সংসদে শিক্ষক প্রতিনিধি চায় শিক্ষকরা

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

সংবাদ সম্মেলনে শিক্ষকরা / ছবিঃ বারতা২৪.কম

সংবাদ সম্মেলনে শিক্ষকরা / ছবিঃ বারতা২৪.কম

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে শিক্ষকদের প্রতিনিধি হিসেবে অধ্যক্ষ মোঃ শাহাজাহান আলম সাজুকে মনোনয়ন দেওয়ার দাবি জানায় নড়াইলের স্বাধীনতা শিক্ষক পরিষদ।

শাহাজাহান আলম সাজু ব্রাক্ষ্মনবাড়িয়া-২(সরাইল-আশুগঞ্জ) নির্বাচনী আসনে আওয়ামী লীগের পক্ষ থেকে মনোনয়ন প্রার্থী।

বিজ্ঞাপন

শুক্রবার (২৩ নভেম্বর) বেলা ১১টায় স্বাধীনতা শিক্ষক পরিষদ নড়াইল জেলা শাখা আয়োজিত এক সংবাদ সম্মেলন এ দাবি জানান শিক্ষকরা।

নড়াইল প্রেসক্লাবের হলরুমের সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা স্বাধীনতা শিক্ষক পরিষদের আহ্বায়ক ও নবগঙ্গা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোশারফ হোসেন মোল্লা।

বিজ্ঞাপন

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, শিক্ষকদের সর্ববৃহৎ সংগঠন স্বাধীনতা শিক্ষক পরিষদ। একযুগ ধরে দেশের শিক্ষা ব্যবস্থার গুণগত মান উন্নয়ন ও পেশাগত মর্যাদা বৃদ্ধির লক্ষ্যে কাজ করে যাচ্ছে। জাতীয় সংসদে বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধি রয়েছে। কিন্তু দেশের অন্যতম বৃহত্তম পেশাজীবী গোষ্ঠী ১৪ লক্ষ শিক্ষকের কোন প্রতিনিধি নেই।

তাই একাদশ জাতীয় সংসদে শিক্ষকদের যোগ্য প্রতিনিধি থাকা প্রয়োজন বলে আমরা মনে করি। এ কারণে স্বাধীনতা শিক্ষক পরিষদের সাধারন সম্পাদক মোঃ শাহাজাহান আলম সাজুকে ব্রাক্ষ্মনবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) নির্বাচনী আসনে বাংলাদেশ আওয়ামীলীগ থেকে মনোনয়ন দিলে শিক্ষক সমাজ বিপুল উৎসাহ উদ্দীপনা নিয়ে কাজ করবে। তাকে জয়ী হওয়ার ক্ষেত্রে সবধরনের সহায়তা করবে স্বাধীনতা শিক্ষক পরিষদ। সবমিলিয়ে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারকে আবার নির্বাচিত করতে সহায়ক ভূমিকা পালন করবে।

সংবাদ সম্মেলনে এসময় আরও বক্তব্য রাখেন আব্দুল হাই ডিগ্রী কলেজের অধ্যক্ষ মনিরুজ্জামান মল্লিক, মির্জাপুর ইউনাইটেড কলেজের অধ্যক্ষ আক্তর হোসেন কিংকু, মাইজপাড়া ডিগ্রী কলেজের সহকারী অধ্যক্ষ প্রবির কুমার বিশ্বাস, স্বাধীনতা শিক্ষক পরিষদের সদস্য মাহবুবুল ইসলাম, আব্দুল হাই ডিগ্রী কলেজের সহকারী অধ্যপক মলয় কান্তি নন্দি প্রমূখ।