দুদকের কাছে সময় আবেদন স্বাস্থ্য অধিদপ্তরের ৫ কর্মচারীর

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

অসুস্থতার কারণ দেখিয়ে তিন সপ্তাহ সময় চাইলেন স্বাস্থ্য অধিদপ্তরের ৫ কর্মচারী।

মঙ্গলবার (২২ জানুয়ারি) এ বিষয়টি নিশ্চিত করেন তদন্তকারী কর্মকর্তা মো. সামছুল আলম।

বিজ্ঞাপন

আয়বহির্ভূত সম্পদ অর্জন করে বিদেশে অর্থ পাচার ও সিন্ডিকেট করে সীমাহীন দুর্নীতির মাধ্যমে কোটি কোটি টাকা আত্মসাৎ করার অভিযোগে স্বাস্থ্য অধিদপ্তরের তৃতীয় ও চতুর্থ শ্রেণির পাঁচ জনকে জিজ্ঞাসাবাদের জন‌্য তলব করা হয়।

তলবকৃতরা হলেন ফরিদপুর টিবি হাসপাতালের ল্যাব অ্যাটেনডেন্ট বেলায়েত হোসেন, জাতীয় অ্যাজমা সেন্টারের হিসাবরক্ষক লিয়াকত হোসেন, স্বাস্থ্য অধিদফতরের গাড়িচালক রকিবুল ইসলাম, স্বাস্থ্য অধিদফতরের উচ্চমান সহকারী বুলবুল ইসলাম ও খুলনা মেডিক্যাল কলেজের অফিস সহকারী শরিফুল ইসলাম।

এর আগে ২০১৮ সালের প্রথম দিকে অভিযোগের বিষয়ে তদন্ত করতে  নামে দুদক।