বছরজুড়ে পুলিশ সপ্তাহের সেবা সমুন্নতের আহ্বান সংশ্লিষ্টদের



রকিব কামাল, স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
চট্টগ্রামে চলছে  পুলিশ সপ্তাহ, ছবি: বার্তা২৪.কম

চট্টগ্রামে চলছে পুলিশ সপ্তাহ, ছবি: বার্তা২৪.কম

  • Font increase
  • Font Decrease

পুলিশের ভূমিকা নিয়ে বরাবরই জনসাধারণের মনে নেতিবাচক ধারণা ও অচেনা আতঙ্ক বিরাজ করলেও দেশজুড়ে সেবার ডালা নিয়ে বসেছে সংস্থাটি। সপ্তাহব্যাপী পুলিশ সপ্তাহের মাঝে তাৎক্ষণিক, সহজতর ও আন্তরিকতার মাঝে স্বল্পসময়ে সর্বোচ্চ সেবাপ্রাপ্তি নিশ্চিত করছে। এতে করে বাহিনীটির সুনাম সমুন্নত হচ্ছে।

সংশ্লিষ্টরা বলছেন, কেবল ঘোষণা দিয়ে দৃষ্টি আকর্ষণ করে সপ্তাহের মধ্যে এমন সেবার দ্বার সর্বদা উন্মোচন থাকবে কিনা? তবে এক্ষেত্রে নাগরিকদের সহায়তা চান পুলিশ কর্তৃপক্ষও।

এ বিষয়ে চট্টগ্রাম মেট্টাপলিটন পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) এস এম মেহেদী হাসান বার্তা২৪.কমকে বলেন, পুলিশের সেবা দেওয়ার ইচ্ছে এবং চেষ্টা সবসময়ের জন্য। কয়েকদিনের এমন অভিজ্ঞতাকে কাজে লাগাতে সবার পরামর্শ ও সহায়তা চাই। এমন সপ্তাহ সেবা কার্যক্রম পুলিশের মাঝে দায়িত্ববোধ ও সচেতনতা বৃদ্ধি করবেও বলে আশা করেন তিনি।

জানা গেছে, অত্যন্ত উৎসবমুখর পরিবেশের মধ্যে দিয়ে ২৭ জানুয়ারি শুরু হয় পুলিশ সপ্তাহ। চলবে ২ ফ্রেবুয়ারি পর্যন্ত। এ সময়ের মধ্যে পুলিশ ক্লিয়ারেন্স, কিভাবে সাধারণ ডায়েরি করতে হয়, অনলাইনে নারী ও শিশুদের পুলিশ সেবা, তড়িৎ ব্যবস্থা ৯৯৯, ট্রাফিক সচেতনতা, ইমিগ্রেশন জটিলতা, বাড়ির মালিকদের নাগরিক পরিচিতসহ তাৎক্ষণিক সেবা প্রদান করা হচ্ছে। এ ছাড়া ভয় ও সংকোচ ছাড়া সেবাগ্রহীতাদের সমস্যাগুলো একান্তভাবে শুনছেন তারা। শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধের গল্প শুনানো ও দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

এমন সেবার মাঝে আলোড়ন সৃষ্টি করেছে ‘হ্যালো ওসি’, ‘আপনার ওসি’ নামের বুথে সংশ্লিষ্ট থানার ওসির উপস্থিতি। তারা সরাসরি সবকিছু নিরীক্ষণ ও তদারকি করছেন। একইসঙ্গে দিচ্ছেন সমাধানও।

সপ্তাহব্যাপী আয়োজনে বুধবার (৩০ জানুয়ারি) ছিল ‘ওপেন হাউস সেবার’ আয়োজন। বৃহস্পতিবার রয়েছে বর্ণাঢ্য র‌্যালি ও শোভাযাত্রা। পুলিশের এসব সেবা নিয়ে ইতোমধ্যে অনেকে উপকৃতও হয়েছেন।

নগরীর কোতয়ালি থানায় ইয়াসমিন পারভিন নামে একটি এনজিওর প্রধান জানান, বেশ কয়েকদিন ধরে প্রতিবেশীর সঙ্গে জমিজমা নিয়ে ঝামেলা চলছিল। পুলিশ সপ্তাহ শুরুর দিন ওসিকে বিষয় অবহিত করার পর তিনি দুই পক্ষকে ডেকে মীমাংসা করে দেন।

ইকবাল হোসেন তানভীর নামে এক যুবক ছিনতাইয়ের দুই ঘণ্টার মাথায় ফোন ও ছিনতাইকারীকে গ্রেফতারের কথা জানান।

নাসরিন সুমাইয়া নামে দ্বাদশ শ্রেণির এক ছাত্রী ফেইসবুকে হয়রানির বিষয়ে তাৎক্ষণিক সেবার জন্য পুলিশকে ধন্যবাদ জানান।

সেবা নিতে আসাদের আপ্যায়ন করা হচ্ছে হরম রকম শীতের পিঠা, পপকর্ন ও জিলাপি দিয়ে।

খোঁজ নিয়ে জানা গেছে, ‘হ্যালো ওসি’বুথে দিনে শতাধিক অভিযোগ জমা হয়। এসব অভিযোগের অনেকগুলোরই তাৎক্ষণিক সমাধান দেওয়া হয়েছে।

এসব বিষয়ে নগরীর পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম ভূঁইয়া বার্তা২৪.কমকে বলেন, প্রতিদিন অনেকেই এসে সমস্যার কথাগুলো তুলে ধরছেন। আমরা তাদের একটি বার্তা পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি। সেটা হলো, ওসি এমন কেউ নন যে; তার সঙ্গে কথা বলা যাবে না। তিনি রাস্তার পাশেও সেবা দিতে প্রস্তুত। সেবা নিতে হলে কোনো টাকার প্রয়োজন নেই। নারী-শিশুরাও নির্বিঘ্নে এসে সেবা নিতে পারেন।

বছরজুড়ে সেবার মান অব্যাহত থাকলে আইনি জটিলতা ও হয়রানির মাত্রা কমে আসবে বলে মনে করেন চট্টগ্রাম জেলা বার আইনজীবী সমিতির সভাপতি ইফতেখার সাইমুল চৌধুরী। তিনি বার্তা২৪.কমকে বলেন, যে কোনো সেবাদানকারী প্রতিষ্ঠান সারাবছর সেবা দেবেন। তাদের নিজেদের কাজের প্রতি যত্নবার হতে হবে।

পুলিশের তাৎক্ষণিক সেবা সম্পর্কে কথা হয় স্থানীয় সরকার বিশেষজ্ঞ ড. তোফায়েল আহমেদের সঙ্গে। তিনি বার্তা২৪.কমকে বলেন, একজন নাগরিক হিসেবে আমি মনে করি পুলিশ সপ্তাহে যে সেবা দেওয়ার কথা বলা হচ্ছে তা সারাবছর সমান থাকবে। সপ্তাহের মধ্যে হয়তো মানুষের দৃষ্টি আকর্ষণ করার জন্য বিশেষ ব্যবস্থা নিতে পারে। স্বাভাবিক অর্থে পুলিশের কাছে একটি নরমাল সেবা জন্য গেলেও সেটি যথাযথ তদন্ত করা, যারা দূর্বল তাদের সহায়তা করা, আইনশৃঙ্খলা রক্ষা করা নিত্যনৈমিত্তিক কাজ। হয়তো এগুলোকে বার বার স্মরণ করে দেওয়া হয়। একইসাথে পলিসি মেকারদেরও বিষয়গুলো ভাবতে হবে। তাদের চার্টার অনুয়ায়ী এসব কাজ না করলে এটি কেবল দৃষ্টি আর্কষণে সামীবদ্ধ থাকবে।

   

হাতীবান্ধায় দুই উপজেলা চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত-১০



ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, লালমনিরহাট
ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

  • Font increase
  • Font Decrease

লালমনিরহাট জেলার হাতীবান্ধায় উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে চেয়ারম্যান প্রার্থী লিয়াকত হোসেন বাচ্চুর সমর্থকদের হামলায় চেয়ারম্যান প্রার্থী শাহানা ফেরদৌসী সীমাসহ তার পক্ষের অন্তত ১০ জন নেতাকর্মী আহত হয়েছে।

শুক্রবার (০৩ মে) মধ্যরাতে উপজেলার মেডিকেল মোড় এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

শাহানা ফেরদৌসী সীমার অভিযোগ, গণসংযোগ শেষে বাড়ি ফেরার পথে মেডিকেল মোড় এলাকায় তার নেতা-কর্মীদের উপর অতর্কিত হামলা চালায় লিয়াকত হোসেন ও তার লোকজন। এতে তিনিসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতরা স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এ সময় তাদের হামলায় দৈনিক কালের কণ্ঠের হাতীবান্ধা প্রতিনিধি হাসান মাহমুদও আহত হয়। তবে হামলার অভিযোগ অস্বীকার করেছেন লিয়াকত হোসেন বাচ্চু।

হাতীবান্ধা থানার ওসি (তদন্ত) নির্মল চন্দ্র মোহন্ত বার্তা২৪.কম-কে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। 

;

ঝালকাঠিতে বড় ভাইকে পিটিয়ে হত্যার অভিযোগে ছোট ভাই আটক



ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঝালকাঠি
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

ঝালকাঠিতে পারিবারিক বিরোধের জেরে বড় ভাই সুজন তালুকদার (৩৫) কে পিটিয়ে হত্যার অভিযোগে ছোট ভাইকে স্বপন তালুকদার (৩০) কে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-৮)।

শুক্রবার (০৩ মে) দুপুরে ঢাকার কুড়িল বিশ্বরোড এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। রাতে বরিশাল র‌্যাব-৮ এর উপ-পরিচালক লে. কমান্ডার মুহতাসিম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ৩০ এপ্রিল ঝালকাঠি সদর উপজেলার কীর্তিপাশা ইউনিয়নের গোবিন্দধবল গ্রামে পারিবারিক তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে লাঠি দিয়ে পিটিয়ে আহত করে।পরে তাকে উদ্ধার করে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল নিলে অবস্থা সংকটাপন্ন হওয়ায় দায়িত্বরত চিকিৎসক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে অবস্থার অবনতি দেখে ভর্তি না করে রিলিজ দিয়ে দেয়। পরে ওই দিন রাতেই তার মৃত্যু হয়। এ ঘটনায় সুজনের স্ত্রী রিয়া বেগম গত মে ঝালকাঠি থানায় মামলা দায়ের করেন। পরবর্তীতে মামলা হওয়ার ৪৮ ঘণ্টার মধ্যে অভিযান চালিয়ে তাকে আটক করেছে র‌্যাব-৮।

;

গাজীপুরে ট্রেন দুর্ঘটনা: লাইন থেকে সরানো হচ্ছে ক্ষতিগ্রস্ত বগি



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

গাজীপুরের ছোট দেওড়া কাজী বাড়ি এলাকায় তেলবাহী ও যাত্রীবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষের ঘটনার ১২ ঘণ্টা পর রেললাইন থেকে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত বগিগুলো সরানো হচ্ছে। 

শুক্রবার (০৩ এপ্রিল) রাত সাড়ে ১১টা থেকে বগি সরানোর কাজ শুরু হয়েছে বলে জানা গেছে।

জয়দেবপুর রেলওয়ে স্টেশন মাস্টার হানিফ আলী বলেন, রাত সাড়ে ১১ টা থেকে লাইন থেকে বগি সরানোর কাজ শুরু হয়। এর আগে বিকেল চারটা থেকে ট্রেনের ইঞ্জিনের সাথে বগির সংযোগ গুলো বিচ্ছিন্ন করা হয়।

উল্লেখ্য, শুক্রবার (০৩ মে) সকাল ১০টা ৪৫ মিনিটে জয়দেবপুর রেলওয়ে জংশনের আউটার সিগন্যালের ছোট দেওড়া কাজীবাড়ি এলাকায় তেলবাহী ট্রেনের সঙ্গে টাঙ্গাইল কমিউটার যাত্রীবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষ হয়। 

;

চট্টগ্রামে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবকের মৃত্যু, আহত ২



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চট্টগ্রাম
ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

  • Font increase
  • Font Decrease

চট্টগ্রাম নগরীর পতেঙ্গা থানাধীন খেজুরতলায় মোটরসাইকেল দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন আরও দুজন।

শুক্রবার (০৩ মে) সন্ধ্যায় সাতটার দিকে পতেঙ্গা সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম মো. মিনহাজ (৩৫)। আহত হয়েছেন আবু হেনা মাহমুদ (২৬) ও মনি নামে ২৮ বছর বয়সী এক নারী। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ২৮ নম্বর ওয়ার্ডে চিকিৎসা দেওয়া হচ্ছে।

তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে ইমাম হোসেন ও ওমর মোল্লা নামে দুই ব্যক্তি। তারা বার্তা২৪.কম-কে জানান, সন্ধ্যায় আমরা পতেঙ্গা খেজুরতলা এলাকায় বীচে বসে আড্ডা দিচ্ছিলাম। এসময় হঠাৎ একটি বিকট শব্দ শুনে গিয়ে দেখি একটি মোটরসাইকেলসহ তারা তিনজন বিচ্ছিন্ন অবস্থায় রাস্তায় পড়ে আছে। গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে প্রথমে একটি স্থানীয় হাসপাতালে নিয়ে যাই। সেখান থেকে চমেক হাসপাতালে নিয়ে গেলে মিনহাজ নামের একজন মারা যায়।

তারা আরও বলেন, হাসপাতালে এসে তাদের স্বজনদের সঙ্গে কথা বলে যেটি বুঝেছি। মাহমুদ একা ওই মোটরসাইকেলটি চালাচ্ছিল। নিহত মিনহাজ ও মনি নামের মেয়েটি এক সঙ্গে ছিল। মিনহাজকে মনি তার স্বামী বলে দাবি করছে। মনি আঘাত কম পেলেও আহত মাহমুদের অবস্থা আশঙ্কাজনক।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক নুরুল আলম আশিক বলেন, নিহত মিনহাজ রাউজানের সুলতানপুর ওয়াহাবউল্লাহ মিয়াজির বাড়ির মো. শওকত আলীর ছেলে। আহত আবু হেনা মাহমুদ হালিশহরের নন্দন মহাজন সড়কের মহাজন বাড়ির আবু জয়নাল আবেদিনের ছেলে।

পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবিরুল ইসলাম জানান, দ্রুতগতির মোটরসাইকেল পথচারীদের চাপা দিয়েছে। এতে মোটরসাইকেল চালকসহ তিনজন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে চমেক হাসপাতালে নেওয়া হয়। সেখানে একজন মারা যান। বিষয়টি তদন্তের জন্য ঘটনাস্থলে একজন অফিসারকে পাঠানো হয়েছে।

;