ভুয়া প্রশ্নপত্র সরবরাহের অভিযোগে যুবক আটক

  • সিনিয়র করেসপন্ডেন্ট, সিলেট, বার্তা ২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ভুয়া প্রশ্ন দিয়ে প্রতারণার অভিযোগে র‍্যাবের হাতে আটক ঝন্টু আচার্য্য, ছবি: বার্তা২৪

ভুয়া প্রশ্ন দিয়ে প্রতারণার অভিযোগে র‍্যাবের হাতে আটক ঝন্টু আচার্য্য, ছবি: বার্তা২৪

সিলেটের মোগলাবাজার থেকে এসএসসি পরীক্ষার্থীদের ভুয়া প্রশ্ন সরবরাহ করে প্রতারণার মাধ্যমে অর্থ গ্রহণের অভিযোগে ঝন্টু আচার্য্য (১৮) নামের এক যুবককে গ্রেফতার করেছে র‌্যাব।

রোববার (৩  ফেব্রুয়ারি) সন্ধ্যায় তাকে রেলস্টেশন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। আটক ঝন্টু মোগলাবাজার থানার গোপাল গ্রামের সন্তোষ আচার্য্যরে পুত্র।

বিজ্ঞাপন

র‌্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার ( মিডিয়া) মোঃ মনিরুজ্জামান জানান, ঝন্টু সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি আইডি খুলে ২০১৯ সালের চলমান এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র সরবরাহকারী একটি পেজ তৈরি করেন।

উক্ত পেজ ও ইনবক্সের মেসেজের মাধ্যমে এসএসসি পরীক্ষার্থীদেরকে অর্থের বিনিময়ে প্রশ্নপত্র সরবরাহের আশ্বাস দিয়ে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেন। আটক ঝন্টু আজার্য্যকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

বিজ্ঞাপন