ইয়াবা পাচার: দুইজনের ৬ বছর কারাদণ্ড

  • স্টাফ করেসপন্ডেন্ট, কক্সবাজার, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ইয়াবা পাচার: দুইজনের ৬ বছর কারাদণ্ড। ছবি: বার্তা২৪.কম

ইয়াবা পাচার: দুইজনের ৬ বছর কারাদণ্ড। ছবি: বার্তা২৪.কম

পৃথক ইয়াবা পাচারের মামলায় দুই ইয়াবা ব্যবসায়ীকে ৬ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (৩ জানুয়ারি) দুপুরে কক্সবাজার যুগ্ম জেলা ও দায়রা জজ (প্রথম) আদালতের বিচারক সৈয়দ মোহাম্মদ ফখরুল আবেদীন এ আদেশ দেন।

বিজ্ঞাপন

দণ্ডপ্রাপ্তরা হলেন- টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের তুলাতলীর মো. আমির হোসেনের ছেলে মনজুর হোসেন ও রামুর খুনিয়াপালং ইউনিয়নের ধোয়াপালংয়ের আবু তাহেরের ছেলে মো. শাহিন।

আদালত সূত্রে জানা যায়, মো. মনজুর হোসেন ২০১৭ সালের ২৪ ডিসেম্বর ৩ হাজার ৮৩৫ পিস ইয়াবা নিয়ে বিজিবির হাতে আটক হন। ওই মামলার দীর্ঘ শুনানি শেষে আজ তাকে ৬ বছরের কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়। যা অনাদায়ে আরও ৫ মাসের কারাদণ্ড দেয়া হয়। এছাড়া মো. শাহিন ২০১৬ সালের ১ জুন ৩ হাজার ৯০০ পিস ইয়াবা নিয়ে বিজিবির হাতে আটক হন। বিজিবির দায়েরকৃত মামলায় তাকেও ৬ বছর কারাদণ্ড ও ৬ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়। যা অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দেয়া হয়।

বিজ্ঞাপন

কক্সবাজার যুগ্ম জেলা ও দায়রা জজ (প্রথম) আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) জিয়া উদ্দিন আহমেদ বার্তা২৪.কমকে এসব তথ্য নিশ্চিত করেছেন।