না.গঞ্জে গ্যাসের আগুনে দগ্ধ একই পরিবারের ৯ জন



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
না.গঞ্জে গ্যাসের আগুনে দগ্ধ একই পরিবারের ৯ জন । ছবি: প্রতীকী

না.গঞ্জে গ্যাসের আগুনে দগ্ধ একই পরিবারের ৯ জন । ছবি: প্রতীকী

  • Font increase
  • Font Decrease

নারায়ণগঞ্জের ফতুল্লার গ্যাস পাইপ লাইনের ছিদ্র থেকে আগুন লেগে একই পরিবারের ৯ জন দগ্ধ হয়েছেন।

বুধবার (১৯ ডিসেম্বর) ভোরে নারায়ণগঞ্জের ফতুল্লার হক বাজার এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

দগ্ধরা হলেন- শ্রীনাথ (৪০), তার স্ত্রী অর্চণা (৩৫), মেয়ে অনামিকা (১৫), ছেলে অর্পিত (৯), মা ছায়া রাণী (৬০), বোন সুমিত্রা (২৭), জামাতা নারায়ণচন্দ্র (৪০), ভাতিজা প্রমিত (১৪) ও শাওন (১০)।

চিকিৎসকের বরাত দিয়ে ঢামেক হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ (এসআই) বাচ্চু মিয়া জানান, চারজনের অবস্থা গুরুতর। অন্যদের অবস্থাও আশঙ্কামুক্ত নয়। আগুনে তাদের শ্বাসনালি পুড়ে গেছে।

   

ঝিনাইদহ-১ আসনে উপনির্বাচনের বাধা কাটলো



স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

ঝিনাইদহ-১ আসনের উপনির্বাচন স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার জজ আদালত।

বুধবার (৮ মে) হাইকোর্টের আদেশের বিরুদ্ধে এক প্রার্থীর করা আবেদনের শুনানি নিয়ে বিচারপতি এম ইনায়েতুর রহিমের চেম্বার আদালত এ আদেশ দেন।

এ আদেশের ফলে আগামী ৫ জুন ঝিনাইদহ-১ আসনের উপনির্বাচন অনুষ্ঠানে আপাতত আর কোনো আইনি বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।

আদালতে আবেদনের পক্ষে ছিলেন অ্যাডভোকেট এম. সাঈদ আহমেদ রাজা, অ্যাডভোকেট শেখ মোহাম্মদ (এসকে) মোরশেদ ও অ্যাডভোকেট বি এম ইলিয়াস কচি। অন্যপক্ষে ছিলেন অ্যাডভোকেট সৈয়দ মামুন মাহবুব ও ব্যারিস্টার মো. আশরাফুল ইসলাম।

গত ৬ মে বিচারপতি মো. জাকির হোসেনের একক হাইকোর্ট বেঞ্চ ২১ দিনের জন্য নির্বাচন স্থগিত করেন। পরে এ আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মো. নায়েব আলী জোয়াদ্দার।

গত ৭ জানুয়ারির জাতীয় নির্বাচনে এ আসনটিতে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করা নজরুল ইসলামের এক আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে গত ৬ মে হাইকোর্ট উপনির্বাচন স্থগিত করে আদেশ দেন। পরে ওই আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করেছিলেন ওই আসনে উপনির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. নায়েব আলী জোয়াদ্দার।

৭ জানুয়ারির নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আব্দুল হাইয়ের কাছে পরাজিত হন নজরুল ইসলাম। এরপর ভোটে অনিয়মের অভিযোগ তুলে পুনরায় ভোট চেয়ে এবং ভোটের ফলাফল স্থগিত চেয়ে নজরুল ইসলাম হাইকোর্ট আবেদন করলে আদালত ভোটের ফলাফল স্থগিত করেন। পরে এর বিরুদ্ধে আব্দুল হাই আপিল করলে চেম্বার আদালত হাইকোর্টের আদেশ স্থগিত করে দেন। এরপর আব্দুল হাই শপথ নিয়ে সংসদে বসেন।

এর মধ্যে গত ১৬ মার্চ ব্যাংককের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি আব্দুল হাই। তার মৃত্যুতে আসনটি শূন্য হয়। এরপর ওই আসনে নির্বাচন কমিশন উপনির্বাচনের তফসিল ঘোষণা করে।

কিন্তু নজরুল ইসলামের করা সেই আবেদনটি চূড়ান্ত নিষ্পত্তির আগে উপনির্বাচন হওয়া সমীচীন হবে না মর্মে তার আইনজীবী গত ২৫ এপ্রিল এ তফসিল স্থগিত চেয়ে সম্পূরক আবেদন করেন। এরই পরিপ্রেক্ষিতে হাইকোর্ট গত ৬ মে ওই আসনে ভোটের ওপর তিন সপ্তাহের স্থগিতাদেশ দিয়েছিলেন।

;

ঝড়ে ডুবল ফিশিং বোট, ক্যাপ্টেনের সহায়তায় প্রাণে বাঁচল ১২ জেলে



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
ঝড়ে ডুবল ফিশিং বোট, ক্যাপ্টেনের সহায়তায় প্রাণে বাঁচল ১২ জেলে

ঝড়ে ডুবল ফিশিং বোট, ক্যাপ্টেনের সহায়তায় প্রাণে বাঁচল ১২ জেলে

  • Font increase
  • Font Decrease

বুধবার সকাল। হঠাৎ দমকা হাওয়াসহ বর্জ্য বৃষ্টির কবলে পরে দেশের বিভিন্ন অঞ্চল। উত্তাল হয়ে ওঠে সমুদ্রবন্দর। এই বৈরী আবহাওয়ায় চট্টগ্রাম বাঁশখালী উপকূলের কাছাকাছি এসে ঝড়ের কবলে পড়ে মাছ ধরার বেশ কয়েকটি ট্রলার। ডুবে যায় ফিশিং বোট। প্রাণে বাঁচতে বোট ধরে দীর্ঘ সময় ভাসতে থাকেন ১২ জেলে।

ওই পথ ধরে ফিরছিলেন অন্য বোটের যাত্রী ক্যাপ্টেন হাসনাত। দূর থেকে হাত ভাসতে দেখে তাদের উদ্ধার করেন তিনি।

বুধবার (০৭ মে) বার্তা২৪.কমকে এসব জানান ক্যাপ্টেন সৈয়দ হাসনাত।

ক্যাপ্টেন হাসনাত বলেন, আজকে সকালে ৭ টার দিকে হঠাৎ করে ঝড়ো হাওয়া শুরু হয়। প্রায় দেড় ঘণ্টা ঝড় থাকে। আমার একটা প্রোগ্রাম ছিল। আমরা মূলত মাদার ব্যাসেলে গিয়ে বড় জাহাজ চিটাগাংয়ে নিয়ে আসি। এমনই একটা প্রোগ্রাম ছিল আজ। সকাল ৭টার আগে রওনা হওয়া কথা থাকলেও ঝড়ের কারণে দেরী হয়। সমুদ্র কিছুটা স্বাভাবিক হলে আমরা রওনা দেই। ছোট একটা বোটে করে যাচ্ছিলাম জাহাজের (মাদার ব্যাসেলের) দিকে। জাহাজটা তখন কুতুবদিয়া থেকে আসছিল। একটা নির্দিষ্ট পয়েন্ট আছে যেখান থেকে জাহাজে উঠি।

ঘটনার বর্ণনা দিয়ে তিনি আরও বলেন,  বাঁশখালী উপকূলের কাছাকাছি গেলে দেখতে পাই- পানির উপর হাত। কাছে গিয়ে দেখি বোট উল্টে গেছে। জেলেরা কাঠের বোট এবং কাঠ ধরে ভেসে আছে। পরে তাদেরকে উদ্ধার করলাম। তার কিছুক্ষণ পরেই দেখি আরেকটা বোট। সেই বোটটিও উল্টে আছে। সেখানেও ৪/৫ জন ভেসে আছে। সব মিলিয়ে দুইটা বোট থেকে ১২ জন জেলেকে উদ্ধার করা হয়। জেলেদের আমরা পরে ডাঙ্গায় নামিয়ে দিয়ে কাজে যাই।

‘উদ্ধার হওয়া লোকজন মৎস শিকারি। ঝড়ের কবলে পরে তাদের বোট ডুবে যায়। আর সেই সময় থেকেই তারা প্রায় দুই আড়াই ঘণ্টা ভেসে ছিল। প্রচুর নোনা পানি খেয়েছে। যখন উদ্ধার করি তখন তাদের অবস্থা খুব একটা ভালো ছিল না। এদের মধ্যে একজন সাঁতার জানতো না। সে প্রচুর লবণ পানি খেয়েছিল। বমি করছিল। প্রথমে তাকে নিয়ে একটু টেনশনে ছিলাম কিন্তু পরে সে আস্তে আস্তে সুস্থ হয়।’ এই বলছিলেন এই ক্যাপ্টেন।

জেলেদের কাছ থেকে কোন নিখোঁজের তথ্য পেয়েছেন কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ওখানে ১০ থেকে ১২টা বোট ডুবেছিল। তার মধ্যে আমরা ২টি বোট উদ্ধার করেছি। এর মধ্যে কোন নিখোঁজ আছে কিনা জানি না। তবে এই দুইটা বোটের সবাইকে ভালোভাবে উদ্ধার করতে পেরেছি। কোন নিখোঁজ নেই।

;

টাঙ্গাইলে বাবার ভোট দিতে এসে ছেলে আটক



ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, টাঙ্গাইল
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে টাঙ্গাইলের মধুপুরে বাবার ভোট দিতে এসে ছেলে আটক হয়েছে।

বুধবার (৮ মে) দুপুরে উপজেলার ফুলবাগচালা ইউনিয়নের সুবকচনা কেন্দ্রে জাল ভোট দেওয়ার সময় ওই যুবককে আটক করে পুলিশ।

আটককৃত নাজমুল (১৪) উপজেলার সুবকচনা গ্রামের আব্দুল কাদের মিয়ার ছেলে।

এছাড়াও শোলাকুড়ি ইউনিয়নের শোলাকুড়ি উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে আনারস প্রতীকের সমর্থক নারীসহ দুই পুরুষকে আটক করে পুলিশ। আটককৃতরা হলেন সিরাজুল (৩০), ইমন (২০) ও নার্গিস (৪৫)।

সুবকচনা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের দায়িত্বরত প্রিজাইডিং অফিসার মো. আনোয়ার হোসেন জানান, বুধবার দুপুরে বাবার ভোট দিতে আসলে দোয়াত কলম প্রতীকের এজেন্টের সন্দেহ হয়। পরে তাকে চ্যালেঞ্জ করলে স্বীকার করে সে জাল ভোট দিতে এসেছে। পরে দায়িত্বরত পুলিশের উপপরিদর্শক (এস আই) আরিফ হোসেন তাকে আটক করে।

প্রিজাইডিং অফিসার বলেন, এ বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানানো হয়েছে। তারা এসে আইনগত ব্যবস্থা নিবে।

;

উপজেলা ভোট

ধান কাটার কারণে ভোটার উপস্থিতি কম: সিইসি



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

  • Font increase
  • Font Decrease

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে ১৩৯ উপজেলায় ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (৮ মে) সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল ৪টায় শেষ হয়। এখন চলছে গণনা।

নির্বাচনে ভোটের শুরু থেকেই সারা দেশের ভোট কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি ছিল কম। তবে ভোটগ্রহণ শেষে প্রধান নির্বাচন কমিশনার সিইসি কাজী হাবিবুল আওয়াল ভোটার উপস্থিতির বিষয়ে সন্তুষ্টি প্রকাশ করে সাংবাদিকদের জানান, প্রথম ধাপের নির্বাচনে ৩০ থেকে ৪০ শতাংশ ভোট পড়েছে।

ভোট কেন্দ্রে ভোটার উপস্থিতি কম থাকার বিষয়ে সিইসি বলেন, সকালে বৃষ্টি এবং ধান কাটার মৌসুম বিধায় ভোট পড়ার হার কম হতে পারে। ভোটারা ধান কাটতে থাকায় ভোটকেন্দ্রে আসেনি এটা জানতে পেরেছি। এছাড়া কিছু কিছু জায়গায় ঝড় বৃষ্টি হয়েছে।

;