মাহফুজ পারভেজের 'মানচিত্রের গল্প' বইমেলায়

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

বইমেলায় মাহফুজ পারভেজের 'মানচিত্রের গল্প'

বইমেলায় মাহফুজ পারভেজের 'মানচিত্রের গল্প'

জ্ঞানভিত্তিক শিশুতোষ গ্রন্থ 'মানচিত্রের গল্প' বাংলা একাডেমির অমর একুশে বইমেলায় এনেছে প্রকাশক শিশু কানন।

কবি ও গবেষক, অধ্যাপক ড. মাহফুজ পারভেজ রচিত গ্রন্থে মানচিত্র বা ম্যাপ সংক্রান্ত যাবতীয় ঐতিহাসিক বিবরণ গল্পের ছলে বলা হয়েছে।

বিজ্ঞাপন

বইমেলায় শিশু কাননের ৭০১ নং স্টলে বইটি পাওয়া যাচ্ছে। পাতায় পাতায় ছবি দিয়ে বইটিতে মানচিত্রের জন্ম থেকে বিকাশকালের বিস্তৃত বর্ণনা রয়েছে।

মানব সভ্যতার ইতিহাসে মানচিত্র, কম্পাস ইত্যাদির ভূমিকাও বিষদে আলোচিত হয়েছে।

বিজ্ঞাপন

চমৎকার প্রচ্ছদ ও অলঙ্করণে প্রকাশিত  ড. মাহফুজ পারভেজের 'মানচিত্রের গল্প' গ্রন্থটি শিক্ষার্থী ও আগ্রহী পাঠকের নজর কেড়েছে বলে জানিয়েছেন প্রকাশক।