মোড় ঘুরতে গিয়ে উল্টে যায় ট্রাক, নিহত ১



ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, গোপালগঞ্জ, বার্তা২৪.কম
মোড় ঘুরতে গিয়ে উল্টে যায় ট্রাক, নিহত ১। ছবি: বার্তা২৪.কম

মোড় ঘুরতে গিয়ে উল্টে যায় ট্রাক, নিহত ১। ছবি: বার্তা২৪.কম

  • Font increase
  • Font Decrease

গোপালগঞ্জের মুকসুদপুরে পেঁয়াজ বোঝাই ট্রাকচাপায় সাত্তার শেখ (৪২) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন।

শুক্রবার (২১ ডিসেম্বর) সকাল ৭টায় উপজেলার গোপালগঞ্জ-টেকেরহাট মহাসড়কের সুইচগেট নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

সাত্তার শেখ গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার দক্ষিণ গঙ্গারামপুর এলাকার মৃত কালু শেখের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, সকালে বেনাপোল থেকে ছেড়ে আসা সিফাত এন্টারপ্রাইজ (ঢাকা মেট্রো-ট ২০-৬৫২২) নামে একটি পেঁয়াজ বোঝাই ট্রাক মাদারীপুর যাচ্ছিল। পথিমধ্যে সুইচগেট নামক স্থানে মোড় ঘুরতে গিয়ে উল্টে যায়। এ সময় ট্রাকচাপায় ভ্যান চালক সাত্তার শেখ ঘটনাস্থলেই নিহত হন।

সিন্দিয়াঘাট পুলিশ ফাঁড়ির দায়িত্বরত কর্মকর্তা (আইসি) মহিদুল ইসলাম জানান, লাশ উদ্ধার করে পরিবারের হাতে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

   

কক্সবাজার সমুদ্র সৈকতে বেড়াতে এসে পর্যটকের মৃত্যু



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, কক্সবাজার
ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

  • Font increase
  • Font Decrease

কক্সবাজার সমুদ্র সৈকতে বেড়াতে এসে মোবাইলে কথা বলতে বলতে ঢলে পড়ে এক পর্যটকের আকষ্মিক মৃত্যু হয়েছে। 

শনিবার (২৭ এপ্রিল) সকালের দিকে কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে এ ঘটনা ঘটে।

সুগন্ধা পয়েন্ট থেকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ওই পর্যটকের নাম মতিউর রহমান (৪০)। 

লাইফগার্ড কর্মী মোহাম্মদ উসমান জানান, সুগন্ধা পয়েন্টে ওই লোক ফোনে কথা বলতে বলতে হঠাৎ মাটিতে ঢলে পড়ে যান।

বিচকর্মী মো. হোসেন জানান, সুগন্ধা পয়েন্টে হঠাৎ দুর্বল হয়ে মাটিতে পড়ে যায় ওই পর্যটক। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হাসপাতালে আনার পথে ওই পর্যটকের মৃত্যু হয় বলে জানান।

বীচ কর্মী উজ্জ্বল জানান, নিহত পর্যটকের বাড়ি কুমিল্লা জেলার বুড়িচং এলাকায়। ইতিমধ্যে তার পরিবারকে খবর দেওয়া হয়েছে। মৃত্যুর খবর শুনে মতিউর রহমানের স্ত্রী এবং সন্তানেরা কক্সবাজারে আসছেন।

সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে হৃদরোগে আক্রান্ত হয়ে পর্যটক মতিউর রহমানের মৃত্যু হয়েছে।

 

;

ময়মনসিংহে বাস চাপায় সিএনজির ২ যাত্রী নিহত 



ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট,বার্তা২৪.কম, ময়মনসিংহ
ছবি: বার্তা ২৪

ছবি: বার্তা ২৪

  • Font increase
  • Font Decrease

ময়মনসিংহের সদর উপজেলায় বাস সিএনজি সংঘর্ষে নারীসহ দুইজন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছে আরও ৪ জন।

শনিবার (২৭ এপ্রিল) সকাল ১১টার দিকে ময়মনসিংহ-শেরপুর সড়কের রঘুরামপুর এ দুর্ঘটনা ঘটে।

কোতোয়ালী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. পলাশ বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সুত্র জানায়, শেরপুরগামী একটি বাসের সাথে বিপরীত দিক থেকে আসা সিএনজির সাথো মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজন মারা যায়। এই ঘটনায় আহত হয় আরও ৪ জন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।

তিনি বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কাজ করছেন। তাৎক্ষণিক নিহতের নাম ঠিকানা জানাতে পারেননি তিনি।

;

উচ্ছেদ আতঙ্ক

ভূমিদস্যুর বিরুদ্ধে কোম্পানীগঞ্জে এলাকাবাসীর মানববন্ধন-ঝাড়ু মিছিল



ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, নোয়াখালী
ছবি: বার্তা২৪

ছবি: বার্তা২৪

  • Font increase
  • Font Decrease

নোয়াখালীর কোম্পানীগঞ্জে উচ্ছেদ আতঙ্কে ভূমিদস্যুর বিরুদ্ধে মানববন্ধন ও ঝাড়ু মিছিল করেছেন এলাকাবাসী।

শনিবার (২৭ এপ্রিল) সকালে গাংচিল বাজারে এ মানববন্ধন ও ঝাড়ু মিছিল অনুষ্ঠিত হয়। এতে এলাকার শত শত নারী-পুরুষসহ সর্বস্তরের সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।

জানা গেছে, চলএলাহী ইউনিয়নের গাংচিল গ্রামে বাপ-দাদার ভিটেমাটি থেকে উচ্ছেদ আতঙ্কে ভূমিদস্যু আক্তার হোসেন ও মিলনের বিরুদ্ধে মানববন্ধন ও ঝাড়ু মিছিল করেন এলাকাবাসী।

মানববন্ধনে ক্ষতিগ্রস্তরা অভিযোগ করেন, কয়েক যুগ ধরে তারা গাংচিল বাজারের পাশে বাপ-দাদার ভিটেমাটিতে বসবাস করে আসছেন। এরই মধ্যে স্থানীয় ভূমিদস্যু আক্তার হোসেন ও মিলন শত শত পরিবারের বসতভিটা দখলের পাঁয়তারা শুরু করেছেন। তারা জোনাল সেটেলমেন্ট অফিসের কর্মকর্তা-কর্মচারীদের মোটা অংকের ঘুষ দিয়ে নিজেদের পরিবারের সদস্য ও ছেলে-মেয়েদের নামে বসতভিটাগুলি রেকর্ড করে ফেলেছেন। এখন তাদের সে সব ভিটামাটি থেকে সরিয়ে দেওয়ার পাঁয়তারা শুরু করেছেন। যে কোনো সময় তারা ‘সন্ত্রাসী বাহিনী’ দিয়ে তাদের ভিটেমাটি থেকে উচ্ছেদ করার হুমকি-ধামকি দিয়ে যাচ্ছেন। সে কারণে তারা চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন।

অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্ত আক্তার হোসেনের সেলফোনে একাধিকবার কল করা হলেও তিনি ফোনকল রিসিভ করেননি।

এ বিষয়ে ভুক্তভোগী পরিবারগুলো প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের হস্তক্ষেপ কামনা করেছেন এবং সেইসঙ্গে ভূমিদস্যু জাল-জালিয়াতির ‘প্রধান হোতা’ আক্তার হোসেন ও অপর্কমের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

;

ক্রিস্টাল মেথ আইসসহ কণ্ঠশিল্পী গ্রেফতার



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
ছবি: বার্তা ২৪

ছবি: বার্তা ২৪

  • Font increase
  • Font Decrease

রাজধানীর রামপুরা থানার খিলগাঁও চৌধুরীপাড়া এলাকা থেকে এক কেজি ক্রিস্টালমেথ আইসসহ এক কণ্ঠশিল্পীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃতের নাম- এনামুল কবির রেবেল।

বিষয়টি নিশ্চিত করেছেন মতিঝিল বিভাগের খিলগাঁও জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো. রাশেদ।

তিনি বলেন, রামপুরা থানার খিলগাঁও চৌধুরীপাড়া মাটির মসজিদ থেকে এক কেজি ক্রিস্টালমেথ আইসসহ কণ্ঠশিল্পী এনামুল কবির রেবেল করা হয়েছে। এ সম্পর্কে বিস্তারিক জানাতে দুপুরে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।

;