আজ বিশ্ব জলাভূমি দিবস, শীঘ্রই অভুক্ত মাছরাঙাটি এ শহর ছাড়বে!



আব্দুস সালাম আরিফ, ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, পটুয়াখালী, বার্তা২৪
পরিত্যক্ত পুকুরে মাছের অপেক্ষায় মাছরাঙা, ছবি: বার্তা২৪

পরিত্যক্ত পুকুরে মাছের অপেক্ষায় মাছরাঙা, ছবি: বার্তা২৪

  • Font increase
  • Font Decrease

পটুয়াখালী শহরের মদিনা মসজিদ সংলগ্ন কালি বাড়ি পুকুরে অভুক্ত এক মাছরাঙা অপেক্ষা করছে একটি মাছের জন্য। মরা গাছের ডালের উপর লম্বা ঠোট, বুকে সাদা রং এর পাশে গাড় হলুদ রং এর এই পাখিটির দীর্ঘ অপেক্ষার পরও কোন মাছের দেখা মেলেনি।

ময়লা আবর্জনার কারণে অনেক আগেই পুকুরের পানি ব্যবহারের অনুপযোগী হয়ে পরেছে। ফলে মাছ এবং অন্যসব জলজ প্রাণী বিলুপ্ত হয়ে এটি এখন ব্যবহৃত হচ্ছে ময়লা আবর্জনার ভাগার হিসেবে। এ কারণে এই জলাশয় নির্ভর পাখিটি দিন গুনছে কবে সে নিজেও এই শহর ত্যাগ করবে।

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2019/Feb/02/1549073963181.jpg

অপরিকল্পিত নগরায়ন, দখল ও দূষণের কারণে এখন অস্তিত্ব সংকটে পটুয়াখালী শহরের অধিকাংশ খাল ও জলাধারগুলো। বর্তমানে শহরের অধিকাংশই খাল দুই থেকে ছয় ফিট ড্রেনে পরিণত হয়েছে। আর যেসব খাল,পুকুর,দিঘি কিংবা জলাশয় টিকে আছে তা এখন দখলদারদের থাবায় নিঃস্ব হওয়ার পথে।

বিশেষজ্ঞরা বলছেন, শহরের জলাধার রক্ষায় ব্যর্থ হলে এর বিরূপ প্রভাব আগামী প্রজন্মকেই ভোগ করতে হবে। পটুয়াখালী শহরে বিভিন্নস্থানে শতাধিক পুকুর এবং দিঘি থাকলেও তার অধিকাংশরই এখন আর অস্তিত্ব নেই। বিশেষজ্ঞরা বলছেন, খাল কিংবা জলাধার একটি শহরের সৌন্দর্য বৃদ্ধিতে যেমন ভূমিকা রাখে তেমনি শহরের পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ। এ কারণে খাল ও জলাধার রক্ষায় আরও আন্তরিক হওয়া প্রয়োজন।

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2019/Feb/02/1549073976693.jpg

একটা সময় ছিলো যখন ছোট বড় খালের উপর পুরো শহরের পরিবহন ও ব্যবসা বাণিজ্য নির্ভর করতো। শহরের লোহালিয়া ও লাউকাঠী নদীর থেকে শহরে প্রবেশ করেছিলো ২১ টি খাল। এর মধ্যে খন্দকার বাড়ীর খাল, সুতারখালী খাল, থানাপাড়া খাল, ফৌজদারি পুল খাল, চরপাড়া খাল, শিশুপার্ক সংলগ্ন খাল, কিসমত বডিং সংলগ্ন খাল, মনসা বাড়ি খাল, মৃধা বাড়ি খাল, পুরান বাজার খাল, গফ্ফার মৃধা বাড়ির খাল, কাঠপট্টি খাল, তালতলা খাল, বিএনডিসি খাল এখন পরিণত হয়েছে দুই থেকে ছয় ফিটের কংক্রিটের ড্রেনে।

কিন্তু একসময়ে এসব খালেই চলতো বড় বড় নৌকা ও গয়না। এদিকে কাটাখালী খাল, কেওয়াবুনিয়া খাল, ডিবুয়াপুর খাল, বহাল গাছিয়া ও জিলবুনিয়া খাল থাকলেও তা দখলদারদের কবলে এখন হুমকির মুখে।

পটুয়াখালী পানি উন্নয়ন বোর্ডর নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ হাসানুজ্জামান বলেন, ‘শহরে এখনও যে কয়েকটি খাল টিকে আছে তা একটির সাথে অপরটির কিংবা ড্রেনগুলো একটির সাথে অপরটির যদি সংযোগ করে দেয়া যায় এবং নিয়মিত এসব খাল ও ড্রেন পরিষ্কার রাখা যায়। তবে শহরে পানি প্রবাহ ঠিক থাকবে। এতে করে বর্ষা মৌসুমে যেমন পানি নিষ্কাশন হবে তেমনি শুষ্ক মৌসুমেও পর্যাপ্ত পানি চলাচল করবে। অপরদিকে খাল ও ড্রেনে ময়লা ফেলার মন মানুসিকতা পরিবর্তন করতে হবে।

   

গ্যাস পাইপের পিলার ভেঙে স্কুল ছাত্রের মৃত্যু



ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট বার্তা২৪.কম, লালমনিরহাট
ছবি: বার্তা ২৪.কম

ছবি: বার্তা ২৪.কম

  • Font increase
  • Font Decrease

বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষের সেচ পাম্পের পুরনো গ্যাস পাইপের পিলার ভেঙে আল আমিন (১৫) নামে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৬ এপ্রিল) দুপুরে লালমনিরহাটের আদিতমারী উপজেলায় সারপুকুর ইউনিয়নের রইসবাগ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মৃত স্কুল ছাত্র আল আমিন একই এলাকার আব্দুল কাদের জিলানীর ছেলে এবং স্থানীয় রইসবাগ হরিদাস উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।

পুলিশ ও স্থানীয়রা জানান, উপজেলার রইসবাগ এলাকায় জমিতে সেচ দিতে বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষ একটি সেচ পাম্প গড়ে তুলে। যার দেখাশোনা করতেন স্থানীয় রজনি সরকারের ছেলে পুষ্প চন্দ্র। সেই সেচের আওতায় স্থানীয়দের মত বোরো চাষাবাদ করেছেন আল আমিনের বাবা আব্দুল কাদের জিলানী।

মঙ্গলবার দুপুরে নিজেদের বোরো ক্ষেতে কাজ শেষে বরেন্দ্রের ওই সেচ পাম্পের পাশে পানি পান করতে যায় আল আমিন। এ সময় ওই পাম্পের পুরনো একটি গ্যাস পাইপের পিলার ভেঙে তার শরীরে পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা পিলারে চাপা তার মরদেহ দেখে পুলিশে খবর দেয়। পুলিশ মরদেহ উদ্ধার করে।

এ ঘটনায় মৃতের বাবা আব্দুল কাদের জিলানী আদিতমারী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

আব্দুল কাদের জিলানী বলেন, তাদের পাম্পের পিলার দীর্ঘ দিন ধরে ভাঙ্গা ছিলো। তারা জেনেও তা সংস্কার করেনি। তাদের ভুলে আমি আমার একমাত্র ছেলেকে হারালাম। আমি এর বিচার চাই।

আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ উন নবী বার্তা২৪.কমকে বলেন, বরেন্দ্রের সেচ পাম্পের পুরনো গ্যাস পাইপ ভেঙে পড়ে আল আমিন নামে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। ঘটনাস্থলে অফিসার পাঠানো হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

;

চালের বস্তায় লিখতে হবে উৎপাদন-মেয়াদোর্ত্তীণের তারিখ



ডিস্ট্রিক করেসপনডেন্ট, বার্তা২৪.কম, খুলনা
ছবি: বার্তা ২৪.কম

ছবি: বার্তা ২৪.কম

  • Font increase
  • Font Decrease

চালের বস্তায় রাইস মিল হতে উৎপাদন-মেয়াদোর্ত্তীণের তারিখ ও বিক্রয়মূল্য লিখতে হবে। খুলনা জেলা আইন-শৃঙ্খলা কমিটির এপ্রিল মাসের সভায় এ তথ্য জানানো হয়েছে।

মঙ্গলবার (১৬ এপ্রিল) সকালে জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীনের সভাপতিত্বে সার্কিট হাউজের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের খুলনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. ওয়ালিদ বিন হাবিব সভায় জানান, চালের বস্তায় রাইস মিল হতে উৎপাদন-মেয়াদোর্ত্তীণের তারিখ ও বিক্রয়মূল্য লেখার বিষয়টি সম্প্রতি চালু হয়েছে। চালের বাজারমূল্য নিয়ন্ত্রণে ভোক্তা অধিকার দপ্তরের তদারকি অভিযান অব্যাহত থাকবে।

সভায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) সুশান্ত সরকার জানান, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা পুলিশ তৎপর রয়েছে। আদালতে বিচারাধীন মামলার ক্ষেত্রে পুলিশ বিভাগে কর্মরত সাক্ষীদের যথা নিয়মে কোর্টে হাজিরার বিষয়টি নিশ্চিত করতে অধিকতর গুরুত্ব প্রদান করা হচ্ছে।

সভায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মীর আলিফ রেজা, খুলনা মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার গোপীনাথ কানজিলাল, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

;

দর্শনায় রেললাইনের পাশে মিলল যুবকের মরদেহ



ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চুয়াডাঙ্গা
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

চুয়াডাঙ্গার দর্শনায় রেললাইনের পাশে দিলীপ কুমার (২৮) নামের এক যুবকের মরদেহ পাওয়া গিয়েছে। মরদেহটি উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। 

মঙ্গলবার (১৬ এপ্রিল) সকালে দর্শনা হল্ট স্টেশন সংলগ্ন রেললাইনের পাশে পড়েছিল ওই যুবকের মরদেহ। এছাড়া মরদেহের পাশ থেকে একটি মোটরসাইকেলও উদ্ধার করা হয়েছে।

নিহত দিলীপ কুমার হালদার মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলার মহাজনপুর ইউনিয়নের কোমরপুর গ্রামের কার্তিক হালদারের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে দর্শনা রেলওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আতাউর রহমান বলেন, মঙ্গলবার সকালে রেললাইনের পাশ থেকে অজ্ঞাত এক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়। পরে তার পরিচয় পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, আনুমানিক রাত একটার দিকে ট্রেনের ধাক্কায় তার মৃত্যু হয়েছে। মরদেহের পাশ থেকে মোটরসাইকেল উদ্ধারের বিষয়টি জানতে চাইলে তিনি বলেন, শুনেছি দর্শনা থানা পুলিশ একটি মোটরসাইকেল উদ্ধার করেছে। বিস্তারিত জানতে আমরা কাজ করছি।

তিনি আরও বলেন, মরদেহের ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে।

;

যশোরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার



ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট বার্তা২৪.কম, যশোর
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

যশোর শহরের ষষ্ঠীতলা এলাকার বসন্ত কুমার সড়কে একটি ভাড়া বাড়ি থেকে আশিকুর রহমান হৃদয় (২৪) নামে এক টাইলস মিস্ত্রির অর্ধগলিত ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৬ এপ্রিল) বেলা ১১টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্বজনদের দাবি, ২/৩ দিন আগে তিনি গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেন। কিন্তু বাড়িতে কেউ না থাকায় বিষয়টি জানাজানি হয়নি। তিনি একই এলাকার মনিরুজ্জামান মনি মিয়ার ছেলে।

নিহতের স্ত্রী পিয়া বেগম জানান, ঈদের আগের দিন সংসারে অশান্তি হয়। যে কারণে বাপের বাড়ি চলে গিয়েছিলাম। ঈদের দিন শ্বশুর বাড়িতে (পিয়ার বাবার বাড়ি) গিয়েছিলেন আশিকুর কিন্তু খেয়ে আর দেরি করেনি। ঈদের দু’একদিন পরে গলায় ফাঁস নিতে পারেন।

আজ সকালে প্রতিবেশি ঘর থেকে দুর্গন্ধ পেয়ে আশপাশের লোকজন ডেকে জানালা খুলে তাকে ঝুলে থাকতে দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

;