সংরক্ষিত নারী আসনে জাপার সব প্রার্থী বৈধ

  • স্পেশাল করেসপন্ডেন্ট, ঢাকা, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: প্রতীকী

ছবি: প্রতীকী

জাতীয় পার্টির (জাপা) চার সংরক্ষিত আসনের সদস্যদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

মঙ্গলবার (১২ ফেব্রুয়ারি) বেলা ১১টায় নির্বাচন কমিশন সচিবালয়ে সংশ্লিষ্ট রিটার্নিং অফিসার জাতীয় পার্টির মনোনীত প্রার্থীদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন।

বিজ্ঞাপন

সংরক্ষিত নারী আসনে জাতীয় পার্টির মনোনীত সংসদ সদস্যরা হলেন- জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য অধ্যাপিকা মাসুদা এম রশিদ চৌধুরী, অ্যাডভোকেট সালমা ইসলাম, চেয়ারম্যানের উপদেষ্টা অধ্যক্ষ রওশন আরা মান্নান ও নাজমা আকতার।

এ সময় জাতীয় পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙ্গা ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের ডেপুটি প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী উপস্থিত ছিলেন ।

বিজ্ঞাপন