা ও মোড়েলগঞ্জে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) ৩৫/১ পোল্ডারে বিশ্ব ব্যাংকের অর্থায়নে ৩শ কোটি টাকা ব্যয়ে বেড়িবাঁধ নির্মাণ প্রকল্প গ্রহণ করা হয়েছিল। যার কাজ এখনো চলছে ধীরগতিতে। চীনের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান এ নির্মাণ কাজ করছে।

প্রকল্পের প্রকৌশলী শ্যামল কুমার দত্ত জানান, বিশ্ব ব্যাংকের অর্থায়নে ২০১৬ সালের ২৬ জানুয়ারি শুরু হওয়া এ প্রকল্পে ৬৩.২ কিলোমিটার দীর্ঘ বেড়িবাঁধ নির্মাণে কাজ করছে সিএইচডব্লিউই নামে চাইনিজ একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। তিন বছরে প্রকল্প বাস্তবায়নের কথা থাকলেও তারা এ পর্যন্ত মাত্র ৫০ ভাগ কাজ শেষ করেছে।

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2018/Nov/15/1542271814194.gif

উল্লেখ্য, ২০০৭ সালের ১৫ নভেম্বর ঘূর্ণিঝড় সিডরের সৃষ্ট জলোচ্ছ্বাসে শরণখোলা উপজেলাসহ গোটা দক্ষিণাঞ্চল ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এতে সহস্রাধিক মানুষের প্রাণহানি ঘটে। হাজার হাজার বাড়িঘর ও গাছ পালা বিধ্বস্ত হয়। ধসে যায় মাইলের পর মাইল ওয়াপদা বেড়িবাঁধ। পরবর্তীতে উপজেলাবাসীর পক্ষ থেকে আধুনিক, টেকসই ও উঁচু বেড়িবাঁধ নির্মাণের দাবি ওঠে।

পরবর্তীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শরণখোলা মোড়েলগঞ্জবাসীকে দুর্যোগের হাত থেকে রক্ষা করতে একটি উঁচু ও টেকসই বেড়িবাঁধ নির্মাণের নির্দেশ দেন। সে লক্ষ্যেই ৬৩.২ কিলোমিটার দীর্ঘ বেড়িবাঁধ নির্মাণের কাজ শুরু হয়। কিন্তু কাজের ধীর গতি ও নদী শাসনের ব্যবস্থা না থাকায় এখনো শঙ্কিত উপকূলীয় অঞ্চলের সাধারণ মানুষ।

   

আজকের যুদ্ধবিধ্বস্ত বিশ্বে গৌতম বুদ্ধের বাণী অপরিহার্য: ধর্মমন্ত্রী



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

আজকের যুদ্ধবিধ্বস্ত বিশ্বে গৌতম বুদ্ধের বাণী অপরিহার্য বলে মন্তব্য করেছেন ধর্মমন্ত্রী মো. ফরিদুল হক খান।

বুধবার (২২ মে) সকালে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে ২৫৬৭ বুদ্ধবর্ষে শান্তি শোভাযাত্রা ও সম্প্রীতি উৎসব পালনে যোগ দিয়ে তিনি এ মন্তব্য করেন।

ফরিদুল হক খান বলেন, আমাদের সংবিধানেও বঙ্গবন্ধু অসাম্প্রদায়িক বাংলাদেশের কথা বলে গেছেন। তার বিপরীতে গিয়ে আমাদের কিছু করার কোন সুযোগ নেই।

ধর্মমন্ত্রী বলেন, গৌতম বুদ্ধ অহিংস ও মৈত্রীর বাণী প্রচার করেছেন। বুদ্ধ বাণীতে অহিংসতার বাণীকে আমরা সবসময় দেখতে পাই। পৃথিবীকে সুখ ও শান্তিময় করতে কাজ করেছেন। পৃথিবীর সব ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাই শান্তিতে বসবাস করার কথা বলেছেন।

তিনি বলেন, বিগত ১৫ বছরে বাংলাদেশের অসামান্য উন্নয়ন হয়েছে। দশ বছর আগেও বিদেশ গেলে চিন্তা করতাম আমাদের বাংলাদেশ কোথায়। গোতম বুদ্ধের অহিংস বাণী থেকে শিক্ষা নিয়ে আমরা বাংলাদেশকে শান্তিময় রাখতে কাজ করার সবাইকে আহবান জানায়।

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ও আওয়ামী লীগের দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া বলেছেন, গৌতম বুদ্ধের শান্তি ও অহিংসার বাণী সারা বিশ্বের সব মানুষের জন্য প্রযোজ্য। শুধু তাই নয় বরং এটি পৃথিবীর সকল প্রাণীর জন্যও প্রযোজ্য। বাংলাদেশের বিভক্তির রাজনীতির বিপক্ষে সব ধর্মের মানুষকে নিয়ে একটি শান্তিপূর্ণ দেশের জন্য কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা।

শান্তি শোভাযাত্রা ও সম্প্রীতি উৎসব পালনের অনুষ্ঠানে বাংলাদেশ বৌদ্ধ সাংস্কৃতিক পরিষদের সভাপতি প্রফেসর ডা. উত্তম কুমার বড়ুয়ার সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য নির্মল চ্যাটার্জি প্রমুখ।

;

উপজেলা নির্বাচন

গাজীপুরে প্রতিপক্ষের ছোড়া গুলিতে যুবক নিহত



ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, গাজীপুর
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

গাজীপুরের শ্রীপুরে উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে প্রতিপক্ষের ছোড়া গুলিতে এক তরুণ নিহত হয়েছেন। মঙ্গলবার (২১ মে) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার টেপিরবাড়ী মাটির মসজিদ সংলগ্ন এলাকায় ভোট কেন্দ্রের পাশে এ ঘটনা ঘটে।

নিহত যুবক ফরিদ আহমেদ (২৩) উপজেলার উজিলাবহ গ্রামের মো. মোস্তফার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (২১ মে) শ্রীপুরের টেপিবাড়ী এলাকায় ভোট গ্রহণ শেষে ভোটকেন্দ্রের সামনে ফলাফল জানার অপেক্ষায় ছিল ভোটাররা। এসময় প্রতিপক্ষের কয়েকজনের সাথে ফরিদসহ তার বন্ধুদের কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। এর জের ধরে প্রায় ঘণ্টা খানেক পর ওই পক্ষটি অতর্কিত হামলা চালায়। এক পর্যায়ে গুলি ছুঁড়লে গুলিবিদ্ধ হন ফরিদ। পরে তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর আলী খান বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাটি তদন্ত করা হচ্ছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

;

টাঙ্গাইলে তিন উপজেলায় চেয়ারম্যান হলেন যারা



ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, টাঙ্গাইল
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

টাঙ্গাইলে তিনটি উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। জেলার কালিহাতী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে সাবেক মন্ত্রী ও স্থানীয় এমপি আব্দুল লতিফ সিদ্দিকীর ছোট ভাই ও করটিয়া সরকারি সা’দত কলেজের সাবেক ভিপি এস এম সিদ্দিকী ওরফে আজাদ সিদ্দিকী (আনারস) ৫২ হাজার ৯১০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী কালিহাতী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মোল্লা (মোটরসাইকেল) ৪৫ হাজার ৬৮৫ ভোট পেয়েছেন।

ভূঞাপুর উপজেলা পরিষদ নির্বাচনে বর্তমান চেয়ারম্যান নার্গিস আক্তার (দোয়াত কলম) ৩০ হাজার ৩৬৪ ভোট পেয়ে পুনরায় বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী আওয়ামী লীগ নেতা ফিরোজ চৌধুরী (হেলিকপ্টার) ৫ হাজার ৮৩৯ ভোট পেয়েছেন।

ঘাটাইল উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে সাবেক ছাত্রনেতা আরিফ হোসেন (আনারস) ৫২ হাজার ৩১৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি লোকমান হোসেন (মোটরসাইকেল) ৪১ হাজার ৯৩৫ ভোট পেয়েছেন৷

মঙ্গলবার (২১ মে) রাত সাড়ে ১০টার দিকে নির্বাচনের সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা এ ফলাফল ঘোষণা করেন।

এর আগে শান্তিপূর্ণভাবে দ্বিতীয় ধাপে জেলার কালিহাতী, ভূঞাপুর ও ঘাটাইল উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ ৮টা একটানা বিকেলে ৪টা পর্যন্ত চলে। নির্বাচনে ১০ জন চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন৷

টাঙ্গাইলের সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মতিয়ুর রহমান বলেন, কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই জেলার তিনটি উপজেলা পরিষদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে ৭ প্লাটুন বিজিবিসহ পর্যাপ্ত সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়।

;

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৩৮



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৩৮ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অপরাধ ও গোয়েন্দা বিভাগ। মাদক বিক্রি ও সেবনের অভিযোগে তাদের গ্রেফতার করা হয়েছে বলে জানানো হয়েছে।

মঙ্গলবার (২১ মে) সকাল ছয়টা থেকে বুধবার (২২ মে) সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য উদ্ধারসহ তাদেরকে গ্রেফতার করা হয়।

এ সময় তাদের কাছ থেকে ৫১৮ পিস ইয়াবা, ৫৯১ গ্রাম ৫১ পুরিয়া হেরোইন, ২ কেজি ৭০০ গ্রাম গাঁজা, ৩২৯ বোতল ফেন্সিডিল ও ১৬ গ্রাম আইস উদ্ধার করা হয়েছে বলে জা‌নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

ডিএমপির নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে এ অ‌ভিযান প‌রিচালনা করা হয়েছে বলে জানানো হয়। সেই সঙ্গে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৫ টি মামলা রুজু হয়েছে বলেও জানানো হয়।

;