অরিত্রীর আত্মহত্যার ঘটনায় অধ্যক্ষসহ ৩ শিক্ষক বরখাস্ত

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪

ছবি: বার্তা২৪

অরিত্রীর আত্মহত্যার ঘটনায় ভিকারুননিসা নূন স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষসহ ৩ শিক্ষককে বরখাস্তের নির্দেশ দিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

বুধবার ( ৫ ডিসেম্বর) সচিবালয়ে ডাকা সংবাদ সম্মেলনে তিনি এসব জানান।

বিজ্ঞাপন

শিক্ষামন্ত্রী বলেন, ভিকারুননিসা শিক্ষার্থী অরিত্রি অধিকারীকে ‘আত্মহত্যায় প্ররোচনা’র অভিযোগের প্রমাণ পেয়েছে মন্ত্রণালয়ের গঠিত তিন সদস্যের কমিটি।  দোষী ব্যক্তিদের চিহ্নিত করা হয়েছে। তাই মামলা ও তিন শিক্ষককে বরখাস্তের নির্দেশ দেওয়া হয়েছে।

প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ নাজনীন ফেরদৌস, প্রভাতী শাখার প্রধান জিনাত আক্তার ও শ্রেণি শিক্ষিকা হাসনা হেনাকে বরখাস্ত করার সুপারিশ করে কমিটি। তদন্ত কমিটির প্রতিবেদন পর্যালোচনা করে তাদের বরখাস্ত করার নির্দেশ দেয়া হয়েছে বলে জানান তিনি।

বিজ্ঞাপন