স্বাধীনতার পর এই প্রথম মন্ত্রী শূন্য কিশোরগঞ্জ!

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, কিশোরগঞ্জ
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: প্রতীকী

ছবি: প্রতীকী

বঙ্গবন্ধুর অবর্তমানে যে কিশোরগঞ্জের সৈয়দ নজরুল ইসলাম প্রবাসী সরকারের নেতৃত্ব দিয়েছিলেন, সেই কিশোরগঞ্জ স্বাধীনতার পর কোনো সরকারে মন্ত্রী শূন্য রইল। স্বাধীনতার ৪৭ বছরে এমন ঘটনা এই প্রথম।

পরিসংখ্যানে দেখা যায়, স্বাধীনতার পর সকল নির্বাচিত ও সামরিক সরকারে কিশোরগঞ্জের কেউ না কেউ মন্ত্রীসভায় প্রতিনিধিত্ব করেছেন। বঙ্গবন্ধুর আমলে মন্ত্রী ছিলেন সৈয়দ নজরুল (শিল্প), আসাদুজ্জামান খান (পাট), মনোরঞ্জন ধর (আইন)। জিয়ার আমলে মন্ত্রী ছিলেন ডা. ফজলুল করিম (গণপূর্ত)। এরশাদের আমলে হাবিবুল হক (আইন), এম. সাইদুজ্জামান (অর্থ) মন্ত্রী ছিলেন। খালেদা জিয়ার আমলে এবিএম জাহিদুল হক ছিলেন নৌ পরিবহণ প্রতিমন্ত্রী। শেখ হাসিনার আমলে মন্ত্রী ছিলেন জিল্লুর রহমান, সৈয়দ আশরাফ, মজিবুল হক চুন্নু (জাপা)।

বিজ্ঞাপন

মন্ত্রীত্বের এই ধারাবাহিকতায় এবারই প্রথম ছেদ ঘটলো। শেখ হাসিনার নতুন মন্ত্রীসভায় কিশোরগঞ্জ থেকে স্থান পান নি কেউ।

বিশেষ করে, কিশোরগঞ্জের সিনিয়ন নেতা সৈয়দ আশরাফের সমাধি যে দিন রচিত হচ্ছে, সেদিন ঘোষিত মন্ত্রীসভায় কিশোরগঞ্জের কেউ না থাকায় শোকাভিভূত কিশোরগঞ্জবাসী বেদনাহত হয়েছে। কারণ, গোপালগঞ্জের পর আওয়ামী লীগের সমর্থন, শক্তি ও জনপ্রিয়তার নিরিখে দ্বিতীয় দুর্গ হিসাবে পরিচিত কিশোরগঞ্জ থেকে এক বা একাধিক জনের মন্ত্রীসভায় থাকার প্রত্যাশা ছিল কিশোরগঞ্জবাসী।

বিজ্ঞাপন

বিষয়টি নিয়ে বার্তা২৪,কমের সঙ্গে আলাপকালে আওয়ামী লীগসহ বিভিন্ন দলের নেতৃবৃন্দ হতাশা ব্যক্ত করেন। তবে তারা বলেন, 'আমরা জননেত্রী শেখ হাসিনার প্রতি আস্থাশীল। তিনি নিশ্চয় যথাসময়ে বিষয়টি বিবেচনা করবেন।'